আসসালামুলাইকুম, আমরা সবাই কম বেশী PUBG Mobile গেম এর সাথে পরিচিত।
কিন্তু আমাদের সবার একটা জিনিস খুব কষ্ট দেই টা হচ্ছে এই PING।
PING হচ্ছে আপনার কানেকশান এর রিঅ্যাকশান টাইম, আপনি কত দ্রুত রেস্পন্স পাচ্ছেন সার্ভার থেকে।
কীভাবে PUBG তে PING কমাবেনঃ বিস্তারিত
যেহেতু PUBG অনেক বড় একটি গেম, তাদের এশিয়ার মধ্যে অনেক সার্ভার রয়েছে,
আমরা যখনি এশিয়া সার্ভারে খেলি আমাদের কে রেনডোম সার্ভার এ ম্যাচমেক করে।
আপনার যা করতে হবে,
তা হল যখন SQUAD খেলবেন, আপনার টিমমেট ৩ জন ক বলবেন, SINGAPORE VPN অথবা INDIA VPN ভিপিএন কানেক্ট করতে বলবেন, তারপর গেম স্টার্ট দিবেন, দেখবেন আপনাকে SINGAPORE অথবা INDIA সার্ভারে ফালাবে এবং পিঙ্গ অনেক কম পাবেন।
আপনার ইচ্ছা মত ভিপিএন ব্যবহার করতে পারেন,
ANDROID এ অনেক ভিপিন পাবেন, যেমন HOTSPOT SHIELD PRO এবং আরো অনেক।
iOS এ SKY VPN নিতে পারেন,
সব চেয়ে ভাল হয়, Psiphon VPN, এইটা ANDROID এবং iOS দুইটা তেই ফ্রী।
অনেকসময় এইটা কাজ করে না, তখন আপনি গেম থেকে লিভ নিয়ে আবার চেষ্টা করবেন।
PUBG UNKNOWN CASH, আমরা সবাই UC হিসেবে ছিনি, এইটা দিয়ে ROYAL PASS কিনা যাই।
ধন্যবাদ।
আমি fb_user1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।