এখন ঘরে বসে দাবা খেলুন সারা বিশ্বের যে কারো সাথে,সেই সাথে চ্যাটও করুন,আড্ডা দিন আর উজ্জ্বল করুন দেশের মুখ,দেশকে পরিচয় করান সারা বিশ্বের সাথে।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

বন্ধুরা,কি খবর ? সবাই কেমন আছেন ? অনেকদিন পরে আবারও লিখতে বসলাম সময় করে। সামনে পরীক্ষা থাকায় ইদানিং একটু ব্যস্ত থাকতে হচ্ছে। আজ আমি আপনাদের সামনে এক অন্য ধরনের পোষ্ট নিয়ে হাজির হলাম, নিশ্চয়ই নাম দেখে অনেকটা আচ করতে পেরেছেন। না, ভুল হয়নি, ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমার দেখা ভালো লাগার মত কয়েকটি সাইট যেখানে আপনি অনলাইনে দাবা খেলতে পারবেন। খুব মজার সাইট এগুলো।

দাবা, পৃথিবীতে যত জনপ্রিয় ঘরোয়া গেম আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি ঘরোয়া বা ইনডোর গেমের নাম। এটি আমারও খুব প্রয় খেলা। এখনও মনে আছে, ফার্স্ট ইয়ারে থাকতে সারাক্ষন কমন রুমে দাবাবোর্ডের সামনে বসে থাকতাম আর টিভি দেখতাম। খেলার পার্টনার পেলেই শুরু করে দিতাম খেলা। যতবার যতক্ষন ইচ্ছা। এরপর মাঝখান দিয়ে অনেক সময় কেটে গেল। আজ তাই অনেকদিন পর দাবা খেলার কথা মনে হওয়ায় নেটে সার্চ করা শুরু করে দিলাম আর পেয়েও গেলাম কয়েকটা সাইট যেখানে অনলাইনে যেকোনো দেশের যে কারো সাথে দাবা খেলা যায়। আসুন তাহলে এক এক করে এসব সাইট গুলো সম্পর্কে কিছু জানি। উল্লেখ্য, এসব সাইটে আপনি দাবা খেলার পাশাপাশি যারা দাবা খেলা জানেন না,তারা দাবা খেলা শিখতেও পারবেন।

http://www.gameknot.com

আমার দেখা সবচেয়ে ভালো অনলাইন দাবা খেলার সাইট।

রেজিস্ট্রেশনের জন্য Sign up এ ক্লিক করে নিচের মত পেজ পাবেন।

যথাযথভাবে এই পেজ পূরন করবেন। Reffered by লেখা ফাকা স্থানে যার মাধ্যমে এই সাইট সম্পর্কে জানলেন তার নাম দিতে পারেন,না দিলেও সমস্যা নেই। দিলে আমার নাম দিতে পারেন(উল্লেখ্য,এই সাইটে আমি MITHUBLUE নামে আছি। না না, রেফারেলের জন্য আমাকে পে করা হবে বলে মনে করবেন না আবার।)

এরপর নিচের চেকবক্সে টিক দিবেন যেখানে লেখা "আমার বয়স তের বছরের উর্ধ্বে"।

রেজিস্ট্রেশনের পর আপনার মেইল চেক করে কনফার্মেশন লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট এক্টিভেট করুন।

এখন আপনার একাউন্টে লগ ইন থাকা অবস্থায় উপরের মেনু থেকে নিচের মত real time chess নির্বাচন করুন যদি আপনি বর্তমানে কারো সাথে খেলতে চান। আর যদি রেটিং করা কোনো গেম খেলতে চান,অর্থাত যে খেলায় আপনাকে রেটিং করা হবে,তাহলে start new game এ ক্লিক করুন। অন্য কোন চলমান খেলায় জয়েন করতে চাইলে join a game আর কম্পিউটারের সাথে খেলতে চাইলে play vs computer এ ক্লিক করুন।

real time chess ক্লিক করে নিচের মত পাবেন।

এই পেজের উপরের বাটনটিতে ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে।

Challenge player লেখার পাশের বক্সে অন্য কোন প্লেয়ারের ইউজার নেম দিয়ে (যদি আপনার জানামতে আপনার কোনো ফ্রেন্ড বা অন্য কেউ এ সাইটে খেলে থাকে,যার ইউজার নেম আপনার জানা আছে) create seek বাটনে ক্লিক করুন। ফলে আপনার ফ্রেন্ডটি তখন সাইটে লগ ইন অবস্থায় থাকলে তার সাথে খেলার শুরু হয়ে যাবে। আর আপনার পরিচিত কেউ না থাকলেও সমস্যা নেই। Challenge player বক্সটি খালি রেখেই create seek বাটনে ক্লিক করুন। ফলে সাইটটি নিজে থেকেই খুজে নেবে সাইটে লগ ইন করে থাকা খেলারত অবস্থায় না থাকা প্লেয়ার। নিচে দেখুন, আমি vazpet নামের একজনের সাথে খেলছি।

এখানে send বক্স ব্যবহার করে আপনি ফেসবুকের মত চ্যাট করতেপারবেন। ঃ) আমি অনেকের সাথেই খেলতে খেলতে চ্যাট করলাম, ডেনমার্ক, ক্রোয়েশিয়া ,ম্যাক্সিকো। উল্লেখ্য, ম্যাক্সিকান ভদ্রলোক এখন আমার ফেসবুক ফ্রেন্ড। ঃ)

http://www.chesshere.com

এটাও একটা দারুন সাইট। এখানেও আপনি একই সাথে খেলা অবস্থায়ও প্রতিযোগীর সাথে চ্যাট করতে পারবেন, তাকে ফ্রেন্ড বানাতে পারবেন। তাছাড়া ইচ্ছা করলে এখানে আপনি ব্লগ ও লিখতে পারেন, ফোরামে জয়েন করতে পারেন, আরও অনেক কিছু।

নিচের চিত্রগুলো দেখলেই এই সাইটের বিভিন্ন ফিচার গুলো আপনার কাছে পরিস্কার হয়ে যাবে।

নিচে দেখানো ছবিতে start play real time chess এ ক্লিক করে আপনি অনলাইনে দাবা খেলতে পারবেন।

এরপরে নিচের পেজ আসবে। এতে invitation center এ তাদের নাম পাবেন যারা বর্তমানে অনলাইনে আছেন কিন্তু খেলছেন না, join বাটনে ক্লিক করে এদের সাথে খেলতে পারবেন। Tournamens center এ জয়েন করে টুর্নামেন্ট খেলতে পারবেন। তবে এর জন্য শর্ত প্রযোজ্য। active chess games এর মাধ্যমে আপনি অন্যদের খেলার দর্শক হিসেবে থাকতে পারবেন।

এর এক্সট্রা সুবিধা হল,এতে আপনার ব্যক্তিগত একটী প্রোফাইলে ফেসবুকের মত ফ্রেন্ডশিপ করতে পারবেন যে কারো সাথে।

আর এর সীমাবদ্ধতা হল, আপনি প্রতিদিন ৩টি খেলা খেলতে পারবেন ফ্রি। এর বেশি খেলতে আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে। ঃ( এখানে আমি বিচিত্রা নামে একজনের সাথে খেললাম, ফলাফল একটি জয় ও একটি হার। তিনি ইন্ডিয়ার নাগরিক কিন্তু পড়াশোনার জন্য বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

http://www.Chess.com

আমার গুরু হাসিন হায়দার ভাই এ সাইটের একজন সদস্য। রেজিস্ট্রেশন করার জন্য sign up বাটনে ক্লিক করে নিচের মত পেজ পাবেন। তাতে রেজিস্টার করুন। রেজিস্টার করতে আপনার প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি আপনার দেশের নামটিও দিয়ে দিন। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার নামের পাশে আপনার আমার দেশের প্রিয় বাংলাদেশের পতাকাটিও দেখানো হবে।

রেজিস্ট্রেশনের পরেই আপনার কাছে একটী মেসেজ আসতে পারেন যেমনটি আমার কাছে এসেছে বাঙ্গালী চেসমাস্টার গুপ এর পক্ষ থেকে যার উদ্দেশ্য বাংলাদেশ,ভারত ও পাকিস্তানী খেলোয়াড়দের নিয়ে একটি গ্রুপ তৈরি করা যারা বিশ্বের অন্য দেশগুলোর সাথে দাবা খেলায় পাল্লা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে।

এই গ্রুপটি আমি খুব একটা ঘেটে দেখিনি, তবে একনজর দেখে যা মনে হল, প্রমিয়াম একাউন্টের ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আপনারা আরেকটু নেড়েচেড়ে দেখবেন। আর আমাকে জানাবেন আশা করি।

এবার কিছু কথা যা আমার দেশের জন্য খুবই দুঃখজনকঃ হুম, আসলেই খুব দুঃখজনক। আমি এই তিনটি সাইটে বেশ কয়েকজনের সাথে খেলেহি। যাদের সাথে খেলছি তাদের সাথেই চ্যাট করেছি এবং মোটামুটি গল্পটল্প করেছি। সবচেয়ে দূঃখজনক যে কথা, তাহল, এদের মধ্যে ইন্ডিয়ান ছাড়া আর তেমন কেউকে পাইনি যারা অন্তত আমার এই দেশটির নাম শুনেছে। একজন তো আমাকে জিজ্ঞেসই করল "এটা কি আফ্রিকার কোনো দেশ?"। আপনি হয়ত বলবেন, যারা আমার দেশকে চেনেনা তাদের সাথে চ্যাট করার দরকার কি? কিন্তু ভাই, তারা যে চেনেনা,এই দোষটা কিন্তু পুরোপুরি আমাদের। বিশ্বে পরিচয় করানোর মত কয়টি কাজ আমরা করছি। যারা প্রতিভাবান তারা মেধা পাচারের মাধ্যমে চলে যাচ্ছেন অন্য দেশে। সেখানে তাদের নিজেদের পরিচয় করাচ্ছেন বিশ্বে ব্যক্তিগতভাবে(দুয়েকটি ব্যতিক্রম ছাড়া)। আর বাকি যারা দেশে আছেন, তাদের প্রতি তো কারো কোনো ভ্রুক্ষেপই নেই। সরকার না হোক,অন্তত মিডিয়াও যদি প্রচার করত তাদের প্রতিভা,তবেই না তা ধীরে ধীরে বিশ্বের কাছে পরিচিতি পাবে, সেই সাথে দেশও।

যাই হোক,এখানে আমি খেলার পাশাপাশি যতটুকু পারি দেশকে বিদেশীদের সাথে পরিচয় করানোর চেষ্টা করব, এটাও আমার একটি সংকল্প। আপনারাও আমার সাথে তাই যোগ দিন এই সংকল্পে, এই ই আমার অনুরোধ।

আপনারা যারা দাবা খেলেন বা পারেন বা জানেন(সামান্য বা বেশি যাই হোক)। জয়েন করুন,উপরোক্ত সাইটগুলোয়। তবে আমি মনে করি, সবচেয়ে ভালো হয় http://www.Gameknot.com এ জয়েন করলে, কারণ এটা টোটালি ফ্রি। জয়েন করুন আর খেলুন সারা বিশ্বের সাথে। উল্লেখ্য আমি তিনটি সাইটেই MITHUBLUE নামে আছি। আমার সাথে খেলতে চাইলে এই নামে invite করবেন। সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো জানাতে ভুলবেন না।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অন লাইনে ফ্রি দাবা শেখায় এমন সাইট জানা থাকলে শেয়ার করুন প্লিজ । বাংলা হলে ভাল হয় । বাংলা না হলেও কোন সমস্যা নেই । আমি আপনার সাথে একমত আমাদের সবার উচিত বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরা ।
http://www.fundoor.wapka.mobi

    Level 0

    যেসব সাইটের কথা এখানে লিখলাম তাদের সবগুলোতেই দাবা শেখার ফিচার আছে।

আমি chess.com এ খেলি। অন্যগুলোতে খেলি নি। দাবা খেলতে খুব ভাল লাগে। আমার সবচেয়ে প্রিয় দাবাড়ু মিখাইল তাল।

সে সবসময় খেলার সময় বলত "হয় আমাকে মার, না হয় মর"।

তিনি starting থেকে attacking মুডে খেলতেন। তিনি এমনভাবে খেলতেন তার প্রথম কয়েক চাল ব্লক করতে পারলে তিনি হেরে যেতেন, আর ব্লক করতে না পারলে বিপক্ষকে খুজে পাওয়া যেত না।

আপনার প্রিও দাবাড়ু কে?

    Level 0

    আমি যদ্দুর জানি এখানে টোটালি ফ্রি খেলা যায় না। আপনি কি এখানে প্রিমিয়াম মেম্বার। যদি ফ্রি খেলা যায় এখানে তবে জানাবেন আশা করি।
    আমার প্রয় খেলোয়াড় Khairullin।

অন লাইনে দাবা সম্বন্ধে জানতাম না……… পরিচয় করানোর জন্য ধন্যবাদ……………

    Level 0

    আপনাকেও ধন্যবাদ। রেজিস্ট্রেশন করে ফেকুন না কোনো একটায়। gameknot.com এ করলে ভালো হয়। টোটালি ফ্রি।রেজিস্ট্রেশন করার পর খেলব আপনার সাথে। ঃ)

প্লেয়ার রেটিং দেয় কোন সাইট? অনেক আগে ইয়াহু গেমসে দাবা খেলেছিলাম – খেলার ফলাফল এবং খেলা এনালাইসিস করে সাথে একটা রেটিংও দিয়েছিল।

দাবাতে প্রচুর সময় লাগে, আর এর মধ্যে যদি কারেন্ট যায় … …

    Level 0

    যেগুলোর কথা লিখলাম, সবগুলোই প্লেয়ার রেটিং দেয়।করে ফেলুন রেজিঃ। gameknot.com এ করলে সবই ফ্রি তে খেলা যাবে।

আমি দাবা পারি না ইংরেজীও পারি না। শুধু শুধু দেশের নাম ডুবিয়ে লাভ নাই। শেয়ার করার জন্য ধন্যবাদ

    Level 0

    হে হে হে। শিখে ফেলুন। প্রয়োজনে আমি হেল্প করব।

আমি দাবা খেলতে পারি ভালোই পারি আমার এটা প্রিয় খেলা

    Level 0

    রেজিস্ট্রেশন করে ফেলুন না কেন? খেলব একসাথে। এই মাত্র একজন ইন্ডিয়ানের সাথে খেললাম। ফলাফলঃ ১টি হার দুটি জয়। ঃ)

খুব ভাল লাগল ।
আমার সাথে কে খেলবেন ?

    Level 0

    আপনি রেজিস্ট্রেশন করুন। করে আমাকে রিকোয়েস্ট পাঠান। gamneknot.com এ রেজিঃ করলে ভালো হয়। আরো ভাল হয় সবগুলোতেই রেজি করলে।

Level 0

NICE…………………………………………

ভালো একটা Link দিলেন, ধন্যবাদ…

    Level 0

    :), আশা করি এর মধ্যে রেজিস্ট্রেশনও করে ফেলেছেন। আপনাকেও ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর টিউন এর জন্য 🙂

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

    ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল সফটওয়্যার এ ব্যাপারে যেটা আপনি বানাইছিলেন 🙂 আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা যদি বলতেন। ফেসবুক হলেও হবে 🙂

    Level 0

    MITHU A QUAYIUM নামে আছি fb তে।

অনেক ধন্যবাদ। খেললাম।

    Level 0

    বাহ,খেলেও ফেলেছেন !!!! কোথায় রেজি করেলেন? কি ইউজার নেম?

Level 0

ব্লগে এত দাবাড়ু আছে আগে জানতামনা। তাই এই ব্লগটি দেখে সাথে সাথে রেজিস্ত্রেশন করে ফেললাম।

আমরা, সম্প্রতি দাবাকে খুব ভালভাবে প্রচার করতে যাচ্ছি। কারন বাংলাদেশে অনেক ভাল ভাল টেলেন্ট আছে, যারা দাবা খেলার
মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে।

প্রাথমিক পর্যয়ে আমরা কিছু ফ্রি প্রশিখ্যনের বাবস্থা করেছি। প্রশিখ্যন দিবে বাংলাদেশের প্রথম শারির কয়েকজন প্রশিখ্যক। প্রশিখ্যন শেষে
মেধা অনুযায়ী দাবারুদের দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযগীতায় অংশগ্রহনের বাবস্থা করব।

আপনারা যারা আগ্রহী, তারা যোগাযোগ করুন। [email protected]

    Level 0

    হে হে,দাবারু যে আছে এটা আমি জানতাম তাইতো পোষ্ট করে ফেললাম,আপনি যেটার ব্যাপারে বলছেন,এটা নিয়ে দয়া করে যদি একটা টিউন করেন তাহলে অনেক উপকার হয়। সবার কাছে বিষয়টাও ক্লিয়ার হবে। আশা করি এ ব্যাপারে যথেষ্ট বিস্তারিতভাবে টিউন করবেন। ধন্যবাদ।

ভালো লাগলো……খেললাম মজা পাইলাম………