আশাকরি ভাল আছেন। প্রতিদিনের মত আজও আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তা হল কিভাবে Game তৈরী করবেন কোন রকম কোডিং ছাড়া। অনেকেই মনে করেন Game তৈরী করা অনেক কঠিন। আসলেই কঠিন একটা বিষয় কিন্তু আমি যে প্রসেসটা নিয়ে আলোচনা করব তার মাধ্যমে আপনি খুবই সহজেই আপনি গেম তৈরী করতে পারবেন। আর এই গেমটা আপনি আপনার PC or Android ফোনেও ইউজ করতে পারবেন।
স্টেপ ০১: প্রথমে আপনি এই লিংক থেকে যে ভিডিওটা দেখবেন তার Description এর একটা ওয়েবসাইটের লিংকটা ওপেন করুন। নিচের মত একটা পেইজ ওপেন হবে।
স্টেপ ০২: যে ওয়েবসাইটা ওপেন হবে এখান থেকে Create a Game Now এই বাটনে ক্লিক করুন। ক্লিক করলে যে পেইজটা ওপেন হবে সেখানে দেখবেন Empty Project, Sample Project সহ আরো কয়েকটি অপশন থাকবে। এখান থেকে ইচ্ছে করলে নতুন কোন গেম ও তৈরী করতে পারবেন। আবার এখানে Sample Project নামে যে অপশনটা আছে সেখানে কিছু সেম্পল গেম আছে। ইচ্ছে করলে আপনি এখান থেকেও গেমগুলো আপনার নিজের ইচ্ছে মত এডিট করতে পারবেন।
স্টেপ ০৩: এডিট হয়ে গেলে উপরের Project ট্যাব এ ক্লিক করুন সেখান থেকে আপনি Computer এর জন্য অথবা Android ফোনের জন্য গেমটি Save করতে পারবেন।
টেকনোলজি বিষয়ক ১০০+ ভিডিও আছে আমার চ্যানেলে। ভাল লাগলে আমার চ্যানেলটিতে Subscribe করে রাখুন প্লিজ। আর ভিডিওটি শেয়ার করবেন।
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।