কেমন আছেন বন্ধুরা। আশা করি ভালো। আজকের টিউনে আমি আপনাদের PUBG গেমসের আরেক ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবো। গেমটি হলো Fortnite। এটিও PUBG এর মতই অনলাইন ভিত্তিক জনপ্রিয় একটি গেম।
Fortnite এর ডেভেলপার Epic Games এটিকে বাজারে ছাড়ে ২০১৭ সালে। PUBG এর মত জনপ্রিয় হয়ে উঠতে না পারলেও পশ্চিমা দেশগুলোতে এর জনপ্রিয়টা অনেক বেশি। এটি তিনটি স্বতন্ত্র গেম মোড সংস্করণে পাওয়া যায় যা অন্যথায় একই সাধারণ গেমপ্লে এবং গেম ইঞ্জিন ভাগ করে।
প্রথম দুটি গেম Fortnite: Save the World, Fortnite Creative এপিক গেমসের জন্য সফল হলেও, Fortnite Battle Royale একটি দুর্দান্ত সাফল্য অর্জন করেছে, এক বছরেরও কম সময়ের মধ্যে 125 মিলিয়ন খেলোয়াড়েরও বেশি অঙ্কের অঙ্কন করে এবং প্রতি মাসে শত কোটি ডলার উপার্জন করে এবং অনলাইন গেমের জগতে এটি একটি অভূতপূর্ণ সাফল্য।
এখন আসুন কিভাবে গেমটি খেলবেন।
প্রথমে এই লিংকে যান।
লিংকে যাবার পর আপনি এমন একটি পেজ দেখতে পাবেন।
Play Free Now তে ক্লিক করুন। আপনাকে নিচের পেজে নিয়ে যাবে।
কোনটাতে খেলতে চান সেটাই ক্লিক করুন। আমি পিসি তে খেলতে পছন্দ করি তাই পিসি। আপনি আপনার পছন্দ মত দেবেন। এটাই ক্লিক করলে নিচের পেজ আসবে।
এখন আপনার তথ্যগুলো দিয়ে একটি অ্যাকাউন্ট করুন। ভয় নেই কোনও টাকা চাইবে না। অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি নিচের পেজ এ চলে আসবেন।
কোন অপারেটিং সিস্টেমের জন্য আপনার গেমটি নামাবেন সেটিতে ক্লিক করুন। এরপর আপনার Epic Game Launcher App টি ডাউনলোড হবে।
Epic Game Launcher App টি ইন্সটল করুন। Launcher App থেকে Fornite Battle Royal ডাউনলোড করেন নিন। এখন উপভোগ করুন।
গেমটি খেলে দেখাতে পারলাম না কারণ। Asphalt 8 আর PUBG এর জন্য দুটো আলাদা Launcher চালাচ্ছি তাই লোড হতে অনেক টাইম নিচ্ছিলো। আশা করি আপনাদের কোনও অসুবিধা হবে না এ ক্ষেত্রে। Launcher or Emulator যাই বলেন না কেন। হাই রাম (2Gb Ram আমার পিসি তে) থাকলে গেমটি খেলে অনেক মজা পাবেন এইটি Asphalt 8 আর PUBG এর জন্য সত্য।
PUBG যদি পিসি তে খেলতে চান তবে নিচের ভিডিও টি অনুসরণ করতে পারেন। ভিডিও এর Tencent Gaming Buddy Emulator ব্যবহার করে আমি গেমটি খেলছি। বলতে পারি মোবাইলের থেকে হাজার গুনে মজাদার। আপনাদের জন্য PUBG Tencent gaming buddy Launcher এর একটি Screen Shot দিলাম। বেটা version টা নামাবেন কারণ এইটি কে ইংলিশে পাওয়া যায়। বুঝবার জন্য।
PUBG ইউটিউব ভিডিও লিঙ্কঃ
আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।