পিসির জন্য এলো পাবজি লাইট

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

কম্পিউটারের কনফিগারেশন দুর্বল হওয়ার কারণে অনেকেই জনপ্রিয় শুটিং গেইম পাবজি খেলতে পারেন না।

কেননা গেইমটি পিসি সংস্করণে খেলতে শক্তিশালী কনফিগারেশন সমৃদ্ধ কম্পিউটারের প্রয়োজন হয়। তবে দুর্বল কনফিগারেশনের পিসির জন্য আনা হয়েছে গেইমটির বিশেষ সংস্করণ।

সম্প্রতি ‘পাবজি লাইট’ নামে কম্পিউটারের জন্য গেইমটির সংস্করণ উন্মোচন করেছে। তবে আপাতত এটি খেলা যাবে শুধু থাইল্যান্ডে।

সংস্করণটি সাইজ হবে মাত্র ৬১ দশমিক ৩ মেগাবাইট। কম্পিউটারে মিনিমাম ইন্টেল কোর আই থ্রি প্রসেসর ও ইন্টেল এইচডি গ্রাফিক্স থাকতে হবে। এছাড়া, ৪ গিগাবাইট র‍্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকবে হবে।

সার্ভাইভাল ঘরানার গেইমটিতে গেইমারকে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেওয়া হয়। এরপর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।

আরো পড়ুন ঃ-

একাধিক নতুন ফিচারসহ নতুন পাবজি আপডেট আসছে

Level 2

আমি ওয়েব মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি রাকিব। ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস