আসসালামু আলাইকুম,
আর কিছুদিনের মধ্যেই পুরো বিশ্ব ফুটবল জ্বরে কাঁপবে। আর বর্তমানে ফুটবল গেমসের জনপ্রিয়তা অনেক বেড়েছে। প্রায় সকল প্লাটফর্মেই বেশ কিছু ফুটবল গেমস রয়েছে, এর মধ্যে কিছু গেমস রয়েছে যেগুলো অনেক রিয়েস্টিক এবং গেমসগুলোর গ্রাফিক্স অসাধারন মানের, খেলার সময় মনে হবে আপনি নিজেই ফুটবল খেলছেন, আর প্রতিবার গোল দেওয়ার পর অন্যরকম এক অনুভূতি পাবেন।
আর অনলাইনে মাল্টিপ্লেয়ারের মাধ্যমে যে কোন সময় আপনি আপনার বন্ধুদের সাথে গেমসগুলো খেলতে পারবেন, এছাড়া যে কোন দেশের যে কারো সাথেই গেমসগুলো খেলা যাচ্ছে।
আজকে জনপ্রিয় জনপ্রিয় কয়েকটি ফুটবল গেমস নিয়ে আলোচনা করবো। পিসি এবং মোবাইল গেম।
পিসি গেমসঃ
ফুটবল পিসি গেমসের মধ্যে ফিফা ২০১৮ এবং পিস ২০১৮ এই দুটি গেমস বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। গেমসগুলো সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন। বর্তমানের গেমস কোম্পানিগুলো গ্রাফিক্সের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, যার কারনে গেমসগুলো খলেতে হলে ভালো কনফিগারেশনের পিসি/ল্যাপটপের প্রয়োজন হয়।
মোবাইল গেমসঃ
পিসির মত এখন মোবাইল গেমিংও বেশ জনপ্রিয়। এবং এই চাহিদা দিন দিন বেড়েই চলছে। আর এখন মোবাইল গেমসের মান আগের থেকে বেশ উন্নত হয়েছে।
বর্তমানে মোবাইল ফুটবল গেমসের মধ্যে পিস ২০১৮, ফিফা সকার এবং ড্রিম লীগ সকার ২০১৮ শীর্ষে রয়েছে।
#Happy gaming
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।