কম্পিউটার ব্যবহার করেন কিন্তু জীবনে একবারও কম্পিউটারে ভিডিও গেমস খেলেননি এরকম লোক খুঁজলে খুবই কম পাওয়া যাবে। ছোট শিশু থেকে কিশোর, যুবক, প্রাপ্তবয়স্ক এমনকি বুড়োরাও কম্পিউটারে গেমস খেলেছেন এবং অহরহ খেলছেন। হ্যাঁ এখানে একটা কথা বলা যায় যে হয়তো ছোটরা এবং কিশোর বয়সে ভিডিও গেমসকে বেশ গুরর্ত্বের সাথে দেখা হয় কিন্তু আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবেন তখন আস্তে আস্তে ভিডিও গেমস থেকে আগ্রহটা কমতে থাকবে। দেখা গেল ১০ বছর আগে কিশোর বয়সে আপনি দিনে ৪ থেকে ৫ ঘন্টা কম্পিউটারে গেমস খেলতেন এখন কাজের ব্যস্ততা এবং সাংসারিক জীবন সামলে নিয়ে সপ্তাহের ছুটির দিনে বা শুক্রবারে আপনার স্মার্টফোনে ক্ষণিক সময়ের জন্য গেমস খেললেন। যাই হোক আজ আমাদের জীবনে ভিডিও গেমসের প্রভাব নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি আপনাদের সামনে চলে এলাম সমালোচকদের ভিক্তিতে সর্বকালের সবথেকে সেরা ৫০টি ভিডিও গেমসের খবর নিয়ে। ভিডিও গেমস খেলেন বা না খেলেন আজকের টিউনটি আমি আশা করবো সবার জন্যই কমবেশি আকর্ষণীয় হয়ে উঠবে। তো চলুন ভূমিকায় আর কথা না বাড়িয়ে দেখে নেই সেরা ৫০টি ভিডিও গেমসের তথ্য। নিচের র্যাঙ্ক থেকে লিস্টটি শুরু করছি:
সর্বকালের সেরা ৫০টি ভিডিও গেমসের শুরুর তালিকায় ৫০তম স্থানে রয়েছে জনপ্রিয় হ্যাক এন্ড স্ল্যাশ ভিডিও গেমস সিরিজ ডেভিল মে ক্রাইয়ের প্রথম গেম Devil May Cry। গেমটি ২০০১ সালে ভিডিও গেম কনসোল প্লে-স্টেশন ২ এর জন্য প্রথমবার মুক্তি পায়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৪/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৮.৬/১০। গেমটিতে তোমাকে Dante নামের একজন প্রাইভেট সুপারন্যাচরাল ইনভেস্টিগেটরের ভূমিকায় খেলতে হবে যেখানে সে তার মা এবং ভাইয়ের খুনের বদলা নেবে। গেমটি আমেরিকার মেট্রোপলিটন এরিয়াতে পটভূমি হিসেবে সেট করা হয়েছে। আর Dante কিন্তু কোনো সাধারণ নরমাল মানুষ নয়। যারা গেমটি বা গেমস সিরিজের পরবর্তীতে যেকোনো একটি গেম খেলেছো তারা গেমটির পটভূমি সম্পর্কে হালকা পাতলা ধরনা অলরেডিই পেয়েছো।
স্কেটিং নিয়ে প্রথম দিকের ভিডিও গেমস হচ্ছে এই Tony Hawk's Pro Skater 4। গেমটিতে তুমি স্কেটিং নিয়ে স্কিল, রেসপেক্ট বিল্ড আপ করে একজন প্রফেশনাল স্কেটার হয়ে উঠতে পারবে। গেমটিতে স্কেটিং নিয়ে প্রায় ১৯০টি কোর্স রয়েছে। গেমটি ২০০২ সালে মুক্তি পায় এবং গেমটি কালের বিবর্তনে গেমকিউব, এক্সবক্স, প্লে-স্টেশন, প্লে-স্টেশন ২, গেমবয় এডভান্স, কম্পিউটার সহ বেশ কয়েকটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৪/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৪/১০।
জনপ্রিয় ফার্স্ট পারসন মিলিটারি শুটিং গেম সিরিজ কল অফ ডিউটির মর্ডান ওয়ারফেয়ার ২ গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ৪৮তম স্থানে। সিরিজের আগের গেম মর্ডান ওয়ারফেয়ার থেকে গেমটির কাহিনী শুরু হয় এবং চলতে থাকে। এছাড়াও গেমটিতে প্রথমবার ২ জন প্লেয়ার একসাথে মিলে co-operative ভাবে অনলাইনে গেমটির স্টোরি ক্যাম্পেইন খেলার সিস্টেম আনা হয় যেটি তখনকার সময়ে একদমই নতুন এবং ইউনিক ছিলো। নিমার্তা প্রতিষ্ঠান Activision থেকে পুরোদমে চেষ্টা করা হয় সিরিজের ডিজাইনকে নতুন করে সাজানোর এবং তারা সফলও হয়েছিলো। গেমটির থেকেই সিরিজের পরবর্তী গেমসগুলো ডিজাইনের আইডিয়া পেয়ে যায় নির্মাতারা। অবশ্য সিরিজের আগের গেম Modern Warfare (2007) এর মতো অতটা গেমারদের মন জয় করতে পারেনি গেমটি। গেমটির ক্রিকিট স্কোর হচ্ছে ৯৪/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৬.৪/১০। গেমটি ২০০৯ সালে এক্সবক্স ৩৬০, প্লে-স্টেশন ৩ গেম কনসোল এবং পিসি ও ওএস এক্স য়ে মুক্তি পেয়েছিলো।
তুমুল জনপ্রিয় রোল-প্লেয়িং ভিডিও গেমস সিরিজ ফাইনাল ফ্যানটাসির ৯তম গেম Final Fantasy IX রয়েছে আমাদের আজকের লিস্টের ৪৭তম স্থানে। গেমটি ২০০০ সালে প্লে-স্টেশন ভিডিও গেম কনসোলের জন্য মুক্তি দেওয়া হয়েছিলো। আর এর পরে সিরিজের কোনো গেম অরিজিনাল প্লে-স্টেশনে মুক্তি পায় নি। তখনকার সময়ে এই গেমটি ছিলো হাইলি গ্রাফিক্সযুক্ত একটি গেম। গেমটিতে ক্যারেক্টার, যানবাহন এবং পরিবেশকে যথেষ্ট ভালো ভাবে ডিজাইন করা হয়েছিলো। সিরিজের আগের গেমসগুলোর থেকে এই গেমটিতে বেশকিছু নতুন ফিচার আনা হয়। গেমটি পরবর্তীতে পিসি, প্লে-স্টেশন ৪ এবং অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মেও মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর ৯৪/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৯/১০।
ফার্স্ট পারসন শুটার ভিডিও গেমস সিরিজ BioShock এর তৃতীয় গেম BioShock Infinite রয়েছে আমাদের আজকের লিস্টের ৪৬তম স্থানে। সিরিজের আগের দুটি গেম তেমন বাজার না মাতাতে পারলেও এই গেমটির মাধ্যমে নির্মাতা প্রতিষ্ঠান Irrational Games গেমিং বাজারে ফিরে আসার চেষ্টা করেছিলো। গেমটি সিরিজের আগের ২টি গেম থেকে স্টোরিলাইনে ভিন্নভাবে সাজানো হয়েছে তবে আগের ২টি গেমের সাথে গেমটির গেম-প্লে কিছুটা মিল রাখা হয়েছে। গেমটির পটভূমি ১৯১২ সালের কলাম্বিয়ায় সাজানো হয়েছে যেখানে তোমাকে একজন সাবেক Pinkerton এজেন্ট Booker Dewitt এর ভূমিকায় খেলতে হবে। Booker কে কলাম্বিয়ার Airborn City তে ELizabeth নামের একজন বন্দি যুবতীকে উদ্ধারের জন্য পাঠানো হয়। পরবর্তীতে এরা দুজন আমেরিকার শাসকদের হাত থেকে কলাম্বিয়াকে বাঁচাতে নেমে পড়ে। গেমটি মুক্তির আগেই ২০১১ সালের E3 কনফারেন্সের ৮৫টির বেশি পুরস্কার পেয়ে যায় এবং গেমটির মুক্তির মাত্র ২ মাসের মাথায় প্রায় ৩.৭ মিলিয়ন কপি বিক্রি করতে সক্ষম হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৪/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৫/১০।
ক্রিটিক স্কোর ৯৪/১০০ এবং ইউজার স্কোর ৮.৮/১০ নিয়ে World of Goo গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ৪৫ তম স্থানে। World of Goo হচ্ছে একটি ফিজিক্স ভিক্তিক পাজল গেম। গেমটি ২০০৮ সালে পিসি, ওএসক্স, Wii, লিনাক্স, আইওএস, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি ওএস এবং Nintendo Switch প্লাটফর্মগুলোতে মুক্তি দেওয়া হয়।
জনপ্রিয় ভিডিও গেম মেটাল গিয়ার সিরিজের Metal Gear Solid V: The Phantom Pain গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ৪৪তম স্থানে। গেমটি সিরিজের আগের গেম Metal Gear Solid V: Ground Zero এর স্টোরিলাইন থেকে শুরু করে এবং সিরিজের নির্মাতা এবং পরিচালক Hideo Kojima এর প্রথম ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেম এটি। গেমটি ২০১৫ সালে পিসি, প্লে-স্টেশন ৩, প্লে-স্টেশন ৪, এক্সবক্স ৩৬০ এবং এক্সবক্স ওয়ান গেম কনসোলের জন্য মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৭.৪/১০।
Half Life 2 এবং Dota 2 এর মতো জনপ্রিয় ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান Valve এর ফার্স্ট পারসন পাজল গেম Portal 2 রয়েছে আমাদের আজকের লিস্টের ৪৩তম স্থানে। গেমটির ২০০৭ সালের Game of the Year খ্যাত Portal এর সিকুয়্যাল হিসেবে ২০১১ সালে পিসি, ম্যাক, লিনাক্স, প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেম কনসোলে মুক্তি দেওয়া হয়। গেমটিতে নতুন আকর্ষণীয় গেমপ্লে, উন্নত স্টোরিলাইন এবং চমৎকার মিউজিক সিস্টেম আনা হয় এবং সিরিজে প্রথমবার মাল্টিপ্লেয়ার Co-op গেম মোড গেমটিতে আনা হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৪/১০।
আমেরিকান ফুটবল নিয়ে ২০০২ সালে জনপ্রিয় গেম নির্মাতা EA Sports এই Madden NFL 2003 গেমটি মুক্তি দেয় এবং গেমটি আমাদের আজকের লিস্টের ৪২তম স্থানে রয়েছে। গেমটিতে তখনকার সময়ে প্রথম বার অনলাইনে খেলার স্বাদ গেমারদের দেওয়া হয় যেখানে গেমাররা অনলাইন কমিউনিটিতে প্রবেশ করে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অনলাইন গেমারদের সাথে মিট, চ্যাট এবং প্লে করার সুবিধা দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৭.৫/১০।
২০১৩ সালের আলোড়ন ফেলে দেয়া একশন এডভেঞ্চার সারভাইবাল হরর ভিডিও গেম The Last of Us রয়েছে আমাদের আজকের লিস্টের ৪১তম স্থানে। সনি কম্পিউটার এন্টারটেইমেন্ট গেমটির প্রকাশক হিসেবে থাকায় গেমটি Exclusive ভাবে শুধুমাত্র প্লেস্টেশন ৩ এবং প্লেস্টেশন ৪ এর জন্য মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর ৯৫/১০০ এবং ইউজার স্কোর ৯.২/১০। গেমটির সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই টিউনটি দেখে নিতে পারেন।
শুধুমাত্র Nintendo 64 এবং Nintendo 3DS গেম কনসোলের জন্য ২০০০ সালে মুক্তি পাওয়া একশন এডভেঞ্চার গেম The Legend of Zelda: Majora's Mask রয়েছে আমাদের আজকের লিস্টের ৪০তম স্থানে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/ ১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৯.২/১০।
The Legend of Zelda সিরিজের একদম প্রথম দিকের গেম The Legend of Zelda: A Link to the Past রয়েছে আমাদের আজকের লিস্টের ৩৯তম স্থানে। গেমটি ১৯৯১ সালে Super Nintendo Entertainment System, Game By Advance সহ বেশ কয়েকটি ভাচূর্য়াল কনসোল সিস্টেমে মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৯.০/১০।
মাইক্রোসফট এর জনপ্রিয় ভিডিও গেমস সিরিজ Halo এর ২য় সংস্করণ Halo 2 গেমটি রয়েছে সমালোচকদের মতে সেরা ৫০টি ভিডিও গেম লিস্টের ৩৮ তম স্থানে। গেমটিতে সিরিজের প্রথম গেম Halo এর রেখে যাওয়া কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গেমটিতে নতুন যানবাহন, অস্ত্র, পরিবেশ সহ বিভিন্ন জিনিস আপগ্রেড করা হয়েছে। এছাড়াও তখনকার সময়ে গেমটি এক্সবক্স লাইভ সিস্টেমে ব্রডব্যান্ড মাল্টিপ্লেয়ার সার্পোট করতো। গেমটির ক্রিটিক স্কোর ৯৫/১০০ এবং গেমটির ইউজার স্কোর ৮.২/১০০।
২০০১ সালের রেসিং গেম Gran Turismo 3: A-Spec রয়েছে আমাদের আজকের লিস্টের ৩৭তম স্থানে। তখনকার সময়ের উন্নত গ্রাফিক্স এবং চমৎকার গেমপ্লে নিয়ে গেমটি বাজারে ছাড়া হয়। তবে দুঃখের বিষয় হচ্ছে গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ২ কনসোলের জন্য Exclusive ভাবে বানানো হয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৫/১০।
আমেরিকার ওয়াইল্ড ওয়েস্ট থিম নিয়ে নির্মিত গেম Red Dead Redemption রয়েছে আমাদের আজকের লিস্টের ৩৬তম স্থানে। জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান Rockstar Games এর গেম এটি। গেমটি ২০০৪ সালের জনপ্রিয় হিট গেম Red Dead Revolver এর সিকুয়্যাল হিসেবে বাজারে আসে ২০১০ সালে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৯/১০।
চারটি ক্লাসিক Zelda গেমস নিয়ে এই The Legend of Zelda: Collector's Edition গেমটি সাজানো হয়েছে এবং গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ৩৫তম স্থানে। গেমটি ২০০৩ সালে Nintendo Entertainment Sysmtem এবং বিভিন্ন ভার্চুয়াল কনসোলে মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.০/১০।
চমৎকার পাজল গেম LittleBigPlanet রয়েছে আমাদের আজকের লিস্টের ৩৪তম স্থানে। গেমটি শুধুমাত্র প্লে-স্টেশন ৩ গেম কনসোলের জন্য ২০০৮ সালে মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৬.৮/১০।
জনপ্রিয় ওপেন ওয়ার্ল্ড গেমস সিরিজ Grand Theft Auto এর ২০০১ সালে মুক্তি প্রাপ্ত ভাইস সিটি গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ৩৩তম স্থানে। বাংলাদেশ সহ বিশ্বে অনেকগুলো দেশেই এই গেমটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৭/১০। গেমটি বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মে মোবাইল ডিভাইসগুলোতে পাওয়া যাচ্ছে।
জিটিএ সিরিজের বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়তে শুরু করে এই San Andreas গেমটির মাধ্যমে। গেমটি আমাদের আজকের লিস্টের ৩২তম স্থানে রয়েছে। নব্বই দশকের আমেরিকার নিগ্রো জনগোষ্টির উপর দারুণ একটি কাহিনী নিয়ে গেমটি সাজানো হয়েছে। জিটিএ সিরিজের সবথেকে সেরা স্টোরিলাইনযুক্ত গেম হিসেবে এখনো অনেক গেমারের মনে গেঁথে রয়েছে গেমটি। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.০/১০।
২০০০ সালের চমৎকার RPG গেম Baldur's Gate II: Shadows of Amn রয়েছে আমাদের আজকের লিস্টের ৩১তম স্থানে। গেমটিতে ৩০০টি স্পেল এবং ১৩০ এর বেশি দৈত্য রয়েছে যা সিরিজের আগের গেম Bladur's Gate এর থেকে বেশি। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৫/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.২/১০।
Shadow Moses আইল্যান্ডের ঘটনার পর মেটাল গিয়ারের টপ-সিক্রেট টেকনোলজি কালোবাজারে লিক হয়ে যায় এবং এর কারণে বিশ্বব্যাপী মেটাল গিয়ার এজেন্টরা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এজেন্সির অস্ত্র এবং যানবাহনগুলো নিরাপত্তা হারাতে থাকে। এই সকল কাহিনীর মাঝে এন্টি-মেটাল গ্রুপের একজন সদস্য Solid Snake জানতে পারে যে একটি নতুন মেটাল গিয়ার প্রোটোটাইপ আমেরিকার সরকার বানিয়েছে এবং সেটিকে একটি গোপন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সে চলে আসে এই প্রোটোটাইপকে হাসিল করার উদ্দেশ্যে, এভাবেই সাজানো হয়েছে Metal Gear Solid 2: Sons of Liberty গেমটি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৮/১০।
জনপ্রিয় রেসিং গেম Gran Turismo এর একদম প্রথম গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ২৯ স্থানে। গেমটি ১৯৯৭ সালে প্লে-স্টেশন গেম কনসোলের জন্য মুক্তি দেওয়া হয়। তখনকার সময়ের সেরা রেসিং গেম হিসেবে এটাকে আখ্যায়িত করা হতো। গেমটিতে রয়েছে ১১টি ভিন্ন ভিন্ন গ্রাফিক্সযুক্ত পরিবেশ এবং ম্যানুয়াল টান্সমিশনের চমৎকার এক গেম-প্লে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৬/১০।
Legend of Zelda সিরিজের নবম সংস্করণ The Legend of Zelda: The Wind Waker রয়েছে আমাদের আজকের লিস্টের ২৮তম স্থানে। গেমটির ক্রিটিক স্কোর ৯৬/১০০ এবং ইউজার স্কোর ৯.০/১০।
Valve কোম্পানির অন্যতম জন্যপ্রিয় গেম সিরিজ Half-Life এর প্রথম গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ২৭তম স্থানে। ১৯৯৮ সালে গেমটি বিভিন্ন প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। মূলত সাইন্স ফিকশান ফার্স্ট পারসন শুটার গেম তখনকার সময়ে আর কেউ বানায়নি বিধায় গেমটি তাড়াতাড়িই জনপ্রিয়তা পেয়ে যায়। গেমটি প্রায় ৫০টির বেশি Game of the Year পুরস্কার জিতে নেয় এবং ১৯৯৯ সালের নভেম্বর মাসের PC Gamer ইস্যুতে গেমটিতে Best PC Game Ever উপাধি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৯.০/১০।
গেমটির একশন রোল প্লেয়িং ধাঁচ এবং বাস্তবিক জীবনের মতো করে গেম-প্লের জন্য The Elder Scrolls V: Skyrim গেমটি খুব দ্রুতই গেম জগতে একটি লাভজনক স্থানে নিজেকে নিয়ে যায়। গেমটি ২০১১ সালে মুক্তি পায় এবং এখন পর্যন্ত গেমটির প্রায় ৩০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৫/১০।
২০০৬ সালে মুক্তি পাওয়া Legend of Zelda সিরিজের এই গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ২৫তম স্থানে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৯.১/১০।
Bioware কোম্পানির জনপ্রিয় গেমস সিরিজ Mass Effect এর ২য় সংষ্করণ Mass Effect 2 গেমটি আমাদের আজকের লিস্টের ২৪তম স্থানে রয়েছে। Mass Effect 2 গেমটি সিরিজের আগের গেম Mass Effect এর কাহিনী কনটিনিউ করে এবং সিরিজের আগের গেমটির মতোই এটা একটি সাইন্স ফিকশান এডভেঞ্চার গেম। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৯/১০।
জনপ্রিয় ফাইটিং গেম Tekken সিরিজের ৩য় সংষ্করণ Tekken 3 রয়েছে আমাদের আজকের লিস্টের ২৩তম স্থানে। গেমটি ১৯৯৭ সালে প্রথম আরকেইড সিস্টেমে মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.১/১০।
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত Batman: Arkham City গেমটি রয়েছে আমাদের আজকের লিস্টের ২২তম স্থানে। গেমটি মুক্তির পরপরেই গেমারদের কাছে ভালোই সাড়া ফেলতে থাকে এবং ২০১১ সালের হাইয়েস্ট রেটিং প্রাপ্ত ভিডিও গেমের খেতার পেয়ে যায়। গেমটি Game of the Year, Best Action Game, Best Action Adventure Game, Best Adventure Game, Best Original Score সহ বিভিন্ন পুরস্কার লাভ করে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৮.৭/১০।
Valve কোম্পানির জনপ্রিয় ৫টি গেমস একত্র করে ২০০৭ সালে The Orange Box নামে কালেক্টশন প্যাকটি বাজারে ছাড়া হয়। এই প্যাকে রয়েছে Half Life 2, Half life 2: Episode One, Half Life 2: Episode 2, Portal এবং Team Fortress 2। প্যাকটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.২/১০।
তুমুল জনপ্রিয় গেমস সিরিজ Resident Evil এর ৪র্থ সংষ্করণ Resident Evil 4 গেমটির রয়েছে আমাদের আজকের লিস্টের ২০তম স্থানে। গেমটি আসলেই একটি মাস্টারপিস। গেমটিতে Resident Evil 2 এর নতুন পুলিশ অফিসার Leon S. Kennedy কে ইউরোপের একটি রহস্যজনক জায়গায় আমেরিকার প্রেসিডেন্টের মেয়েকে উদ্ধারের মিশনে পাঠানো হয়। গেমটির জনপ্রিয়তার জন্য পরবর্তীতে গেমটির হাই ডেফিনেশন রিমেক বানানো হয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৯.৪/১০।
অ্যাওয়ার্ড প্রাপ্ত গেম নির্মাতা প্রতিষ্ঠান Naughty Dog এর থার্ড পারসন একশন এডভেঞ্চার শুটার ভিডিও গেম সিরিজ Uncharted এর ২য় সংস্করণ Uncharted 2: Among Thieves গেমটি আমাদের আজকের লিস্টের ১৯ তম স্থানে রয়েছে। গেমটি ২০০৯ সালে শুধুমাত্র প্লে-স্টেশন ৩ এবং প্লে-স্টেশন ৪ গেমিং কনসোলে মুক্তি পায়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৮/১০।
১৯৯৫ সালের জেমস বন্ড ছায়াছবি GoldenEye এর ভিক্তি করে নির্মিত GoldenEye 007 ভিডিও গেমটি আমাদের আজকের লিস্টের ১৮তম স্থানে রয়েছে। ছায়াছবির থেকে গেমটিতে পটভূমি আনা হলেও তখনকার সময়ে থ্রিডি পরিবেশের জন্য গেমটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.১/১০।
Run & Gun ধাঁচের ইউনিক FPS গেম BioShock রয়েছে আমাদের আজকের লিস্টের ১৭তম স্থানে। গেমটি BioShock গেমস সিরিজের প্রথম গেম এবং গেমটি ২০০৭ সালে এক্সবক্স ৩৬০, প্লে-স্টেশন ৩, পিসি, ম্যাক, এক্সবক্স ওয়ান, প্লে-স্টেশন ৪ এবং আইওএস প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৯/১০।
তুমুল জনপ্রিয় গেমস সিরিজ Half-Life এর ২য় সংস্করণ Half-Life 2 গেমটি ১৬তম স্থানে রয়েছে আমাদের আজকের লিস্টের। গেমটি ২০০৪ সালে মুক্তি দেওয়া হয়। গেমটি পরবর্তীতে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্যেও মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৯.২/১০।
তখনকার সময়ে আমেরিকান ফুটবল নিয়ে টপ একটি গেম ছিলো এই NFL 2K1। গেমটির আমাদের আজকের লিস্টের ১৫তম স্থানে রয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৭/১০০ এবং ইউজার স্কোর ৬.৩/১০
মাইক্রোসফট স্টুডিও নির্মিত জনপ্রিয় গেমস সিরিজ Halo এর প্রথম গেম Halo: Combat Evolved আমাদের আজকের লিস্টের ১৪তম স্থানে রয়েছে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই গেমটি তখনকার সময়ে অন্যতম শীর্ষ গ্রাফিক্সযুক্ত FPS গেম ছিলো। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৭/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৬/১০
সুপার মারিও গেমস সিরিজটি অনেকটি পর থ্রিডি প্রযুক্তি রিবুট করে Super Mario Odyssey গেমটি ২০১৭ বাজারে ছাড়ে Nintendo। গেমটি শুধুমাত্র Nintendo Switch গেমিং কনসোলেই খেলা যাবে। গেমটির ক্রিটিক স্কোর ৯৭/১০০ এবং গেমটির ইউজার স্কোর হচ্ছে ৯.০/১০।
জনপ্রিয় গেমস সিরিজ জিটিএ এর প্রথম থ্রিডি গেম Grand Theft Auto III গেমটি আমাদের আজকের লিস্টের ১২তম স্থানে রয়েছে। গেমটিতে পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে আমেরিকার নিউ ইয়র্ক ভিক্তিক একটি কাল্পনিক শহর Liberty City কে। গেমটিতে প্রায় ১০০টির বেশি চরিত্র আনা হয়েছে, ৫০টির বেশি যানবাহন রয়েছে, ৩ ঘন্টার বেশি মিউজিক রয়েছে। গেমটি প্রথম দিকে প্লে-স্টেশন ২, এক্সবক্স এবং পিসির জন্য মুক্তি দেওয়া হলেও পরবর্তীতে প্রায় ১০ বছর পর গেমটি অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল ডিভাইসগুলোর জন্য নতুন করে মুক্তি দেওয়া হয়। গেমটির ক্রিটিক স্কোর ৯৭/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৫/১০।
ফার্স্ট পারসন একশন-এডভেঞ্চার ভিডিও গেম Metroid Prime আজকের আমাদের লিস্টের ১১তম স্থানে রয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৭/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.৩/১০।
ফাস্ট পারসন শুটার ভিডিও গেম Perfect Dark আমাদের আজকের লিস্টের ১০ম স্থানে রয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৭/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.০/১০।
স্কেটবোর্ড ভিডিও গেম Tony Hawk's Pro Skater 3 আমাদের আজকের লিস্টের ৯ম স্থানে রয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৭/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৭.৪/১০। গেমটিতে সিরিজে প্রথমবারের মতো ল্যানে কিংবা অনলাইনে একই সাথে চার জনের সাথে খেলার ব্যবস্থা রাখা হয়েছিলো।
লং রানিং গেম সিরিজ The Legend of Zelda এর লেটেস্ট গেম The Legend of Zelda: Breath of the Wild রয়েছে আমাদের আজকের সর্বকালের সবথেকে সেরা ভিডিও গেমস লিস্টের অষ্টম স্থানে। গেমটি শুধুমাত্র Nintendo Switch এবং Wii U গেমিং কনসোলের জন্য ২০১৭ সালে মার্চ মাসে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য যে The Legend of Zelda: Breath of the Wild গেমটি নির্মাণে প্রায় ৫ বছর লেগেছে। গেমটি The Legend of Zelda গেমস সিরিজের Bestselling ভিডিও গেম। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৭/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৮.৪/১০।
তুমুল জনপ্রিয় ওপেন ওয়ার্ল্ড ভিডিও গেমস সিরিজ জিটিএ এর সর্বশেষ গেম Grand Theft Auto V রয়েছে আমাদের আজকের লিস্টের সপ্তম স্থানে। গেমটি প্রথমে ২০১৩ সালে প্লে-স্টেশন ৩ গেম কনসোলের জন্য ছাড়া হয় এবং পরবর্তীতে ২ বছর পর কম্পিউটারের জন্য মুক্তি দেওয়া হয়। গেমটিতে সিরিজের কাল্পনিক শহর San Andreas এর বিভিন্ন অঞ্চল GTA San Andreas গেমটির পরেই এই প্রথম আনা হয়েছে। গেমটিতে এই প্রথমবারের মতো থার্ড পারসন ভিউয়ের সাথে সাথে FPS বা ফার্স্ট পারসন ভিউতেও খেলা যাবে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৬/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৭.৮/১০।
হিস্টোরিক্যাল স্টোরিলাইন নিয়ে জনপ্রিয় একশন এডভেঞ্চার ভিডিও গেমস সিরিজ এসাসিন্স ক্রিডের সবথেকে ব্যবসাসফল ভিডিও গেম Assassins's Creed II গেমটি আমাদের আজকের লিস্টের ৬ষ্ঠ স্থানে রয়েছে। গেমটির ক্রিটিক স্কোর ৯১/১০০ এবং ইউজার স্কোর ৯.৬/১০।
জনপ্রিয় মিলিটারি শুটার ভিডিও গেমস সিরিজ কল অফ ডিউটির ৪র্থ সংস্করণ কল অফ ডিউটি ৪ মর্ডান ওয়ারফেয়ার গেমটি আমাদের আজকের লিস্টের ৫ম স্থানে রয়েছে। মর্ডান ওয়ারফেয়ার গেমটি দিয়েই মূলত কল অফ ডিউটি সিরিজ গেমারদের কাছে জনপ্রিয় হওয়া শুরু করে। গেমটিতে রয়েছে চমৎকার গেম-প্লে এবং আকর্ষণীয় একটি স্টোরিলাইন। গেমটি ২০০৭ সালে বিভিন্ন প্লাটফর্মে মুক্তি পায়। গেমটির ক্রিটিক স্কোর ৯২/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.২/১০।
ওপেন ওয়ার্ল্ড ধাঁচের একশন রোল-প্লেয়িং ভিডিও গেম The Witcher 3: Wild Hunt আমাদের আজকের লিস্টের ৪র্থ স্থানে রয়েছে। গেমটির অসাধারণ গ্রাফিক্স, চমৎকার গেম-প্লের জন্য গেমারদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। গেমটির ক্রিটিক স্কোর ৯৭/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.৪/১০।
জনপ্রিয় গেমস সিরিজ জিটিএ এর মূল ৪র্থ সংস্করণ Grand Theft Auto IV রয়েছে আমাদের আজকের লিস্টের ৩য় স্থানে। ২০০৪ সালে San Andreas গেমটির পর পিসির জন্য এটা প্রথম জিটিএ গেম। গেমটিতে ফিকশনাল শহর লিবার্টি সিটিতে আমেরিকান ড্রিম নিয়ে একটি চমৎকার কাহিনী রয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯৮/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৭.৫/১০।
MOBA ধাঁচের অনলাইন ভিডিও গেম Dota 2 রয়েছে আমাদের আজকের লিস্টের ২য় স্থানে। গেমটি ২০১৩ সালে Valve Corporation শুধুমাত্র পিসি প্লাটফর্মে বাজারে ছাড়ে। গেমটিতে প্রতি মাসে লাখ লাখ প্লেয়ার এখনো একটিভ রয়েছে। গেমটির ক্রিটিক স্কোর ৯২/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.০/১০।
হ্যাঁ! আমাদের আজকের লিস্টের একদম শীর্ষে রয়েছে ফার্স্ট পারসন সারভাইবাল হরর ভিডিও গেম আউটলাস্ট ২। গেমটি ২০১৩ সালের আউটলাস্ট গেমটির সিকুয়্যাল। অন্তর কাঁপানো এই গেমটি খেলে বিশ্বের অনেকেই চরম ভয় পেয়েছে এবং একই সাথে গেমটির Anti-Christ ধাঁচের স্টোরিলাইনের জন্য নিন্দিতও হয়েছে। গেমটির ক্রিটিক স্কোর হচ্ছে ৯০/১০০ এবং ইউজার স্কোর হচ্ছে ৯.৪/১০। গেমটির সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই টিউনটি দেখুন।
এই ছিলো আমার আজকের টিউন। লিস্টে কোন কোন গেমটি আপনি খেলেছেন এবং কোনগুলো আপনি খেলেননি সেটা নিচের টিউমেন্ট বক্সে জানাতে পারেন। আর টিউনটি ভালো লাগলে অবশ্যই উপরের জোস বাটনে ক্লিক করতে ভূলবেন না যেন। আজ এ পর্যন্তই থাক। আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম টেকটিউনস এ। টিউনটি ধৈর্য্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Download link gula dile valo hoto.