চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বড় পর্দায় সংবাদে বলা হচ্ছে মহাকাশ থেকে অদ্ভূত দর্শন কিছু ভগ্নাংশ পাওয়া গেছে দেশের বিস্তীর্ণ এক অঞ্চলে। আপাতঃদৃষ্টিতে তার পরিচয় পাওয়া না গেলেও মহকাশযান বা ইউএফও বলেই মনে হচ্ছে। এই খবর শুনে সবাই উত্তেজিত। আর তখনই ভয়ঙ্কর দর্শন কিছু ভিনগ্রহের প্রাণী তথা এলিয়েন এসে ঢুকলো। ঢিঙঢিঙে পাতলা শরীরের উপরের অংশটা ঠিক যেন হলিউডি ছবির ই.টি. (এক্সট্রা টেরেস্ট্রিয়াল) এর মতো। চোখদু'টো লাল; জ্বলছে। যেন উজ্জ্বল কোনো লাইট। সন্তর্পণে কিছুক্ষণ আশেপাশের পরিস্থিতি অবলোকন করে তারা চলে গেল। আর তখনই প্রবেশ ঘটলো কমান্ডো বাহিনীর।
রাইফেল উঁচিয়ে শান্তভাবে তাদের তীক্ষ্ম চোখ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলো ভিনগ্রহের প্রাণীকে। কিছুক্ষণ পর পাওয়া গেল তাদের। সঙ্গে সঙ্গে গুলি বর্ষণ শুরু হয়ে গেল অনাহুত আগমণকারীদের উপর। প্রথমে থমকে গেলেও পরে সামলে নিলো এলিয়েনের দল। পাল্টা আক্রমণের প্রস্তুতি নিল। কিন্তু এ কী! আক্রমণ না করে তারা যেন সম্মোহন করে ফেলল দু'জন জ্যান্ত মানুষকে। এভাবেই সম্মোহিত অবস্থায় তাদের একটি বুথে নিয়ে গেল এলিয়েনের দল। উপরে বড় বড় উজ্জ্বল অক্ষরে লেখা, ALIENWARE!
বাংলাদেশিদের সামনে এভাবেই আত্মপ্রকাশ করলো বিশ্বব্যাপী সমাদৃত "এলিয়েনওয়্যার"। ডেল-এর উচ্চমানের গ্রাফিক্স ও হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি গেমিং কম্পিউটার 'এলিয়েনওয়্যার' ইতিমধ্যেই গেমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। একে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মেশিনও বলা হয়ে থাকে। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের শক্তিশালী ইন্টেল কোর-আই সেভেন টুয়েলভ ওয়ে মাল্টিপ্রসেসিং প্রযুক্তির প্রসেসর। এছাড়াও রয়েছে ৭টি কুলিং ফ্যান, একটি মিনি ট্রান্সফরমার ইত্যাদি। বাংলাদেশে এই প্রথমবারের মতো কম্পিউটার সোর্স নিয়ে এসেছে ডেলের এলিয়েনওয়্যার ল্যাপটপ। তিনটি ভিন্ন কনফিগারেশনের এই ল্যাপটপের উদ্বোধন করা হয় গতকাল মঙ্গলবার ঢাকার শেরাটন হোটেলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল বাংলাদেশ-এর এন্টারপ্রাইজ ম্যানেজার ফাইয়াজ আহমেদ, ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর, কম্পিউটার সোর্সের ডিরেক্টর আসিফ মাহমুদ এবং আরো অনেকে। ফাইয়াজ আহমেদ ডেলের এলিয়েনওয়্যার সম্পর্কে বলেন, 'এটি একটি হাই পাওয়ার ল্যাপটপ যা মূলত গেমিং-এর জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। গেমিং-এ প্রয়োজনীয় প্রায় সব উপকরণই এতে দিয়ে কোয়ালিটি এবং সুলভ মূল্যের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে এলিয়েনওয়্যারে।' এছাড়াও এই ল্যাপটপগুলোর এলিয়েন এফেক্ট যে কাউকে মুগ্ধ করবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে ইনটেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর বলেন, ইনটেলের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করে এলিয়েনওয়্যারকে করে তোলা হয়ে শক্তিশালী একটি ল্যাপটপ। এছাড়াও কম্পিউটার সোর্সের ডিরেক্টর আসিফ মাহমুদ জানান, ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেই তৈরি হয়েছে এই এলিয়েনওয়্যার। এতে রয়েছে যথাযথ ভিডিও অ্যাক্সেলেরশন, প্রসেসর, ডিসপ্লে, লুক ইত্যাদি। সবমিলিয়ে একে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ বলে অভিহিত করেন তিনি।
তিনি আরো জানান, কেবল গেমারই নয়, বরং উচ্চমানের গ্রাফিক্স ডিজাইনার বা গেম ডেভেলপারদের জন্যও পারফেক্ট একটি মেশিন হবে এই এলিয়েনওয়্যার।
উল্লেখ্য, ডেল এলিয়েনওয়্যার ল্যাপটপের পাশাপাশি ডেস্কটপও রয়েছে। তবে আপাতত বাংলাদেশে তিন ধরনের কনফিগারেশনের ল্যাপটপ বাজারজাত করা হচ্ছে। ১১, ১৫ এব ১৭ ইঞ্চি পর্দার এই ল্যাপটপগুলো কম্পিউটার সোর্সে পাওয়া যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুইজ ও লটারির মাধ্যমে গেমপ্যাড ও জয়স্টিক পুরস্কার দেয়া হয়। টেকটিউনসের সহ-প্রতিষ্ঠাতা ও কমিউনিকেশন অফিসার মো. শাহজালাল অনুষ্ঠানে লটারিতে প্রথম পুরস্কার একটি জয়স্টিক জিতে নেন।
ল্যাপটপগুলোর মূল্য ১৭ ইঞ্চি পর্দার ২ লাখ ৪,৫০০ টাকা এবং ১৫ ইঞ্চি পর্দার ১ লাখ ৪৪,০০০ টাকা।
হার্ডকোর গেমাররা বেছে নিতে পারেন এই গেমিং ল্যাপটপ। বিদ্যুৎ ছাড়া এগুলোতে সাড়ে ছয় ঘণ্টা গেম খেলা যাবে বলে জানিয়েছে ডেল। এছাড়াও ২৪ ঘণ্টা স্ট্যান্ড-বাই ব্যাকআপ সুবিধাও রয়েছে ডেলের পাওয়ারফুল মেশিন এলিয়েনওয়্যার-এ।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিউজটার জন্য ধন্যবাদ তবে আমার গেমস খেলার অভ্যাস নেই 🙂