নেটে মোস্তফা গেম 20 গান ভার্সনটি প্রথম ছাড়া হয়েছিল টিটিতে, আর সেটার মাধ্যমেই শুরু হয়েছিল আমার টিউনার জীবনের সূচনা। আসলে মোস্তফা নামের এই গেমটির প্রতি আমার অন্যরকম এক মমতা কাজ করে।
টিউনার আর,কে রকি এর “java সাপর্ট মোবাইেলর জন্য বাম্পার কালেকশন্স”
টিউনটিতে মোস্তফা গেমের মোবাইল ভার্সনটি দেখলাম যেটি হুবহু পিসির মত!!
কিন্তু গেমের ভাষা ও সব লেখা চাইনিজে হওয়ায় আর স্ক্রিণ রেজুলেশর 128X160 হওয়ায় আমার N73 তে খেলে মজা পাচ্ছিলাম না। নেটে ঘেটে পেয়ে গেলাম 176X208 (240X320) রেজুলেশনের ভার্সনটি তবে ইংরেজী ভার্সন কোথাও নেই। তাই ভাবলাম নিজেই ট্রান্সলেট করে ফেলবো পুরো গেমটি!
কয়েকদিনের চেষ্ঠায় প্রায় 90 শতাংশ ট্রান্সলেট করে ফেলেছি চাইনিজ ভার্সনটির। সাথে অরজিনাল গেমের মত গ্রাফিক্সের কিছু পরিবর্তন আনার চেষ্ঠা করেছি। আপনার মোবাইলের বড় পর্দায় ইংরেজীতে উপভোগ করুন আপনার প্রিয় গেমটি! 🙂
নিচে NOKIA N73 ME থেকে নেয়া গেমটির স্ক্রিণশট দেয়া হলঃ
যে ধরণের মোবাইল সাপোর্ট করবেঃ
জাভাঃ MIDP-1.0, CLDC-1.0
1.15MB জাভা সমর্থন করতে পারে এমন শক্তিশালী ফোন।
240X320 রেজুলেশনের বড় পর্দা, (NOKIA N73 ME)
ট্রান্সলেট করা ভার্সনটি ডাউনলোড করুন মিডিয়াফায়ার থেকেঃ
Download Cadillacs And Dinosaur English Mobile Version.zip (1.15 MB)
মোবাইল নাইট ডট কম থেকে ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকেঃ
http://gallery.mobile9.com/f/1822084/
****************************************
আমি শুধু বড় স্ক্রিণের সফটটিই ট্রন্সলেট করেছি। ছোট স্ক্রিণের টি করা হয়নি। যাদের মোবাইল স্ক্রিণ 128X160 তারা চাইনিজ ভার্সনটি ডাউনলোড করুন টিউনার আর,কে রকি এর দেয়া নিচের লিংক থেকেঃ
Download Chinese Version Linked By টিউনার আর,কে রকি
* গেমটিতে 4 টি লেভেল পর্যন্ত রয়েছে (ব্লেড বস পর্যন্ত)
* MIDP 1.0 এর অনেক সেটে সাউন্ড কাজ করেনা। নকিয়া S60 সেটে সাউন্ড পেতে হলে প্রোফাইল সেটিংস থেকে Warning Tone এনাবেল করে দিতে হবে। মোবাইল সাইলেন্ট করা থাকলে জেনারেল প্রফাইলে আসতে হবে।
Developer: Zils Drug Database
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই স্ক্রীন রেসুলেসান সম্পর্কে আপনার ভুল ধারনা আছে। কারন n73 me এর রেসুলেসান 240 x 320 আর নোকিয়া ২৭০০ ক্লাসিক এরও একই