আইনস্টাইন মারা যাওয়ার পর তার ব্রেন টা কবরে যায়নি এটা জানেন? বিজ্ঞানিরা তার ব্রেইন টা গবেশনা করে দেখেছিলো সাধারন মানুষের তুলনায় অনেক বড় ছিলো তার মস্তিস্কের grey matter এর অংশ টা। এটা নিয়ে পরবর্তিতে আমি একটা ভিডিও করবো। brain টাকে আরো sharp করার জন্য অনেক brain games আছে। এর মধ্যে সব থেকে উচু level এর brain games হলো দাবা খেলা। বাংলাদেশের professional ব্যক্তিরা যে ভাবে বেশির ভাগ ক্ষেত্রে দাবায় attack জিতে থাকে তা হলো red queen defense এ। অবাক হচ্ছেন? যে দাবা তে আবার defense আর attack। তাও আবার তার বিভিন্ন নাম? এগুলো কি? এই জন্য যারা দাবা খেলার প্রথম লেসন টা দেখে নিন। যদিও আজকে Tune এর উদ্যেশ্য দাবা খেলার মুল attack টা নিয়ে যেটা দ্বিতিয় নাম্বার লেসনে। কিন্তু প্রথম নাম্বার Lesson টা না দেখলে একটি কথাও বুঝবেন না।
প্রথম নাম্বার লেসন
এবার আশাকরি এর পর আপনার আপনাদের বন্ধুদের সাথে খেলার সময় খুব দ্রুতই তাদেরকে কুপকাত করে দিতে পারবেন। যখন আপনারা আন্তরজাতিক পর্যায়ে দাবা খেলবেন তখন বিভিন্ন attack আর বিভিন্ন defense সম্পর্কে জানতে পারবেন। আমরা এই ব্যাপারে প্রত্যেকটি দাবার profession attack আর defense নিয়ে ভিডিও বানাবো।
আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরের দাবার attack নিয়ে হাজির হচ্ছি খবু শিগ্রই। hit the subscribe button and stay with us.
আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।