এখনো জনপ্রিয়তার শীর্ষে ঐতিহাসিক কাহিনীনির্ভর গেইম ‘রাইজ : সান অব রোম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ক্রাইটেক' নিয়ে এলো ঐতিহাসিক কাহিনীনির্ভর গেইম 'রাইজ : সান অব রোম'। এক বছর আগে গেইমটি মুক্তি পেয়েছিল মাইক্রোসফটের গেইমিং কনসোল 'এক্সবক্স ৩৬০'-এর জন্য। আর অক্টোবরে এলো এর পিসি সংস্করণ।

গেইমারকে খেলতে হবে রোমান সেনাপতি 'মারিআস টাইটাস' হয়ে। শুরুতে দেখা যাবে বিভিন্ন বর্বর জাতি রোম আক্রমণ করেছে। তাদের হাত থেকে রোমান সম্রাট নিরোকে বাঁচাতে এগিয়ে এসেছে মারিআস। নিরোকে নিরাপদ কক্ষে নিয়ে জীবনের গল্প বলতে থাকে মারিআস। মারিআসের অতীত কাহিনী নিয়েই এগিয়ে গেছে গেইমের গল্প। এ গল্পে উঠে আসে কিভাবে সে পরিবার হারায়। প্রতিশোধ নিতে কিভাবে লড়াইয়ে নামল, উঠে আসে সে গল্পও।

গেইমটিতে অবশ্য মূল ইতিহাস অনুসরণ করা হয়নি। মেলেনি সময়কালও। যেমন সম্রাট নিরো আসলে মারা গিয়েছিলেন ৬৮ সালে, ৩০ বছর বয়সে। গেইমে নিরোকে বৃদ্ধ দেখানো হয়। নিরো ছিলেন নিঃসন্তান। অথচ গেইমে তাঁর দুই ছেলে রয়েছে। নিরো বেঁচে থাকতে কোনো বর্বর জাতি রোম আক্রমণ করতে পারেনি। কিন্তু গেইমের কাহিনীতে রোম আক্রমণই মূল প্রতিপাদ্য। এসব বাদ দিলে অন্যান্য বিষয় নিখুঁতভাবেই তুলে এনেছে ক্রাইটেক।

গেইমটি খেলতে গিয়ে যেন হারিয়ে যাবেন প্রাচীন দুনিয়ায়। স্পেশাল ইফেক্টের কাজ চমৎকার। লড়াইয়ের পদ্ধতিও মন জয় করার মতো।

 

 

গেমটি গেমপ্লে প্রিমিয়ার ও ও রিভিউ করেছে আই রেড গেমিং। যা দেখেও পাবেন প্রচুর আনন্দ। দেখে নিতে পারেন ইউটিউব থেকে।

ইউটিউব লিঙ্কঃ রাইজ : সান অব রোম গেম প্লে

 

 

গেইমটি খেলতে হলে যা লাগবে

প্রসেসর : ইন্টেল কোর ২ ডুয়ো ২.৬ গিগাহার্জ

র‌্যাম : ৪ গিগাবাইট

গ্রাফিকস : রেডিয়ন এইচডি ৬৬৭০ বা জিফোর্স জিটিএক্স ৪৫০ এবং ২৫ গিগাবাইট খালি জায়গা।

Level 0

আমি সাব্বির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস