অনেকদিন থেকে ভাবছিলাম আমার কাছে যা কালেকশন আছে সবগুলি দিয়ে একটা টিউন করব কিন্তু সব দিতে পারলাম না কারন মিডিয়াফায়ার এ ফাইল আপ্লোড করতে অনেক সময় লাগে এবং অনেক সময় দেখা গেছে ১ টা ফাইল ৫-৬ বার আপ্লোড দেবার পরও ৫০% বা ৬০% হবার পর আর হয় না এখন আপ্নারা বলেন এই রকম যদি করে তাহলে কেমন লাগে । আমি প্রায়ই মেগাআপ্লোড এ ফাইল আপ্লোড করে থাকি কিন্তু এই রকম হয় না এবং অনেক তারাতারি আপ্লোড হয়।
তারপরও আপনাদের সকলের সুবিধার কথা চিন্তা করে সবগুলো গেমস মিডিয়াফায়ার এ আপ্লোড করার চেস্টা করেছি। বার বার আপ্লোড করতে করতে আর ভাল লাগে না আমার কাছে যা আছে তার প্রায় ৫০% আপনাদের সাথে সেয়ার করলাম বাকি গুলা অন্য আরেকদিন দিব আর টিউনটি করতে অনেকেই অনুরোধ করেছিল এবং আমার নিজেরও ইচ্ছা ছিল এই রকম একটি টিউন করার। নিচের গেম গুলা প্রায় অনেকেই আজও খেলে থাকেন আবার অনেকের HDD তে রাখা আছে যাদের কাছে নেই তারা নিম্নের লিংক থেকে ডাউনলোড করে ফেলুন।
যারা সি পি এস ১ এর গেমগুলো প্লে করতে পারেন না তারা এই টিউনটি পরে নিয়ম জেনে নিন।
উপরের লিস্ট এর বাইরে NEO GEO এর অন্য কোন গেম লাগ্লে মন্তব্যে বলবেন অবশ্যই দিতে চেস্টা করব।
পরের টউন এ বাকি আরও পাবেন। টিউন টি যদি আপনাদের কাছে ভাল লাগে তাহলেই আমার এই কস্ট সফল হবে । আর হা ভাল লাগ্লে অবশ্যই ধন্যবাদ দিতে ভুল্বেন না। লেখাতে কোন ভুল হয়ে থাকলে অবশ্যই হ্মমাসুন্দর দৃস্টিতে দেখবেন। সবগুলো গেম Windows 2000,Windows xp,Windows vista,Windows 7 এর যে কোন কনফিগারে প্লে হবে ।
আমি রানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
plane games শেয়ার করেন।neo geo আছে।কিন্তু পুরাটা নাই।মিডিয়াফায়ার এ দেয়ার জন্য আপনাকে অশেশ ধন্যবাদ।