এখন Mustofa Game Full Version ডাউনলোড করুন মাত্র ৯ Mb এন্ডড্রয়েড ও পিসির জন্য

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

জনপ্রিয় গেমগুলোর মধ্যে মোস্তফ খুই জনপ্রিয়। ছোট বেলা গেমের দোকানে মোস্তফা গেম খেলেন নি এমন লোক খুবই কম। আর এখন এ গেম খেলতে পারেন আপনার পিসিতে এমনকি এন্ডয়েডেও। এ গেমের সবকটি চরিত্রই দারুন। মনে পড়ে সেই দিনগুলর কথা? এই গেমের জন্য কত কি না হয়ে গেছে, স্কুল পালানো থেকে শুরু করে বাপের হাতের মার। তারপরও মাথা থেকে গেমের ভুত নামতো না।

আমিতো পড়তে বসে মনে মনে বসের সাথে মারপিট করেছি কতবার।

তখন চিন্তা করতাম বড় হয়ে একটা ভিডিও গেমের দোকান দেব, যেটাতে দুটা মেশিন থাকবে। তার একটাতে আমি সাড়াদিন গেম খেলব।

আজকে এতদিন পর গেমটার কথা মনে করে নেট থেকে নামালাম। মন ভরে খেললাম তিনবার। আর এখন বসেছি আপনাদের সাথে শেয়ার করতে।

তাহলে আর দেরি না করে Cadillacs and Dinosaurs of Mustafa PC Game ডাউনলোড করে নিন।

ডাউনলোড Mustofa for PC

আর যারা এন্ডয়েড এ খেলতে চান তারা ডাউনলোড করে নিন এখান থেকে।

ডাউনলোড মোস্তফা গেম Android apk

আশা করি গেমটি ভাল লাগবে।

গেমটি পিসি থেকে খেলার নিয়মঃ

প্রথমে আপনি গেমটি সেটাপ করুন, তারপরে গেমটি ওপেন করুন, এবার ৪-৫সেকেন্ট পরে আপনার কিবোর্ড থেকে Esc বাটন চাপুন তাহলে উপরে একটি বার আসবে সেখানে Game এ ক্লিক করে Load এ ক্লিক করুন এখানে একটি নাম পাবেন Cadillacs & Dinosaurs এটা সিলেক্ট করে Load এ ক্লিক করুন  তারপর F1 এ প্লে হবে। F2তে কয়েন। Ctal এ ফাইট। Alt এ লাফ দিবে। আর আপনার অ্যারো কি থেকে আপনি যেদিকে নিতে চান নিতে পারবেন।

Game টি বন্ধ করতে চাইলে আবার আপনার কিবোর্ড থেকে Esc প্রেস করুন এবার Exit প্রেস করুন।

মোবাইল থেকে খেলার নিয়মঃ

ওপেন করে ওকে প্রেস করতে থাকুন, কিছুক্ষণ পরে চালু হবে, এরপরে 5 বাটনে ফাইট করে, * বাটনে লাফ দেয়, # বাটনে গুরো মারে, 2 বাটনে উপরে যায়, 8 বাটনে নিচে যায়, 4 বাটনে বাম পাশে যায়, 6 বাটনে ডান পাশে যায়।

Level 0

আমি নীল খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস