একসময়কার সবার প্রিয় একটি গেমস মোস্তফা (Cadillacs and Dinosaurs) ডাউনলোড করুন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

ছোটবেলায় গলির মোড়ে মোড়ে মোস্তফা নামের গেমটি অনেকেই খেলেছেন। অনেকের পিসিতে আজো শোভা পায় গেমটি। অনেকেই নেটে খোজা খুজি করেন পেতে। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

মেঘাআপ্লোড এ ডাউনলোড করেত এখানে ক্লিক করুন।

রেপিডসেয়ার এ  ডাউনলোড করেত এখানে ক্লিক করুন।

খেলার নিয়মাবলিঃ
ডাউনলোড করে রার ফাইল্টি খুলে বিতর থেকে callus95.exe টি তে ডাব্ল ক্লিক করুন এক্টি window খুল্বে তারপর ok করুন ৫ সেকেন্ড পর আপ্নার keybord এর ESC চাপ দিন GAME এ ক্লিক করুন load এ ক্লিক করুন এবার cadillac and dinosors ক্লিক করে এবার নিচে load এ ক্লিক করুন resulation বড় করতে আবার ESC চাপ দিন VEDIO অপ্সন এ ক্লিক করুন এবার stretch ক্লিক করে দিন।

Coin নিতে F3 এ চাপ দিন ।
খেলা প্লে করতে F1 এ চাপ দিন।

প্লেয়ারকে নিয়ন্ত্রন বা সামনে, পিছনে, উপরে, নিচে নিতে
আপ্নার keybord এর right,left,up,down arrow key ব্যবহার করুন।

প্লেয়ার ঘুসি দিতে বাম পাসের CTRL এ চাপ দিন ।
প্লেয়ার কিক দিতে বাম পাসের ALT এ চাপ দিন।

এবার ইচ্ছেমত Coin নিন আর খেলতে থাকুন।

Level 0

আমি রানার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া…King Of Fighters এর link পাইলে দিয়েন।

ডাউনলোড দিয়েছিলাম, ফাইলটিতে ভাইরাস রয়েছে তাই কানেকশন বন্ধ হয়ে যায়। দয়া করে ভাইরাসসহ ফাইল দিবেন না। কারো অপকার করবেন না দয়া করে। ধন্যবাদ।

    আমিও আপনার সাথে একমত।

    ভাইরাস দিতে যাব কেন।আমি নিজেও ত ব্যবহার করতেছি উইন্ডুজ ৭ এ কোন সমস্যা হয় না।

ছোট বেলার কথা মনে পড়ে গেল।ধন্যবাদ

    আপ্নাকেও অনেক ধন্যবাদ।

কম resulation এ গেম খেলতে গিয়া আমার মনিটর উলটাইয়া গেছে!!!!
driver software দিয়া এখন ঠিক করসি!।
গেম দিলে ভাল গেম দিবেন,বুঝছেন!!?

    গেম খেলতে গিয়ে আপ্নার কম্পিউটার resulation একটু ছোট বড় হতে পারে পরে resulation ঠিক করে নিলেই হবে VGA driver install করতে হয় না।

    না জেনে কাউকে দোষ দেয়া ঠিক না। আমার মনেহয় আপনার কম্পিউটারে ইন্টেলের ডিসপ্লে। ইন্টেলের ডিসপ্লেতে Ctrl আর Alt একসাথে চেপে ধরে আপডাউন এ্যারো কি চেপে ডিসপ্লে ডিরেকশন চেন্জ করা যায়। সমস্যা হল মোস্তফা গেমটিতেও একি কমান্ড দেয়া হয়। আপনি আপনার ডিসপ্লে ড্রাইভারের প্রপারটিজে যেয়ে কীবোর্ড শর্টকার্ট অফ করে নিলে সম্ভবত গেমটি খেলতে আর সমস্যা হবে না।

ভাই আমি ছোট বেলায় গেমসের দোকানে একটা গেম খেলছিলাম মস্তোফার মত একশ্যান গেম তখন অই গেমটার নাম সুনছিলাম "বরিছ" কিন্তু আমি পরে সার্চ করে ওই নামের কোন গেম পাইনাই । আপনি যদি কোন গেমটা ধরতে পারেন আমাকে দয়া করে যানাইয়েন ।
আরেক টা গেম ছিল এইটা বিমান গেম নাম সুনছিলাম "টেংগাই" । যদি এইটা থাকে তাহলে আরও ভাল।

Level 0

apnar age aro 3 jon post krce 🙂

ভালো লাগলো…

vai rar fike khular por vitor a kono callus95.exe file khuje pai nai.aktu janaben,

Level 2

@ধ্রুবতারা: “বরিছ” “টেংগাই”……soho Oi somoykar full collection amar kase ase. Kokhono Uttara te ashle mail dien [email protected] 🙂

Level 0

link error