বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন।
আর যারা ক্রিকেট ফ্যান তারা তো ভালো নেই বলেই আমি মনে করি।
কারণ গতকালকে বাংলাদেশ ভারতের কাছে হেরে গেছে।
আমরা হেরে গেছি আবারো হেরে গেছি।
তবে মনে রাখবেন হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ।
তাই যারা মন খারাপ করে আছেন তাদের বলছি টেনশন কইরেন না।
হেরে গেছি তো কি হয়েছে সামনে জিতব ইনসাল্লাহ।
তাছাড়া বাংলাদেশে যে এতদুর পৌঁছাতে পেরেছে এটাই বড় পাওয়া আমাদের কাছে।
জিততে না পারলেও ইন্ডিয়াকে তো চাপে ফেলতে পেরেছি এটাই বড়।
তাহলে আজকের টিউনে চলে যাওয়া যাক।
এখন আপনাদের জন্য একটা চরম রেসিং 3D HD গেম নিয়ে এসেছি।
সব থেকে ভাল রেসিং গেম গুলার মধ্যে এটি একটি।
গেম টি ডেভেলপ করেছে ELECTRONIC. এন্ড্রয়েডের জন্য যতো ভাল গেম আছে ৭০% ই ELECTRONIC এর বানানো
আমি ১০০% শিউর আপনাদের গেম টা ভাল লাগবে কারণ গেম টা আসলে ই অনেক সুন্দর, গ্রাফিক্স কোয়ালিটি খুবই চমৎকার।
এখানে কিল্ক করে সম্পুন টিউন পড়ুন….☺☺
আমি সুহান ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।