৫০ এম্বির নিচে সেরা ৫ টা গেম যেগুলো না খেললে বড় মিস করবেন

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি Top 5 Game Under 50 mb নিয়ে।

শুরুইতেই বলে রাখি এটা কোনো অফিসিয়াল না। সম্পূর্ণ আমার নিজের মতামত।

তাহলে শুরু করা যাক।

নিচে ডাউনলোড লিঙ্ক সহ দেয়ো ্হয়েছেঃ 

.

#5.

Elite Killer Swat

50 mb এর মদ্ধে বলতে গেলে অসাধারণ একটা গেম। গেমটির গ্রাফিক্স অসাধারণ। মূলত এটি একটি Action গেম। অ্যান্ড্রয়েড এর Cover fire এর মত গেমটি সকলেই Enjoy করতে পারবেন। এমনকি গেমটা অফলাইনের পাশাপাশি অনলাইন ও আছে। এত কম এম্বি তে আর কি লাগে!

#4.

Asphalt Nitro:

আমার খেলা কম এম্বি তে সেরা রেসিং গেম।

গেমটির গ্রাফিক্স খুবই ভালো। আর Asphalt 8 এর মত কন্ট্রোল। আবার নতুন আপডেট এ গেমটাতে আরো অনেক নতুন ফিচার যোগ হুইছে যা গেমটাকে অনেক Interesting করে তুলেছে। আমার মতে কম এম্বি এরুকুম রেসিং গেম আর পাওয়া যাবে না। .

.

#3.

Nova: Legacy

রিলিজ হয়ার সাথে সাথেই গেমটা জনপ্রিয় হয়ে যায়। আবার এই গেম টা  Nova 3 এর সাথে মিল আছে। গেমটি Action জেনরি তে পড়ে।

আবার এত কম এম্বি এত ভালো গ্রাফিক্স এর Action গেম পাওয়া যায় না। এমন কি গেমটি তে ফ্রিলি মুভমেন্ট ও আছে। আবার অনলাইনেও খেলা যায়। গেমটি খেলে অনেক injoy করেছিলাম।

#2.

Shadow fight 2

.

আমার মনে হয় ৯৫% গেমারই এই গেমটা সম্পর্কে পরিচিত। গেমটায় নিজের ক্যারেক্টার কে শুরু থেকে খেলিয়ে শক্তিশালী করা লাগে। আপনি যত জিতবেন তত শক্তিশালী হয়ার সূযোগ থাকবে। ৫ টা Arc আছে। ৫ টা শেষ করতে পারলে গেম শেষ। Story ও ভালো।

গেমটির অসাধারণ Fighting  movements, Weapons আর story এর জন্য গেমটাকে আমি ২ এ রাখলাম।

#1.

Samurai vengeance 2

অনেকেই এই গেমটার নাম শুনেননাই  আবার অনেকে শুনেছেন। গেমটা সত্যিই অসাধারণ।

গেমটিতে আপনাকে একজন সামুরাই এর রোল করা লাগে। গেমটির স্টোরি টাও সেইইই।

প্রতিটি arc তে বস থাকে তাকে হারাইতে হয়।

ফাইনাল বস কে হারাইলে গেম ওভার। গেমটার স্টোরি গ্রাফিক্স কোনো দিকেই দোষ ধরার সূযোগ নাই। গেমটার নাম অনেকে না শোনার কারন গেমটা এখন Delete করে দেওয়া হয়েছে।

নিচ  থেকে ডাউনলোড এ  ক্লিক  করে ডাউনলোড করে ফেলুন আর  Enjoy  করুনঃ

ডাউনলোড এখানে

Level 2

আমি মোঃ রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস