যা আছে পাবজির ০ ১০ ৫ আপডেটে

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

নানা গুঞ্জনের পর অবশেষে নতুন আপডেট এসেছে প্লেয়ারস আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ বা পাবজির। পাবজি ০.১০.৫ নামে নতুন সংস্করণটিতে যুক্ত করা হয়েছে নতুন বন্ধুক, লেজার, র‍য়াল পাশ সেকশন ৫ সহ আরও নানা ফিচার।

ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের গেইমটি আপডেট পেয়েছেন গেইমাররা। আপডেটে যুক্ত করা হয়েছে এমকে৪৭ বন্ধুক। সেখানে ব‍্যবহার করা যাবে ৭.৬২এমএম গুলি। ইরাঙ্গেল, স্যানহক, মিরামার ম‍্যাপে মিলবে এই বন্ধুক।

ভিকেন্ডি ম‍্যাপে রুম তৈরি করা সুবিধা যুক্ত করা হয়েছে। ম‍্যাপটিতে অস্ত্র বা লুট পেতে অনেকের আগে অসুবিধা হতো। এই সমস্যা সমাধান করা হয়েছে নতুন আপডেটে।

আগের কিছু ত্রুটি ছিল সেগুলো ফিক্সড করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের কিছু উন্নয়ন করা হয়েছে নতুন আপডেটে। গেইমটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট জানিয়েছে, গেইমারদের চাহিদার উপর নির্ভর করে নতুন আপডেট আনা হয়েছে। বর্তমানে ২০ মিলিয়ন গেইমার প্রতিদিন গেইমটি খেলেন। তাই গেইমারদের জন্য নিয়মিত নতুন আপডেট আনছে গেইমটি।

অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গেইমটির আপডেটের সাইজ ১.৫ গিগাবাইট। এই ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। ২ গিগাবাইট সাইজের আপডেটটি আইওএস ব্যবহারকারীরা এই ঠিকানা থেকে ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য সার্ভাইভাল ঘরানার গেইমটিতে গেইমারকে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেওয়া হয়। এর পর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।

Level 3

আমি সোহাগ কায়ছার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস