PUBG Mobile Tournament খেলুন আর পুরস্কার জিতুন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

PUBG Mobile Tournament আপনি যদি অতিরিক্ত গেমস খেলতে পছন্দ করেন তবে আজকের আয়োজন আপনার জন্য।


 

PUBG Mobile Tournament খেলার জন্য আপনাকে শুধু ব্যবহার করতে হবে একটি এপ। যার মাধ্যমে আপনি শুধু PUBG Mobile নয় বরং Free Fire, Call of Duty, Clash Of Clan এর মত গেমস গুলোর টুর্নামেন্টে জয়েন করতে পারবেন।

 

অনেক গেমারের স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন গেমার হবার। কিন্তু বাংলাদেশে তেমন কোন প্লাটফর্ম নেই যেখানে আপনি টুর্নামেন্ট খেলতে পারবেন। (আর যদিও থাকে আমার জানা নাই)

 

PUBG Mobile Tournament Details:

এখানে মূলত কাস্টম টুর্নামেন্ট এর আয়োজন করা হবে। আর প্রতিটি ম্যাচ খুব ভালো ভাবে পর্যবেক্ষন করবে অফিশিয়াল টিম। যাতে হ্যাকারের উপদ্রব না ঘটে।

মোবাইল এবং Emulator প্লেয়ার দের কথা মাথায় রেখে আলাদা আলাদা টুর্নামেন্ট আয়োজন করা হবে।

মোবাইল টুর্নামেন্ট এর মধ্যে Emulator Allow হবেনা কিন্তু কেউ চাইলে Emulator টুর্নামেন্টে মোবাইল প্লেয়ার জয়েন করতে পারবে।

আপনার অংশগ্রহনের জন্য আইডি লেভেল ৩০ + হতে হবে।

কোন প্রকার থার্ড পার্টি টুলস ব্যবহার করিলে আইপি আজীবনের জন্য ব্যান।

আর আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে নয়তো এপ এর মধ্যে প্রবেশ করতে পারবেন না।

PUBG Mobile Tournament এ অংশ গ্রহন কিভাবে করতে হবেঃ

আগেও উল্লেখ করেছি আবারো উল্লেখ করছি প্রথমে আপনাকে একটি জিমেইল দিয়ে Registration করতে হবে।

সাথে মেইল ভেরিফাই করতে হবে তারপর আপনি এপ টিতে প্রবেশ করতে পারবেন।

আমরা ৩০-১০-২০২০ ইং তারিখে আমাদের প্রথম টুর্নামেন্ট এর আয়োজন করতে যাচ্ছি যা হবে এক ম্যাচের। জয়েন করতে পারবে ১০০ জন সর্বোচ্চ।

এটা হবে DUO Match আর শুধু মোবাইল প্লেয়ারের জন্য প্রযোজ্য।

  1. Solo Player এর এন্টি ফি ১০ টাক
  2. DUO টিম এর এন্টি ফি ২০ টাকা
  3. Squad এর জন্য এন্টি ফি ৪০ টাকা

মোট কথা প্রতি ম্যাচের জন্য জন প্রতি ১০ টাকা এন্টি ফি।
আমাদের প্রাইজ বা বিজয়ীর জন্য পুরস্কার ৩০০ থেকে ১০০০ হাজার পর্যন্ত রাখা হয়েছে।

আর এই প্রাইজ কাস্টমে জয়েন করা মেম্বারের উপর নির্ভর করে বেশী কম হবে।
Winner Winner Chicken Dinner পেলেই আপনাকে বিজয়ী হিসাবে টুর্নামেন্ট এর প্রাইজ বিকাশ করা হবে।

PUBG Mobile Tournament এর এন্টি ফি কিভাবে কিনবেন

আপনার এপ থেকে লগিন করার পর Buy Entry Fee মেনু থেকে নিজের ওয়ালেটে সর্বনিম্ন ৫০ টাকা রিচার্জ করতে হবে বিকাশ ব্যবহার করে।

আর এই ৫০ টাকা থাকবে আপনার গেমিং একাউন্টে।

যখন আপনি কোন টুর্নামেন্টের এন্টি ফি কিনবেন তখন আপনার গেমিং একাউন্টে রিচার্জ করা ৫০ টাকা হতে ১০ টাকা কেটে রাখা হবে।

 

কারন ১০ টাকা করে প্রতি প্লেয়ার থেকে বিকাশে নেওয়া সম্ভব হবেনা তাই নিজের একাউন্টে ৫০ বিকাশ করে নিলে এন্টি ফি কেনার সময় ১০ টাকা দিতে সমস্যা হবে না।

 

মূল কথা হলো এই প্রজেক্ট টা রেডি করতে অনেক খরচ + অনেক সময় দিয়েছি যাতে গেমিং টুর্নামেন্ট প্লাটফর্ম উপহার দিতে পারি গেমারদের জন্য।  জানিনা আপনারা কিভাবে দেখবেন প্রমোশন নাকি শেয়ার তবে শুধু এটাই বলবোঃ

আমি যত যা বানাই বা তৈরী করি Techtunes এ যতক্ষন শেয়ার করতে না পারি খাবার পর্যন্ত হজম হতে চায় না।

আর এই ধরনের এপ বানানোর মূল উদ্দেশ্য হলো গেমারদের কথা ভেবে। আর এন্টি ফি রাখার মূল উদ্দেশ্য কি আশা করি বুঝিয়ে বলতে হবে না।

তারপরেও বলি যারা ম্যাচ খেলবে তাদের জন্য কিছু একটা প্রাইজ তো রাখা প্রয়োজন তাই যারা খেলায় অংশগ্রহন করবে তাদের এন্টি ফি থেকে যা আসবে তার ৯০% হবে পুরস্কার আর বাদ বাকী ১০ % চলে যাবে Custom Rom এর খরচ সাথে অন্যান্য খরচ হিসাবে।

 

Stream মেনু থেকে দেখা যাবে সকল লাইভ টুর্নামেন্ট গুলো।

আর আপনাদের আনন্দ দেওয়ার জন্য রাখা হয়েছে একজন কে Commentary হিসাবে।

আর ২ জন থাকবে ম্যাচে কেউ চিট করলো কিনা তা পর্যবেক্ষন করার জন্য।

 

প্রতিটি টুর্নামেন্ট এর স্কোর দেখা যাবে All Match মেনু থেকে। আরো জানা যাবে কখন কবে কোন সময় টুর্নামেন্ট শুরু হবে। আপনাকে টাইম টু টাইম উপস্থিত থাকতে হবে।

এছাড়াও যে সকল ফিচার থাকবেঃ

নিজের টিম এর নামে পেজ
নিজের নামে পেজ
কাস্টম চ্যালেঞ্জ
কাস্টম ক্লান চ্যালেঞ্জ
লিডারবোর্ড

আর যারা Champion হবে প্রতি ম্যাচে তাদের সবাইকে নিয়ে প্রতি মাসে আয়োজন হবে চ্যাম্পিয়ন লীগ।

এই ছিলো আমার বানানো টুর্নামেন্ট এপ টির টুকিটাকি।

এবার ডাউনলোড করা না করা সম্পূর্ন আপনার ইচ্ছা তবে নিচে ডাউনলোড লিংক রইলো
Download Link
Size: 4MB

তো আগামীকালের টুর্নামেন্টে আমার সাথে আপনি অংশগ্রহন করছেন তো।
বিকাল ৫ টায় ম্যাচ শুরু হবে। তাই এন্টি ফি দিয়ে এক্ষুনি আপনার নাম যুক্ত করে নিন।
সাথে টেনে নিন আপনার বন্ধুকে আপনার টিমে।

PUBG Mobile Tournament এপ নিয়ে অফটপিকঃ

মূলত Skeleton Army Gamer Club এবং আমার যৌথ চেষ্টায় তৈরী হয়েছে এই প্লাটফর্ম।
আর এই প্রজেক্ট টিতে বেশী অনুপ্রেরনা পেয়েছি আমার এক বেস্ট ফ্রেন্ড থেকে নয়তো এই উদ্যগ কখনো বাস্তবে রুপ দেওয়া সম্ভব হতোনা।

আর আমি জানিনা আপনারা এটাকে প্রমোশন হিসাবে নিবেন কিনা।
আমি ভাই চেয়েছি শুধু একটি গেমিং প্লাটফর্ম তৈরী করতে আর সবার মাঝে ছড়িয়ে দিতে এর থেকে বেশী কিছু নয়।

এবার রিপোর্ট করবেন নাকি আমার মত ক্ষুদ্র ডেভেলপার এ পাশে দাড়াবেন আপনার উপর ছেড়ে দিচ্ছি।

আশা করি আপনারা গেমিং টুর্নামেন্ট গুলো উপভোগ করবেন।

কোন প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ Cyber Prince

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস