Brand New Android Game গেমটি Must Play একটি গেম নাম হলো The room : old sins

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবারো আপনাদের জন্য নিয়ে এলাম Must Play গেম নিয়ে টিউন।

গেমটি খুবই জনপ্রিয় গেম সিরিজের নতুন গেম। গেম সিরিজের নাম হয়তো শুনেই থাকবেন, The Room!


The Room গেম সিরিজের নতুন গেম চলে এলো  "The Room : Old Sins".   যারা এই সিরিজের আগের গেম গুলা খেলেছেন তারা জানেনই যে এই গেম সিরিজ কি জিনিস!
চমৎকার বাস্তবধর্মী Puzzle গেমটি খেললে আপনার মেধা বাড়তে বাধ্য! :3 গ্রাফিক্স ত একদম চোখ ধাধানো। গেমটির গেমপ্লেও অনবদ্য!
মনে হয় যেনো সত্যিই আপনি নিজেই সমস্যা গুলার সমাধান করছেন। মুখে বলে বোঝানো সম্ভব না!
যদি আপনি এই সিরিজের আগের গেম গুলা না খেলে থাকেন, তবে এইটা খেলার পর আপনার The room সিরিজের আগের গেম গুলা খেলতে ইচ্ছা করবেই!
তবে আমি সাজেস্ট করবো এই গেম সিরিজের প্রথম গেম টি দিয়ে শুরু করতে। তাহলে অতিরিক্ত চ্যালেঞ্জিং মনে হবে না।
তবে কোনো বাধ্যবাধকতা নেই যে আগের গুলা না খেলে এইটা খেলা যাবে না। আপনি খেলতেই পারেন.


নিচে কিছু ছবি দিয়ে দিলাম। দেখলে অবশ্যই গেম টি খেলার ইচ্ছা দুইগুন বেড়ে যাবে.


এইসব ছবি ত শুধুমাত্র নমুনা।

আসল গেম খেলতে পারলে আপনি অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। তবে নতুনদের জন্য একটু কঠিন লাগতে পারে।
সেক্ষেত্রে গেমে কিছুক্ষন থেমে থাকলে Clue দেওয়া হয়। তাই চিন্তার কোনো কারন নেই। বেশি কথা না বাড়িয়ে লিংকের কথাই চলে যায় এবং রিভিউয় দেখাযাক =>

বিস্তারিত দেখুন ঃ Original post

Brand New Android Game!!! গেমটি Must Play একটি গেম, নাম হলো The room : old sins

Level 2

আমি মোঃ রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস