সেরা ৩ টি ব্রেইন ট্রেনিং গেমস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

প্রিয় পাঠক,

স্মার্টফোন বর্তামান যুগের একটি খুব গুরুত্বপুর্ণ ও সবচেয়ে খারাপ আবিষ্কার। এটি না আবিষ্কার হলেই ভালো হতো, কারণ  আমার বাবা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন। স্মার্টফোন যখন আবিষ্কার হয়েই গেছে তাহলে আর কি করার?

তাই আমরা আজকে কথা বলব সেরা ৩ টি ব্রেইন ট্রেনিং গেমস সম্পর্কে।

১. Elevate - এলিভেট

গেমটি মানুষের ৩৫ টি Skill বাড়াতে সাহায্য করে। এই গেমটি বর্তমানে ১০  মিলিয়নের বেশি মোবাইলে Installed আছে। এই গেমটি Editor's Choice উপাধিও পেয়েছে। Brain Trannig Games -এর মধ্যে এটিই সেরা।

২. Lomosity - লুমোসিটি

নানা রকম মজার খেলা ও মস্তিষ্কের অনুশীলনের সমন্বয়ে তৈরি করা হয়েছে লুমোসিটি। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রেইন ট্রেইনিং গেমগুলোর মধ্যে একটি। প্রায় ১.৪ বিলিয়ন ব্যবহারকারী এখনো পর্যন্ত এই গেমটি ডাউনলোড করেছেন। লুমোসিটির চমৎকার একটি বৈশিষ্ট্য হলো প্রতিনিয়ত নতুন নতুন সব খেলা এটিতে যোগ করা হয় যেগুলো আপনার মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও এতে প্রত্যেক ব্যবহারকারীর জন্যই আলাদা আলাদাভাবে তার ব্যক্তিগত দক্ষতা অনুসারে প্রতিদিন মস্তিষ্কের অনুশীলন দেওয়া হয়। ইংরেজি, জার্মান সহ মোট সাতটি ভাষায় ব্যবহার করা যায় লুমোসিটি। প্রায় ৪০টির বেশি ছোট ছোট গেম রয়েছে এর মধ্যে, যার একেকটি একেকভাবে আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে।

৩. Pik - পিক

Brain Traning Games -এর কথা বলা হচ্ছে আর পিকের নাম থাকবে না তা কি আর হয়?

নানা ধরনের প্রায় ৪০টির বেশি মিনি গেম রয়েছে পিকে। এর প্রত্যেকটি গেমই অনেক মজার। পিকের প্রত্যেকটি গেম নির্মাণেই কাজ করেছেন একদল স্নায়ুবিজ্ঞানী। গেমটি নির্মাণে তাদের মূল লক্ষ্য ছিল গেমিং ও মস্তিষ্কের দক্ষতা বাড়ানো এ দুটি যেন এক সাথে করা যায়। আর তারা এ দুটোকে একসাথে এনেছেন পিকের মাধ্যমে। পিকের প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন ইয়েল স্কুল অফ মেডিসিনের অধ্যাপক ব্রুস ই. ওয়েক্সলার এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বারবারা সাহাকিয়ান। পিকের মজার মিনি গেমগুলো নানা রকম ধাঁধাঁ ও মজার পাজলের মাধ্যমে আমাদের মস্তিষ্কের কর্মদক্ষতাকে বাড়াতে সাহায্য করে।

আজকের Tune -টি ভালো লাগলে Share করবেন।

-

আমার ওয়েবসাইট

আমার Youtube চ্যানেল

Level 1

আমি ইশমাম হামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস