সেরাদের সেরা [পর্ব-০১] :: সেরা ২৫ টি গেমস! বাজেট কম্পিউটার এবং ল্যাপটপে খেলার

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

সেরাদের সেরা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকের টিউনটা বিশেষ করে গেম পাগলা ভাইদের জন্য। আজকে আমি এমন কিছু গেম নিয়ে আলোচনা করব যেগুলো খুব ভাল ভাবেই বাজেট কম্পিউটার বা ল্যাপটপে খেলা যাবে। তাহলে কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক।

শুরুর কথাঃ

যখনই পিসিতে গেমিং এর কথা আসে তখনই মাথায় কাজ করে গ্রাফিক্স কার্ড, GPU, প্রসেসর কোনটি ব্যবহার করব ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক সময় আমাদের এত কিছু এক সাথে এরেঞ্জ করা হয়ে উঠে না, তার গেমও খেলা হয় না অথবা গেমিং পিসি বিল্ড করার মত বাজেটও আমাদের থাকে না।

তাই বলে কি আমাদের গেমিং হবে না? অবশ্যই হবে, আজকে আমি আপনাদের এমন কিছু গেমের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো বাজেট পিসি এমনকি ল্যাপটপ দিয়ে খেলতে পারবেন। গেম গুলো ইন্টিগ্রেটেড GPUs দিয়েই খেলা যাবে। অতিরিক্ত কনফিগারেশন লাগবে না বলে, আপনার পিসির উপরেও বাড়িতে কোন চাপ পড়বে না। এমনকি আপনার হার্ডওয়্যার গুলো কয়েক বছরের পুরনো হলেও কোন সমস্যা নাই।

আজকে আমি আপনাদের এমন ২৫ টি গেম এর সাথে পরিচয় করিয়ে দেব, যা আপনার বাজেট কম্পিউটার বা ল্যাপটপেও দেবে গেমিং স্বাদ।

আপনাদের কাছে হয়তো অনন্ত Dual-core CPU, ইন্টিগ্রেটেড GPUs আছে এবং 4GB র‍্যাম থাকবে? গেম গুলো খেলার জন্য এই কনফিগারেশনই যথেষ্ট!

আমি গেম গুলো টেস্টিং এর জন্য তিন বছরের পুরনো একটি ল্যাপটপ ব্যবহার করেছি যাতে Intel এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড ছিল। ল্যাপটপটি গেমিং ল্যাপটপ না হলেও এর গেম গুলো যথেষ্ট ভাল পারফরম্যান্সে খেলতে পেরেছিলাম।

তবে আপনি যদি এখনো কনফিউজড থাকেন যে আপনার মেশিনে কোন গেম সাপোর্ট করবে কিনা তাহলে Can You Run It গিয়ে গেম গুলোর ডেমো ডাউনলোড করে চেক করে নিতে পারেন।

যাই হোক চলুন পরিচয় করিয়ে দেয়া যাক সেই ২৫ গেম এর সাথে।

১. OxenFree

Night School Studio এর একটি দারুণ গেম হচ্ছে Oxenfree, যা যেকোনো সিস্টেমে চলতে সক্ষম। এবং গেমটির দারুণ এনিমেশন ডিজাইন করেছে Disney এর Alumni, যাকে পুরনো ল্যাপটপ আইডিয়াল মানা হয়। গেমটি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Alex নামে একজন মেয়ে, যে কিনা বন্ধুদের সাথে একটি রহস্যময় দ্বীপে চলে যায়, যা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় সামরিক ঘাটি হিসাবে ব্যবহৃত হতো। কোন ভাবে তারা একটি গেট খুলে দেয় এবং সেখানে বিভিন্ন ভূতের মুখোমুখি হয়।

গেমটি কনভারসেশন রিলেটেড, প্রতি কনভারসেশন আপনার গতি পথকে পরিবর্তন করতে পারে। গেমটির বেশির ভাগ সময় কেটে যাবে দ্বীপের ভূতুরে ফাটল বন্ধ করতে করতে। গেমের Puzzle এলিমেন্ট গুলো বেশ চ্যালেঞ্জিং তবে কঠিন নয়।

Oxenfree

গেমটি কিনুন @ Steam,  GOG,  Microsoft

২. FTL: Faster Than Light

FTL: Faster Than Light একটি স্টারশীপ গেম। এই গেমে যুদ্ধ গুলো রিয়েল-টাইমে শুরু সংগঠিত হয়। আপনি চাইলে আপনার কৌশল তৈরি করতে এবং ক্রুদের কমান্ড দিতে নির্দিষ্ট বিরতিও নিতে পারেন। আপনার জাহাজের সিস্টেম পরিচালনা করা হোক বা আপনার ক্রুকে মেরামত বা লড়াই করতে কমান্ড দেয়া হোক আপনাকে সব সময় কিছু না কিছু করতে হবে। গেমটির উভয় ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং। আমি পাঁচ ঘণ্টা খেলার পরেও ফেডারেশনে পৌঁছাতে পারি নি তবে, প্রতি স্টেজে বেশ মজা পেয়েছিলাম।

FTL: Faster Than Light

গেমটি কিনুন @ Steam,  GOG,  Humble Bundle,  Microsoft

৩. Factorio

Factorio গেমটিতে বিশাল গ্রাফিক্স না থাকলেও এটি দিয়ে আপনার ভালই সময় কেটে যাবে। গেমটি অনেকটা SimCity এর মত। এখানে রাস্তা আর বিল্ডিং বানানোর বদলে আপনি ফ্যাক্টরি বানাবেন। আপনাকে প্রথমে সব গুলো রিসোর্স এক সাথে জোগাড় করে নিতে হবে। তবে খেলতে খেলতে আপনার ফ্যাক্টরি গুলো বেশ জটিল হয়ে উঠবে।

আপনাকে মাঝে মাঝে বিভিন্ন এলিয়েন ইত্যাদি আক্রমণ করতে আসবে, এগুলোকে প্রতিহত করতে বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে পারবেন।

গেমটি অফিসিয়ালি রিলিজ দেয়া হবে এ বছরের ২৫ সেপ্টেম্বরে। তারপরেও আপনি নিচের লিংক গুলো থেকে গেমটি কিনে নিতে পারবেন।

Factorio

গেমটি কিনুন @ Sim City 4 Deluxe Edition, Steam,  GOG,  Humble Bundle

৪. Borderlands

Borderlands গেমটি প্রথম লঞ্চ করা হয় ২০০৯ সালে। রিলিজের সময় Gearbox বলেছিল এতে থাকবে ৮৭ টি ব্যাজিলিয়ন বন্ধুক। তবে গেমটির "Procedural Content Creation System" র‍্যান্ডমলি ৩.৬ মিলিয়নের এর বেশি অ্যাট্রিবিউট তৈরি করতে পারে।

প্রাথমিক ভাবে Borderlands গেমটিতে ক্যারেক্টরের মত একজন শুটার থাকে, যা প্লেয়াররা চারটি ক্লাসে কাস্টমাইজড করতে পারে। গেমটিতে যানবাহনে লড়াই, খুলা পরিবেশের মত দৃশ্য আপনাকে দারুণ বিনোদন দেবে একই সাথে গেমটিতে আছে মাল্টি-প্লেয়ার মুড।

Borderlands

গেমটি কিনুন @ Steam,  Humble Bundle

৫. Untitled Goose Game

Untitled Goose গেমটি প্রকাশ করেছে, Panic Inc। প্লেয়াররা একটি বেনামি শহরে একটি হাসের ভূমিকায় থাকবে। শহরটি বিভিন্ন সেকশনে ভাগ করা থাকবে, আপনাকে মিশন সম্পন্ন করার জন্য বিভিন্ন আইটেম চুরি করতে হবে। গেমের ধাঁধা গুলো এবং আইটেম বেশ বেশ কঠিন। গেমটি Mario 64 এবং Hitman series থেকে অনুপ্রাণিত।

Untitled Goose Game গেমটির গ্রাফিক্স খুবই সহজ এবং খুব সহজেই ক্যারেক্টারটি উড়ানো যায়। গেমটি তেমন কঠিন না হওয়ায় অনেকেই কয়েক ঘণ্টার মধ্যে খেলাটি শেষ করে ফেলতে পারে প্লেয়াররা।

Untitled Goose Game

গেমটি কিনুন @ Epic Games Store, ​​ Steam

৬. Hotline Miami

Hotline Miami গেমটি Devolver Digital লঞ্চ করে ২০১২ সালে। প্লেয়ার নামবিহীন একটি চরিত্রে খেলবে অনেকে একে জ্যাকেটও বলে। গেমটি বিভিন্ন চ্যাপ্টারে বিভক্ত এবং ভিন্ন ভিন্ন স্টেজ রয়েছে। Hotline Miami গেমটি শুরু হবে একটা টেক্সট মেসেজের মধ্যমে যার মাধ্যমে জ্যাকেট রাশিয়ার মাফিয়া অপারেশনের মুখোমুখি হবে। গেমটির লক্ষ্য হচ্ছে জায়গা থেকে খারাপ ক্যারেক্টর গুলোকে নির্মূল করা।

Hotline Miami গেমটির প্রথম স্টেজের কোন নাম নেই তবে জ্যাকেটকে মিশন শুরু করার আগে অবশ্যই কিছু অস্ত্র কালেক্ট করতে হবে। Hotline Miami গেমটি শুটার গেম হলেও এতে আছে দারুণ Puzzle যাতে প্লেয়ারকে বাচতে সব সময় এগুলো অতিক্রম করতে হবে।

Hotline Miami গেমটি গ্রাফিক্স প্রায় GTA: Vice City এর মতই। ছোট ছোট সময় কাটানোর জন্য এই গেমটি দারুণ উপযুক্ত।

Hotline Miami

গেমটি কিনুন @ Steam,  GOG,  Humble Bundle

৭. Cuphead

Cuphead গেমটি ২০১৭ সালে ডেভেলপ করে Studio MDHR। গেমটি কার্টুনিশ এবং এতে দারুণ গ্রাফিক্স থাকার পরেও অনেকের কাছে গেমটি দারুণ কঠিন লাগে। তবে যারা খেলে তারা এর প্রতি এডিকটেড হয়ে যেতে পারে।

প্লেয়াররা এখানে Cuphead অথবা তার ভাই Mugman হয়ে খেলবে। তবে গেমটি খেলতে পারলে তা আপনাকে যথেষ্ট বিনোদন দিতে পারে।

Cuphead

গেমটি কিনুন @ Steam,  GOG,  Humble Bundle

৮. Hack Series

Hack series সম্ভবত এই তালিকার আন্ডাররেটেড শিরোনাম গুলোর একটি। এটি, তিনটি হ্যাকার সিমুলেটর নিয়ে গঠিত। গেমটিতে হ্যাকাররা এমন একটি অফার পায় যেখানে তাদের দক্ষতা জানতে চাওয়া হয়। গেমটির প্যাজেল গুলো বেশ চেলেঞ্জিং এবং সময় প্লেয়ারকে সতর্ক থাকতে হবে।

তাছাড়া গেমটি আপনি খেলে বিস্তারিত বললেও বুঝতে পারবেন না। সুতরাং গেমটি আপনাকে আগে অবশ্যই খেলে দেখতে হবে।

গেমটি খুবই সস্তা মাত্র ৩ ডলারেই এটি পেয়ে যাবেন।

গেমটি কিনুন @ Steam, Uplink

৯. Half life series

Half-Life গেমটি একটি ক্লাসিক গেম যা ১৯৯৮ সালের রিলিজ করা হয় এবং পরবর্তীতে আপডেটের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এভেইলেবল করা হয়েছে।

Half-Life গেমটি একটি শুটার গেম যেখানে প্লেয়াররা ভিন্ন ডাইমেনশনে গিয়ে খেলে। পৃথিবীকে বাঁচাতে মাল্টি ডাইমেনশনে লড়াই করতে হয় একজন বিজ্ঞানীর।

Half-Life

গেমটি কিনুন @ Half-Life: Blue Shift,  Half-Life: Opposing Force, Steam

১০. West of loathing

West of Loathing একটি এডভেঞ্চার গেম যেখানে একটি স্টিক ফিগার বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে। গেমটি গ্রাফিক্স অত্যন্ত শিশু সুলভ হলেও যেকোনো বয়সের জন্য গেমটি দারুণ বিনোদনের উৎস হতে পারে।

West of Loathing গেমটি খেলতে খেলতে আপনি বিভিন্ন প্রাণী, রাক্ষস এবং ভিলেনের মুখোমুখি হবেন। এবং এগুলোর সাথে আপনাকে যুদ্ধ করতে হবে।

West of Loathing

গেমটি কিনুন @ Steam,  GOG,  Microsoft

১১. Bridge Constructor Portal

দারুণ এই Bridge Constructor Portal গেমটিতে প্লেয়াররা একজন ব্রিজ কনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে। প্লেয়ারের কাজ হচ্ছে চ্যাম্বার চেক করা। Bridge Constructor Portal গেমটিতে ব্রিজ ভেঙে যাওয়া রোধ করতে কাজ করে যেতে হবে আপনাকে গাড়ি এবং ট্রাক গুলো নিয়ন্ত্রণ করতে হবে।

Bridge Constructor Portal

গেমটি কিনুন @ Steam,  Humble Bundle,  Microsoft, Bridge Constructor

১৩. Into The Breach

Into the Breach গেমটিতে আপনাকে ভেক নামক এক দৈত্য বাগের বিরুদ্ধে লড়াই করতে হবে যা মানবতার জন্য হুমকি। গেমটি Gameplay এর অন্যান্য গেমের মতই।

Into the Breach গেমটিতে প্রতিটি প্লেয়ারের থাকবে বিভিন্ন অস্ত্র এবং প্রতিনিয়ত শত্রুদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে হবে।

Into the Breach

গেমটি কিনুন @ Steam,  GOG,  Humble Bundle,  Microsoft

১৪. Hearthstone

Hearthstone একটি প্রতিযোগিতা মূলক কার্ড গেম। অনেক প্রফেশনাল জায়গাতেও এই Hearthstone গেম খেলা হয়, তার মানে এই নয় যে ব্যক্তিগত ভাবে এটা খেলা যায় না। Hearthstone গেমটি নয়টি ক্লাসে খেলা যায় যেমন, Warrior, Shaman, Rogue, Paladin, Hunter, Druid, Warlock, Mage, এবং Priest।

Hearthstone গেমটি খেলতে হলে একজন প্লেয়ারকে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। গেমটিতে কম্পিউটারের সাথে খেলা গেলেও গেমটি মূলত ডিজাইন করা হয়েছে দুইজন প্লেয়ারের খেলার উপযোগী করে।

Hearthstone

গেমটি কিনুন @ Blizzard

১৫. Civilization 5

দারুণ এই Civilization 5 গেমটি আপনার পিসিকে অতিরিক্ত কোন চাপ দেবে না। Civilization 5 গেমটি খ্রিস্টপূর্ব ৪০০০ খ্রিস্টাব্দের সময় কাল নিয়ে। যেখানে প্লেয়ারকে একটি শহর তৈরি করতে হবে এবং সাম্রাজ্য বড় করতে হবে।

Civilization 5 গেমটির যুদ্ধ কৌশল অনেক গভীর। প্রচুর চিন্তা ভাবনা করে গেমটি খেলতে হবে, অধৈর্য হওয়া যাবে না।

Civilization 5

গেমটি কিনুন @ Age of Empires, Steam,  Humble Bundle

১৬. Portal

Portal গেমটি শুটার থেকে ধাঁধা বেশি। গেমটিতে  AI শত্রু আছে যাকে বলা হয় GLaDOS। গেমটির বেশির ভাগ সময় প্লেয়াররা পোর্টাল বন্ধুক দিয়ে টেস্ট চ্যাম্বার গুলো কিভাবে বের করা যায় তা খুঁজবে।

প্লেয়াররা এখানে Chell নামে একজন মহিলার চরিত্রে Portal গেমটি খেলবে।

Portal

গেমটি কিনুন @ Steam

১৭. Starcraft II

Starcraft II হল একটি রিয়েল টাইম সাইন্স ফিকশন গেম। Starcraft II গেমটিতে  ইউজাররা, Protoss, Terran, এবং Zerg তিনটি ক্যারেক্টারে খেলতে পারে। এখানে একটির পর আরেকটি মিশন আসবে না। আপনি এখানে বিভিন্ন টাস্ক সিলেক্ট করে সেগুলো কমপ্লিট করতে পারেন।

Starcraft II গেমটিতে কিছু যুদ্ধ ক্ষেত্রে লাভা রয়েছে যা ধীরে ধীরে প্রভাবিত হয় এবং জমি নষ্ট করে ফেলে, আপনাকে এগুলোর আক্রমণ থেকে বাচতে প্রতিনিয়ত সেনা তৈরি করতে হবে।

Starcraft II

গেমটি কিনুন @ Blizzard

১৮. Orwell Series

এই Orwell গেমটি আগের উল্লেখিত Hack series গেমের মত। Orwell গেমটিতে প্লেয়ারের নিয়ন্ত্রণে একটি কম্পিউটার সিমুলেটর তৈরি করে।

Orwell গেমে আপনাকে বিভিন্ন ক্লু বের করতে হবে, ইমেইল, গোপন ক্যামেরা ইত্যাদি ব্যবহার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, বিভিন্ন বোমা হামলা প্রতিহত করা নিয়ে কাজ করবেন।

Orwell

গেমটি কিনুন @ Steam,  Humble Bundle,  Microsoft

১৯. Minecraft

Minecraft সম্পর্কে আপনাদের হয়তো নতুন করে বলার কিছুই নেই, এটাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রিত একটি গেম। বিশ্বব্যাপী Minecraft এর ১৮০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে এবং এর মাসিক একটিভ ইউজারের সংখ্যা ১১২ মিলিয়ন।

Minecraft গেমটির কোন লক্ষ্য নেই এবং এতে জয়ও নেই। Minecraft বলতে গেলে একটি গেমের চেয়ে আরও বেশি কিছু। গেমটির রয়েছে বিশাল কমিউনিটি যারা তাদের ওয়ার্ল্ডে সীমাহীন পদ্ধতিতে খেলতে পারে।

২০১১ সালে মুক্তি পর এটির গ্রাফিক্স আর পরিবর্তন করা হয় নি এবং এটি যেকোনো হালকা কম্পিউটারে খেলার উপযোগী একটি গেম।

Minecraft

গেমটি কিনুন @ Microsoft

২০. Deadlight

Deadlight গেমটি প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমে সেট করা হয়েছে এবং চমৎকারভাবে রেন্ডারড ব্যাকড্রপসের বিরুদ্ধে লড়াই করার জন্য সিমুলেটর যুক্ত করা হয়েছে। Deadlight গেমে দেখানো হয়েছে ১৯৮৪ সাল, এবং একটি মহামারী ছড়িয়ে পড়ার ১৪৫ দিন। প্লেয়াররা এখনে র‌্যান্ডাল ওয়েন নামের একটি চরিত্র প্লে করবে।

Deadlight গেমটিতে রয়েছে বিভিন্ন ধাঁধা। আপনাকে জম্বি থেকে বেচে থাকতে লড়াই করতে হবে। আপনি কুড়াল, একটি পিস্তল এবং একটি শটগান দিয়ে শত্রু পক্ষকে প্রতিহত করবেন।

Deadlight

গেমটি কিনুন @ Steam,  Humble Bundle,  Microsoft

২১. Limbo

Deadlight এর মতো একটি 2D গেম Limbo। এবং এতে একই সিলুয়েটেড গ্রাফিক্যাল স্টাইল ব্যবহার করা হয়েছে। গেমটিতে আপনি লক্ষ্যে পৌঁছাতে, লাফাতে পারবেন, আরোহণ করতে পারবেন।

Limbo গেমটিতে একটি ছেলে তার বোনকে হারিয়ে ফেলবে এবং তার বোনকে ফিরে পেতে দৈত্যাকার মাকড়সার সাথে যুদ্ধ করবে। আপনাকে ধাঁধা এবং ফাঁদ গুলো এড়িয়ে যেতে হবে।

Limbo গেমটিতে কখনো কখনো আপনি অনেক ভয়াবহ মৃত্যুবরণ করবেন। মৃত্যুর কিছু দৃশ্য অত্যন্ত মর্মস্পর্শী, । এবং ডেভেলপাররা মৃত্যুর দৃশ্যের ফিল্টার করার জন্য একটি সেটিংস ও অন্তর্ভুক্ত করেছে।

Limbo

গেমটি কিনুন @ Steam,  GOG,  Microsoft,  Humble Bundle

২২. Diablo II

Diablo II দারুণ একটি একশন গেম, এখানে প্লেয়াররা Amazon, Necromancer, Barbarian, Sorceress, অথবা  Paladin নামে ক্যারেক্টার গুলো প্লে করতে পারবে।
গেমটিতে আপনাকে বিভিন্ন দুর্নীতির রহস্য উদঘাটন করতে হবে, এবং বিভিন্ন সময় সন্ত্রাসদের মুখোমুখি হবেন।

Diablo II গেমটি লো-এন্ড কম্পিউটার এবং ল্যাপটপে ভাল ভাবেই খেলা যায়।

Diablo II

গেমটি কিনুন @ Blizzard

২৩. RimWorld

RimWorld হ'ল আরেকটি কৌশলগত গেম। যেখানে আপনি ছায়াপথের বাইরের কোন গ্রহে আটকা পড়েছেন। আপনার লক্ষ্য মহাকাশে পালাতে একটি স্পেস-শিপ তৈরি করা। এটি সম্পাদন করার জন্য, আপনাকে একটি উপনিবেশ, গবেষণা প্রযুক্তি পরিচালনা করতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যু অভিযান এবং আন্তঃসঞ্চলীয় দ্বন্দ্ব মোকাবেলা করতে হবে।

RimWorld গেমটির গভীরতা বিশাল। আপনি খাদ্য উৎপাদন, গবেষণা, প্রতিরক্ষা এবং বেঁচে থাকার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করবেন। গেমটি বেশ চ্যালেঞ্জিং হলেও বেশ দারুণ।

RimWorld

গেমটি কিনুন @ Steam

২৪. Magic: The Gathering Arena

Magic: The Gathering Arena হল আরেকটি কার্ড গেম। এটির সামগ্রিক ধারণা এটি Hearthstone এর সাথে কিছুটা মিলে।

Magic: The Gathering Arena গেমে প্লেয়াররা প্রতিপক্ষের আক্রমণ আটকাতে একটি মিনিয়ন বা অন্যান্য কার্ড ব্যবহার করতে পারেন। এই কৌশলগত কার্ড গেমটি টাইম লিমিট দিয়েও খেলা যায়।

Magic: The Gathering Arena একটি কার্ড গেম হওয়াতে এই গেমটি খেললেও আপনার পিসিতে অতিরিক্ত চাপের সৃষ্টি হবে না বা দামী কোন হার্ডওয়্যার দরকার হবে না।

Magic: The Gathering Arena

গেমটি কিনুন @ Gwent: The Witcher Card Game, Wizards of the Coast

২৫. Invisible Inc

আরেকটি কৌশলগত গেম হচ্ছে Invisible Inc। তখন ২০৭৪ সাল এবং মেগা-কর্পোরেশনগুলি বিশ্ব জুড়ে জায়গা করে নিয়েছে। এর মধ্যে Invisible Inc হল একটি গুপ্তচর সংস্থা। যার হাতে ৭২ ঘণ্টা সময় আছে এবং এর মধ্যে এটির শক্তিশালী এআই কে শত্রুর কম্পিউটার সিস্টেমে ইন্সটল করতে হবে। এটি করার জন্য গেমের প্লেয়ারকে অনেক গুলো সরঞ্জাম সংগ্রহ করতে হবে আর এ জন্য কয়েকটি মিশনও কমপ্লিট করতে হবে।

Invisible Inc গেমটি সহজেই আপনার ল্যাপটপ এবং বাজেট কম্পিউটারে রান করতে পারবেন। এজন্য আলাদা বাজেট দিয়ে শক্তিশালী হার্ডওয়্যার বিল্ড করতে হবে না। যারা এই ক্যাটাগরির গেম গুলো পছন্দ করেন তাদের কাছে গেমটি বেশ আবেদন তৈরি করতে পারবে বলে আশা করছি।

Invisible Inc

গেমটি কিনুন @ XCOM: Enemy Unknown, Steam,  GOG,  Humble Bundle

দীর্ঘ এই টিউনের সুবিধা

চলুন এই দীর্ঘ টিউনটি পড়ার আপনার কি কি লাভ হল আর কি কি জানতে পারলেন তা একটু জেনে নেয়া যাক

  • বাজেট কম্পিউটার এবং ল্যাপটপেই পাচ্ছে যথেষ্ট গেমিং ভাল অভিজ্ঞতা।
  • অবসর সময় কাটানোর জন্য দুর্দান্ত কথা কিছু গেম।
  • সৃজনশীলতা এবং আপনার মেধা বিকশিত করার মত কিছু গেম।
  • বেশ কয়েকটি একশন নির্ভর গেম।

শেষ কথাঃ

তো এই ছিল আমার লিস্টের সেরা ২৫ টি গেম যা আপনার বাজেট ফ্রেন্ডলি কম্পিউটার বা ল্যাপটপে খেলতে পারবেন। আমি বলব না এই গেম গুলো আপনাকে বাজারের বড় বড় গেম গুলোর অভিজ্ঞতা দিতে পারবে। তবে এতটুকু বলতে পারি সময় কাটানোর জন্য বা হালকা পাতলা গেমিং এর জন্য উল্লেখিত গেম গুলো যথেষ্ট ভাল।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ!

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস