প্রায় ২ বছর আগে অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য রিলিজ হয়েছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাটল রয়েল গেম ফোর্টনাইট। অফিসিয়ালি রিলিজ ১৮ মাস পর অবশেষে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ফোর্টনাইট, প্লে স্টোরে রিলিজ হবার আগে শুধু Epic Games ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেত গেমটি। যদিও প্লে স্টোরে ফোর্টনাইট রিলিজ হওয়াতে খুব বেশি খুশি না গেমটি নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস।
ফোর্টনাইট যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য চালু হয়েছিল, তখন প্লে স্টোরে গেমটি পাবলিশ করার বিনিময়ে ৩০% রাজস্ব দাবি করেছিল গুগল। তাই গুগলকে নিজেদের অর্থের ভাগ না দিতে প্লে স্টোরে ফোর্টনাইট রিলিজ করেনি এপিক গেমস। এক অফিসিয়াল বিবৃিতি অনুযায়ী “গুগল অদূর ভবিষ্যতে তার নীতি এবং ব্যবসায়ের লেনদেনগুলি সংশোধন করবে, যাতে সমস্ত ডেভলপার অ্যান্ড্রয়েডের গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারে। ”
এছাড়া অধিকাংশ ক্ষত্রে প্লে স্টোরের পরিবর্তে থার্ড পার্টি সাইট থেকে গেমস ডাউনলোডের সময় অ্যাপ্লিকেশন ব্লকসহ বিভিন্ন ঝামেলায় পরতে হয় ইউজারকে। তাই গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় অবশেষে অ্যান্ড্রয়েডের জনপ্রিয় এই মার্কেট প্লেসটিতে পাবলিশ করা হয়েছে ফোর্টনাইট। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফোর্টনাইট খেলার জন্য নুন্নতম রিকোয়ার্মেন্ট হচ্ছে, ৪ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ৮.০ কিংবা তার উপরের ভার্সন।
স্যামসাং : Note 9 (U.S. variant only), S10, S10e, S10+, S10+ 5G, Note 10, Note 10+, Note 10+ 5G, A90 5G, Galaxy Tab S6
অনার : View20
হুয়াওয়ে : Mate 20 X, Huawei P30 / P30 Pro
সনি : Xperia 1
শাওমি : Mi9
ওয়ানপ্লাস : OnePlus 5, OnePlus 5T, OnePlus 6, OnePlus 7 Pro
আসুস :Asus ROG Phone, Asus Zenfone 4 Pro, Asus Zenfone 5Z, Asus Zenfone V
*চলতি মাসেই আরও ৫০টির বেশি মডেলের স্মার্টফোনে আসবে ফোর্টনাইট সমর্থন!
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ অথবা ফলো করুন ইন্সটাগ্রাম একাউন্ট!
আমার এই লিখা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ!
আমি শাহ্নাজ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।