Online Games খেলতে ধরলেই ফোন লেগ, হ্যাং বা স্লো হয়ে যায় নিয়ে নিন কার্যকারি সমাধান।
আশাকরি। তো প্রতিবারের মতো আবারো আপনাদের মাঝে নতুন এবং অনেক কাজের একটি টিউন নিয়ে টেকটিউনস এ হাজির হলাম। আপনারা সবাই কেমন আছেন। আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আর দোয়া করবেন যেনো আমি সব সময় ভালো থাকতে পারি। আর আপনাদের সামান্য পরিমান কিছু শিখাতে পারি। আমি আজকে একটি চমৎকার অ্যাপ নিয়ে টিউন শুরু করবো।
শুরুতেই অ্যাপ সম্পর্কে সামান্য কিছু কথা:
আমরা বাংলাদেশি মানুষ। তাই আমরা বাংলাদেশী অনলাইন গেম খেলতে অনেক ভালোবাসি। কিন্তু গেম খেলতে তো সবাই ভালোবাসি সমস্যা টা হলো আমাদের অনেকের ফোন গুলো বেশি দামি আর অনেক উন্নত ও না। তাই গেম খেলে তেমন শান্তি পাই না। আমাদের মোবাইল তেমন একটা দামী না হওয়ায় আমাদের ফোন টিএক জিবি কিংবা 2 জিবি রেম এর হয়। এই এক জিবি 2 জিবি রেম দিয়ে আমাদের খেলতে হয় অনেক বড় বড় গেম যার কারণে আমরা অনলাইন এর সুন্দর সুন্দর গেমগুলো খেলতে গেলে অনেক প্রবলেম এ পড়তে হয় কার মধ্যে। মোবাইল তো টাশকি খাইয়া এই যে হ্যাং হয়। ব্যাটারি না খুললে মোবাইল এর জিবন বাচানো আর সম্ভব হয় না।
কম রেমের ফোন নিয়ে আমাদের কে যে সমস্যাগুলো ভুগতে হয়ঃ
আর আজকাল আমরা যারা Free Fire অথবা Pubg গেম পাগল। এসব গেম যারা খেলি একমাত্র আমরা তারাই জানি আমাদের খেলার মধ্যে কতটা বাজে প্রভাব ফেলে। বিশেষ করে ফোন হ্যাং আর স্লো কাজ করাটা তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল যাদের ফোন 1 জিবি 2 জিবি রেম দিয়ে এই গেম গুলো খেলেন তারা এটি ব্যবহার করে সবচেয়ে বেশি উপকৃত হবেন।
এই অ্যাপ থেকে আপনি যে যে সুবিধাগুলো পাবেনঃ
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে এ অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিভাবে এই অ্যাপ সেটআপ দিয়ে আপনি আপনার প্রিয় গেমগুলো অনেক শান্তিতে আর স্মোতলি খেলবেন সেটা আমি দেখিয়ে দেই নিচের কিছু স্ক্রিনশট আমি দিয়ে বুজিয়ে দিচ্ছি এগুলো আপনি স্টেপ বাই স্টেপ ফলো করুন।
সবার আগে অ্যাপটি ডাউনলোড করে নিনঃ
অ্যাপটি ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে তারপর অ্যাপস টি ওপেন করুন
এবার একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখুন আপনার প্রিয় প্রিয় সব গেমগুলো চলে এসেছে। এখন আপনি যেটা খেলবেন সেটি Add করে নিন
আর আপনি যদি চান তো আপনি others অপশনে ক্লিক করে আপনার নিজের ইচ্ছা মত games Add করে নিতে পারেন
আবারো আপনি যে গেম খেলতে চান সেই গেইমে ক্লিক করে Speed Up করে নিন। আমার মতো
এখন 100% লোড হওয়া পযন্ত অপেক্ষা করুন
এখন গেইমটি open করুন আর আরামছে খেলতে থাকুন।
এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখাব এই অ্যাপস কারেন্ট না করে যেকোন গেম প্লে করে আর এখানে আমার ইন্টারনেটের প্রবলেম দেখুন
এবার দেখুন এই অ্যাপ কানেক্ট করার পরে আমার নেট সমস্যা অনেকটাই কমে গেছে। আর অনেক দ্রুত গেম প্লে হচ্ছে।
বন্ধুরা এই ছিলো আজকের টিউন। তাহলে আজকের মত এখানেই বিদায়। দেখা হবে পরবতি টিউন এ নতুন কোন বিষয় নিয়ে ততোক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
ধন্যবাদ।
আমি আর জে রোহান। , Gaibandha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।