Alto’s Odyssey ➤ Game Review

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

"Altos Odyssey" একটি Sand Boarding গেইম। এটি একটি 2D গেইম যেখানে গেইম ব্যাকগ্রাউন্ডে weather পরিবর্তন হতে থাকে ক্রমান্বয়ে। যেমন, সান, ক্লাউড, রেইন, মুন-স্টার এবং মাঝে মধ্যে Sand Storm দেখা যায়। গ্রাফিক্স অনেকটা Disney Animation এর মত মনে হবে। আরো রয়েছে Shade Graphics এবং Sandwich Moving Layer যার মাধ্যমে অসাধারণ গেইম এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এতে রয়েছে তিনটি ভিন্ন Landscape বা ডেসটিনেশন। এই গেইমের Soundtrack এককথায় অসাধারণ। Background music থেকে শুরু করে weather based sound গুলো যেমন, বৃষ্টির শব্দ, পাখির কিচিরমিচির, ঝড়ের শব্দ সবকিছু ছিলো মিনিমাল। একথায় Relaxing এর জন্য এর soundtrack অন্যমাত্রার। এটি একটি স্টোরি বেসজ গেইম, এবং এখানে আপনাকে Alto এর ভুমিকা পালন করতে হবে। Sand Desert এর মধ্যে travel করার সময় কয়েন সংগ্রহ করতে হবে এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। স্ক্রিনে Long tap করলে mountain এর উপর থেকে back flip দেওয়া যাবে। Riding এর সময় speed booster পাওয়া যাবে। প্রতিটি লেভেল শেষ করার জন্য তিনটি Goal Complete করতে হবে। প্রতি ১০টি লেভেলে পাওয়া যাবে নতুন বোর্ডার এবং গেইমের Workshop থেকে বিভিন্নধরনের Equipment Purchase করা যাবে। এছাড়াও রয়েছে Zen Mode যেখানে কোনো Goal Complete করা ছাড়া ইচ্ছেমত Riding করা যাবে।
মোটকথা এটি একটি Beautiful, casual & relaxing গেইম।
Android এবং iOS এ এই গেইমটি ফ্রিতে ডাউনলোড করা যাবে।
Game Name: Alto's Odyssey
Types: Action
Developer: Noodlecake Studios Inc.
Play Store Link:
https://play.google.com/store/apps/details?id=com.noodlecake.altosodyssey

Level 0

আমি এস এম রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস