Clash Of Clan আসক্তির কারণ কি? Clash of Clan আসক্তির কারণ সমূহ-

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
  • বাংলাদেশের তরুণদের মাঝে একটি জনপ্রিয় গেম হল Clash of Clan। শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব ব্যাপি এই গেম জনপ্রিয়। কিন্তু গেমটির প্রতি আশক্তি মানুষকে অবিচল করে দিয়েছে। কিন্তু মজার বিষয় হল শুধু অাপনি নন, প্রয় বেশিরভাগ মানুষই গেম-এ আসক্ত কারণ যখন গেম ডেভেলপাররা গেম তৈরি করে তারা এমন ভাবেই তৈরি করে যেন গেমটি অার্কষণীয় হয়। কিন্তু Clash Of Clan একটি বাস্তবধর্ধী গেম এখানে অাপনার নিজিস্ব গ্রাম রয়েছে, এই গ্রামে লেন-দেন, প্রতিযোগিতার ফলে গেমটি তরুণ সমাজের কাছে এটি অনেক জনপ্রিয়।

Clans of clan একটি freemium phone system ভিডিও গেম। গেমটি 2 আগস্ট ২০১২ তারিখে iOS system জন্য এবং অক্টোবর ৭, ২০১৩ এ Android জন্য গুগল প্লে স্টোরে মুক্তি পায়।

গেমটির মূল উদ্দেশ্য হল নিজের বেসকে শক্তিশালী করা। অাপনার বেস যত শক্তিশালী হবে অাপনার টিকে থাকার সম্ভবনা তত বেশি। আবার আপনার শক্তি যত বেশি থাকবে আপনার অন্যের বেস-এ অ্যাটাক করে লুট করার সম্ভবনা তত বেশি হবে। নিজের বেসকে অারও শক্তিশালী করার জন্য মানুষ মূলত এই গেম-এ অাসক্ত হয়। যার মাধাম্যে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে পারে সে। গেমটিতে অাপনার প্রথমে গুগল অাইডি অর্থাৎ G-Mail দিয়া লগইন করতে হবে এরপর আপনার খেলা স্টার্ট হল। এই গেম-এর লেভেল ১১ পর্যন্ত ধাপ রয়েছে। প্রতিটি ধাপে প্রবেশের জন্য আপনার বেস পূর্বের তুলনায় আরও বেশি করতে হবে। তবেই আপনার বেসে কেউ অ্যাটার্ক দেয়ার সাহস পাবে না। নিজের বেসকে বেশি বেশি শক্তিশালী করার প্রবণতা এই গেমের প্রতি সবাইকে আর্কষিত করে।

আমেরিকান এক Clash of Clan ভক্তের কাছ থেকে জানা যায়,

তিনি বলেন, "প্রথমত আমি এই গেম খুব একটা খেলতাম না কিন্তু পরবর্তীতে নিজের বেসকে ক্ষমতাশালী করার জন্য এই গেম আস্তে আস্তে মনোযোগী হলাম, এখন আমি দিনের বেশিরভাগ সময়ই এই গেম খেলি এক কথাই আমি এই গেমে আসক্ত। গেমের মাঝে নিজের টারগেট পূরণ করার জন্য রাত ৩-৪ পযর্ন্ত এই গেমটি খেলি। "

আপনি একবার এই গেম খেলায় প্রবেশ করলে সহজে এখান থেকে সরে আসতে পারবেন না। কারণ এই গেম আপনাকে দিন দিন আরও আসক্ত করবে। গেমের লেভেল গুলো সম্পূর্ণ করার ইচ্ছা আপনাকে পুরপুরি Clash of Clanএ আসক্ত কের দিবে।

Level 0

আমি তাজিম সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ব্রাদার পোস্টটি পড়ে ভাল লাগলো। আপনি এই ধরনের কিংবা শিক্ষা বিষয়ক পোস্ট করতে পারেন এই সাইটে http://www.priyotunes.com