বন্ধুুরা, আমরা যারা বিশেষ করে সৌদি আরবে থাকি তারা মোটামুটি সবাই এ গেইমের সাথে পরিচিত। তবে হ্যা এটা সত্য যে থাইল্যান্ড সরকারের আয়ের অন্যতম প্রধান হল এই থাইগেইম।
আর এটা এখন বর্তমানে বাংলাদেশে রিক্সা চালকেরা ও খেলেন। আর তাই বাংলাদেশে এই গেইম বহুল আলোচিত। থাইল্যান্ড সরকার গেইমটি তাদের অফিস এবং অনলাইনে পরিচালনা করে থাকে।
কিন্তু আমাদের দেশে যারা পরিচালনা করে আসছে, তারা আসলে মূলত থাইল্যান্ডের সাথে কোন যোগাযোগ না রেখেই খেলা পরিচালনা করে আসছে।
যাক আমি আর বিস্তারিত তেমন কিছু বলবনা, কারন প্রায় সবাই জানে এসব ইতিহাস।
আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে সঠিক নিয়মে গেইম খেলবেন। তার আগে কিছু কথা বলে নিই। মাসে ০২ বার ড্র অনুষ্ঠিত হয়। মাসের ০১ তারিখ এবং ১৬ তারিক। এই গেইমে অনেক ধরনের খেলা আছে, যেমন:
থ্রিআপ স্ট্রেট,
থ্রিআপ রাম্বল,
টু ডাউন,
টু আপ,
সিঙ্গেল ওয়ান. ইত্যাদি
এবার জানুন কি পরিমান লাভ দেয়া হয়।
থ্রিআপ স্ট্রেট, বিড ১ ডলার= ৫০০ ডলার।
থ্রিআপ রাম্বল, বিড ১ ডলার= ১০০ ডলার।
টু ডাউন, বিড ১ ডলার= ৮০ ডলার।
টু আপ, বিড ১ ডলার= ৭৫ ডলার।
সিঙ্গেল ওয়ান. বিড ১ ডলার= ৩ ডলার।
ওকে এবার আমরা একাউন্ট খোলার জন্য নিচের play Game এ ক্লিক করে সাইনআপ করব।
ওরা Paypal, skrill, neteller, perfect money & Master Card সাপোর্ট করে।
আর সবচেয়ে মজার ব্যাপার হল ড্র হবার ১০ মিনিট আগেও আপনি খেলতে পারবেন।
তো বন্ধুরা আজ এ পর্যন্ত। আবার হাজির হবো পরের টিউন নিয়ে। সে পর্যন্ত ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
আমি lincoln chatkhil। Logistic Officer, Job, Tabuk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
আমি linkon. Admin www.amaderchatkhil.com