আসসালামুয়ালাইকুম।
আমরা সবাই হইত এই গেম টির সাথে খুবি পরিচিত - PUBG MOBILE
আমরা যে টুর্নামেন্ট এ অংশগ্রহণ করেছি তার মধ্যে এশিয়া থেকে টপ ৬০ টি বেস্ট টিম সিলেক্ট করা হবে এবং আলহামদুলিল্লাহ্ আমরা তার মধ্যে জাইগা করে নিতে পেরেছি।
আমরাই একমাত্র টিম বাংলাদেশ থেকে টপ ৬০ তে।
কিন্তু টপ ২০ তে জাইগা করে নিতে হলে, আমাদের টপ ৪ এ আশতে হবে, তা না হলে আমাদের ভোট এর মাধ্যমে টপ ৪ টিম এ আশতে হবে।
ধাপ ১ঃ আপনি আপনার PUBG MOBILE গেম এ লগিন করুন, তারপর নিছের ছবির মত TROPHY তে ক্লিক করুন।
ধাপ ৩ঃ তারপর সবার ডান পাশে থেকে "VOTE" এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ তারপর থেকে আমাদের টিম (TanvirHS) এ ভোট করুন। চোখ এর চিহ্ন টির বাম পাশের আইকন এ ক্লিক করে ভোট করুন।
সবগুলা ভোট বাংলাদেশ কেই দিবেন।
ধন্যবাদ।
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।