আশাকরি সবাই ভালো আছেন। আজকের এই টিউনে দেখাব কিভাবে Metal Slug Game Download করবেন এবং খেলবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে।
একটা সময় ছিল আমরা অনেকেই ছোট বেলায় ইয়া বড় বড় গেমিং মেশিন গুলো তে গেম খেলতে যেতাম এবং এক টাকা দিয়েন এক টা কয়েন পাওয়া যেত যার যত কয়েন সে তত বেশি খেলতে পেত কিন্তু এর মধ্যে হয়তো কিছু হতোভাগা এক টাকার কয়েন দুটা দিয়ে কিনে নিয়ে খেলেছে শুধু তার প্রিয় গেম টি খেলার জন্য। আজ থেকে কয়েক টা টিউন জুড়ে আমি সেই পুরাতন দিনের গেমস গুলো আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে খেলার সিস্টেম দেখাব। আপাতত আজকে আমি দেখাব কিভাবে Metal Slug Game টি ডাউনলোড করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলবেন।
এর পরবর্তী টিউনে আমি Metal Slug 2 game টি আপনাদের সাথে শেয়ার করব, এভাবে ৫ টি টিউনে আপনাদের Metal slug game download করার লিংক দিব এবং কিভাবে খেলবেন সেটি দেখাব। শুধু তাই নয় Metal Slug গেম সিরিজ টি সম্পন্ন দেওয়া শেষ হলে আপনাদের মাঝে King Of Fighter সিরিজ টি ও দেওয়া চেষ্টা করব সেজন্য অবশ্যই আমাদের সাইট ন্যানোব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল এর সাথেই থাকতে হবে।
Metal Slug Download
Metal Sulg: Game Version (1996)
Download: Click here
File Size: 43 MB+
কিভাবে ডাউনলোড করবেন?
উপরের লিংক ক্লিক করলে আপনাকে একটি পেজে নিয়ে যাবেন এবং সেখান মাঝ বরাবর একটি রিক্যাপচা দিবে ঐ টি ফিল করে একবারে নিচে দেখবেন continue বাটন টি আছে ক্লিক করুন তারপর কয়েক সেকেন্ড ওয়েট করার পর Get Link এ ক্লিক করলে কাঙ্ক্ষিত ফাইল বা লিংক পেয়ে যাবেন।
যেভাবে ইন্সটল করবেনঃ
১। প্রথমে উপরের লিংক থেকে জিপ ফাইল টি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোড হয়ে গেলাম জিপ ফাইল টি আনজিপ করুন তাহলে দুটি ফাইল পাবেন একটি APK আরেকটি Obb ফাইল।
৩। এখন আপনার মোবাইলে Metal Slug Apk টি ইনস্টল করুন।
৪। এর পর com.dotemu.neogeo.mslug এই ফোল্ডার টি কপি বা কাট করুন তারপর আপনার ফোন মেমরি Android ফোল্ডারে প্রবেশ করুন তারপর দেখুন obb নামে একটি ফোল্ডারে আছে এই ফোল্ডারে ঢুকে আপনার কপি বা কাট কৃত ফোল্ডারে এখন পেস্ট করুন।
৫। কাজ শেষ এখন আপনার Metal Slug গেম টি ওপেন করুন দেখুন কিছু ফাইল লোড নিবে এবং এর পরেই খেলা শুরু করা যাবে।
নোটঃ এই গেমটি আপনাকে ২০ টি কয়েন বা ক্রেডিট দেওয়া হবে তাই এটি শেষ হয়ে গেলে বর্তমান গেম খেলতে পাবেন না আবার নতুন যখন নতুন করে খেলবেন তখন আবার ২০ টি কয়েন পাবেন। আমি অন্য কোন টিউনে বা ভিডিও তে দেখাব গেমস কয়েন গুলো হ্যাক করা যায় কিনা? ততক্ষণ পর্যন্ত খেলতে থাকুন ।
কিভাবে গেম টি খেলবেন এবং বুঝতে কোন সমস্যা হলে নিচের ভিডিও টি দেখে নিন।
আরো টিউনঃ
বেস্ট অ্যান্ড্রয়েড ফাইল ম্যানেজার (ES File Manager) এবং এর টুলস কাজ জেনে নিন।
Lucky Patcher দিয়ে অ্যান্ড্রয়েড গেমস এর কয়েন, ডলার, জেমস ইত্যাদি হ্যাক করার ট্রিক।
আমি মো বিপ্লব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি আমার জানা এবং নিত্য নতুন শিখা বিষয় গুলো অন্যের সাথে শেয়ার করতে ভালোবাসি । নিজের জানা বিষয় ও শিখা বিষয় গুলো আপনাদের মাঝে তুলে ধরতে রয়েছে আমাদের একটি টেক সাইট- www.nanoblog.net এবং রয়েছে আমার ইউটিউব চ্যানেল । Learn with Biplop link- https://bit.ly/3417mZu