কে কে কার্ড খেলা খেলতে চান ? আর যারা কার্ড খেলেন তাদের জন্য সকলের প্রিয় কার্ড খেলা ২৯ …..

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সবাইকে অনেক অনেক সুবেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন । আসলে পরীক্ষার জন্য এখন নিয়মিত টিউন করা হয়ে উঠে না । আসা করি পরীক্ষা শেষে আবার পুরদমে শুরু হবে । আজ যে বিষয় নিয়ে টিউন টি তা তো আপনারা শিরোনামে দেখতেই পেয়েছেন । তবুও আবার বলছি এটা হল কার্ড বা তাস ।

কার্ড

যারা আমরা কার্ড খেলি আমাদের সবার কাছে কার্ড খেলার মধ্যে সবচেয়ে প্রিয় হল ২৯ । আশা করি সবাই আমার সাথে একমত হবেন । আর সময় কাটানোর জন্য সবচেয়ে মজার খেলা হছে এই কার্ড খেলা । তবে আমাদের দেশে এটা তাস নামে পরিচিত । তাই যাদের ২৯ কার্ড খেলা ভাল লাগে বা মানুষের অভাবে খেলতে পারেন না তাদের জন্য আমার আজকের এই টিউন উৎসর্গ করলাম ।আমি প্রায় যখন সময় কাটে না বা কিছু ভাল লাগে না তখন কার্ড খেলি । মাঝে মাঝে মানুষের অভাবে খেলতে পারতাম না যেহেতু এই খেলা খেলতে ৪ জন লাগে । অবশ্য ২ জনেও খেলা যায় । তাই একদিন আমি খুজতে বের হলাম আমার তথ্য্যের ভাণ্ডার ইন্টারনেট আর গুগল মামকে নিয়ে । এক সময় পেয়েও গেলাম আমার সেই গেম । তবে আমি সন্দিহান ছিলাম টা চলবে কিনা টা নিয়ে । তবে নিজে খেলার পর কনফার্ম হলাম । আর আজ যখন কি নিয়ে টিয়ন করা যায় টা খুজে পাছিলাম না তখন হথাত আমার সমস্যা দূর করে দিল আমার এই গেম । চিন্তা করলাম এটা নিয়েই আজকের টিউন টা করে ফেলি ।

আর যারা এখন ও পর্যন্ত বুঝতে পারেন নি তারা কষ্ট করে কোন বড় ভাইয়ের হেল্প নিন ।

আর এখানে দেখে নিন কোন কার্ড এর নাম কি ...।

এই কার্ড খেলাই ৫২ কার্ড  রয়েছে আর এই ৫২ কার্ড  এ ৫৩ খেলা রয়েছে । আমার জানা নেই কেউ ৫৩ খেলার সব গুলো পারে কিনা । আমি মোটামুটি ১২ -১৩ টার মত পারি । আর আপনাদের সকলের প্রতি একটা অনুরোধ যারা যে যে কার্ড খেলা এর নাম জানেন কস্ট করে আমাদের জানান । কারন খেলতে না পারলেও নাম তো জানতে পারব । আর জানার কোন শেষ নেই । কে জানে কখন কোনটা দরকার পরে যায় ।

আর বেশি কিছু বলব না এবার আপনার ডাউনলোড করে নিন ২৯ গেমস টি ।


আসা করি আপনাদের উপকারে আসবে আর কেউ এটাকে খারাপ মাইন্ড এ নিবেন না।কারন কার্ড খেলা খারাপ না । আর আপনারা জানেন কিনা জানি না কার্ড খেললে আমাদের জ্ঞান সম্প্রসারিত হয় কারন কার্ড খেলতে অনেক মেধার প্রয়োজন হয় । আর কার খেলতে অনেক চিন্তা ভাবনা করে খেলতে হয় । তবে অবশ্যই এটাকে পেশা হিসেবে নিলে আর বাজি বা খারাপ উদ্দ্যেশ্যে ব্যাবহার করা উচিত নয় ।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ । সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন । আল্লাহ্‌ হাফেয ।

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেবারে অপ্রয়োজনীয় টিউন।

    কি ভাবে বুঝলেন যে অপ্রয়োজনীয় টিউন আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে । অবশ্য সবার মানসিকতা এক না । ধন্যবাদ

এইটা কি ফুল ভার্সন??? আমার কাছেও একটা আছে যেটা ট্রায়াল ভার্সন

ভাই লিঙ্ক টা কই ?

Level 0

vaia=>ammar osukh tai phn dite parsi na. . . . .apnr xm kobe shes hobe,tokhon inshallah tym kore phn korbo. . . .r dhonnobad game ti share er jonno. . . Amra school frnd ra aage kheltam,onk din kheli na,ekhn abr khelte parbo. . . .

তাস খেলা জানিনা তবে ক্রিকেট, ফুটবল, দাবা, ব্যাটমিন্টন, কেরাম ভাল পারি ।
ধন্যবাদ টিউনটির জন্য ।

    আমি আপনার এবং আমার টা সহ সবগুলোই ভাল পারি ইনশাল্লাহ । ধন্যবাদ ।

হা হা হা ২৯ এর উস্তাদ চলে এসেছে। কই আমার প্লেয়ার কই? ইস এখন ২৯ খেলতে খুব ইচ্ছে হচ্ছে?
কত রাত পার করে দিছি শুধু ২৯ খেলে খেলে। নস্স্টালজিক টিউন । ভাল লাগল

    হাহাহা। আপনার কমেন্ট টা পরে বেশ মজা পেলাম । হুম আমার এখন খেলতে ইছা হলেই ল্যাপটপে বসে যাই । আমিও অনেক রাত পার করেছি এই ২৯ খেলে । হাহাহাহ

Great tune

Level 0

onek khujesi painai ajke peye gelam …thankssssssssssssssssss

ক্রিকেট আর দাবা খেলাটাই বেশি খেলেছি…
Card খেলাটা একদমই পারি না, এটা দিয়ে কি 29 একা একা শেখা যাবে?…

    যাবে যদি আপনি কারও থেকে নিয়ম টা বুঝে নিতে পারেন তাহলে ।

    hehehe……..vaia amar mone hocche niom tar jonneo akta tune korte hobe….

Level 0

ধন্যবাদ ভালো টিউন । 🙂

ভাই শিখিয়ে দিলে বোধহয় খুব ভাল হত। তারপরও ধন্যবাদ। দেখি একা একা শেখা যায় কিনা।

    মামুন ভাই আসলে কার্ড খেলা না দেখলে সেখা যায় না বা সেখা কঠিন । তাই আমি নিয়ম টা দেই নাই ।

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ ভাই । আরো ভালো graphics এর কার্ড গেমের লিঙ্ক থাকলে দিবেন plz

    আসলে ভাই আমি গেম এখন আর খেলি না । তাই আপাতত কোন ভাল মানের গ্রাফিক্স গেম এর লিঙ্ক নেই । তবে পেলে অবশ্যই দিব । ধন্যবাদ ,

Level 0

onek jossssssssssssssssssssssss akta tune………<3

ভাই, আপনি কি সিউর যে এটা ২৯ খেলা??????? সারাজীবন ২৯ খেলে আসলাম ৮ টা করে কার্ড নিয়ে আর এখানে কার্ড দিচ্ছে ৫ টা।

    এটাও ২৯ কিন্তু বাংলাদেশি টা না । ইন্টারন্যাশনাল । ধন্যবাদ ।

May be Italian breez 29 na

    আমার তা মনে হয় না । আর ইটালিয়ান ব্রিজ এ আরও কিছু নিয়ম থাকে এটাতে তা দেখছি না । ধন্যবাদ ।

লুডু দেন তাস পারিনা!

    হা হা হা । আপনি পন্দিত মানুষ এসব কি বলেন !!! আর লুডু তো মেয়েরা খেলে !!!

Level 0

download korbo koi theke link den

আমি শুধু "স্প্যেকট্রাম" টা পারি।

    স্প্যেকট্রাম আমার ভাল লাগে না । ধন্যবাদ সাইফুল ভাই শেয়ার করার জন্য ।

Onk khojeci bt pai ni…Aj peye onk khushi hoyecilam..bt install error dekhay…Ami win 7 use kori..Ata ki 1mb file??? Plz janaben..Thank u very much 4 this tune…

Level 0

এটা যদি ২৯ খেলা হয়, তা হলে বলতে হবে, আপনি ২৯ খেলা কি তা=ই জানেন নয়া…
দয়া করে শিরোনামটা পাল্টে দিন…
একেবারে অপ্রয়োজনীয় টিউন…
Thank anyway, hope you will have some better tune in future…>)

    তাই নাকি !! ঠিকাসে আপনি বলেন এটা কি খেলা আপনার নামে দিয়ে দি কি বলেন জিয়া ৫ কার্ড । আর শিরনাম পাল্টানোর কোন প্রশ্নই আসে না । আর অপ্রয়জনিয় টিউন তখনি হয় যখন সেটা কোন ক্যাটাগরিতে পরে না । আসা করি বুঝতে পেরেছেন । আর ২৯ খেলার আর এই খেলার মধ্যে ৮ কার্ড আর ৫ কার্ড ছাড়া আর কি কোন পাথক্য আছে । আর আমার যা জানি এটা ইটালিয়ান ২৯ । আপ্নাকেও এনিওয়ে ধন্যবাদ।

ভাই ২৯ খেলা দেখে খুশী হয়ছিলাম কিন্তু এটা কি ????? আগা মাথা কিছুই বুঝি নাই …।

    আসলে এটা আমার দোষ না । আমি আর কার্ড নিয়ে টিউন ই করব না!!!! ধন্যবাদ ।

জটিল টিউন করেছেন ভাই…….এখনও একজনকেও লিখতে দেখলাম না যে খেলাটা জানেন……ভালো হতো যদি আপনি এটা কোন ইটালিয়ান ব্লগে পাবলিশ করতেন !!!!

    দুঃখিত ভাই । আপনাদের সমস্যা আমি বুঝতে পেরেছি । আর আমি এই ধরনের কার্ড না গেমস নিয়ে আর টিউন করব না । ধন্যবাদ ।

    arre vai raag koiren na……shudhu apnar na, aro oneker same prob hoitese…….

Level 2

খুব ভালো হয়েছে ভাই। যারা কার্ড খেলতে পারে না তাদের এই টিউন পড়ার দরকার কি……?

ভাই তাস খেলতে আমি পারিনা তাই এটা আমি কিছু বুঝলামনা।

আমি পারিনা …………শিখতে পারি কিনা দেখি …………আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

poranda bachailen 😀 onek onek dhonnobad 😉

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ

Level 2

onek donnobad share korar jonno.

Level 0

ভাই আপনার কাছে কি কল ব্রিযড গেম তা আছে থাকলে লিংকটা আমাকে দিবেন প্লিজ , [email protected]

amito downloade korte parchina

done