আসসালামু আলাইকুম,
প্রতি বছরই গেমাররা নতুন গেমস রিলিজের অপেক্ষায় থাকে, অন্যান্য দেশের মত আমাদের দেশেও দিন দিন গেমারদের সংখ্যা বেড়ে চলছে। ২০১৭সালে বেশ কিছু গেমস রিলিজ হয়েছে, এর মধ্যে অনেক গেমস আলোচনায় ছিল এবং কিছু গেমস বেশ জনপ্রিয়তা পেয়েছে। পিসি গেমস লাভারদের জন্য বেশ ভালো ছিল ২০১৭সালটি। আর বর্তমানের গেমসগুলোর গেমপ্লে এবং গ্রাফিক্সের মান অসাধারন।
(তবে দুঃখ একটাই, লেটেস্ট গেমসগুলো মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে খেলতে হলে ভালো মানের পিসির প্রয়োজন হয়, না হলে গেমসগুলো অনেক প্যারা দেয়, এবং এই প্যারার সাথে নতুন যুক্ত হয়েছে গ্রাফিক্স এবং রেম এর আকাশছোঁয়া দাম। আর আমাদের দেশের গেমারদের মধ্যে অধিকাংশই হচ্ছে স্টুডেন্ট এবং মধ্যবিত্ত)
*** ২০১৭ সালে অনেক গেমস রিলিজ পেয়েছে, জনপ্রিয় কয়েকটি গেমস নিয়ে আজকের টিউন। যদি আপনার পছন্দের গেমসটি লিস্টে না থাকে তবে টিউমেন্টে জানাতে পারেন।
.
কল অফ ডিউটি সিরিজের, গেমটি রিলিজ পেয়েছে ৩ নভেম্বর, ২০১৭ সালে।
ফার্স্ট পারসন শুটার এই গেমটি সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন। এবং মাইক্রোসফট উইন্ডোস, প্লেস্টেশন ৪ ও এক্সবক্স ওয়ান প্লাটফর্মে খেলা যাবে।
গেমটির মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
.
প্লেয়ার আননোন'স ব্যাটেলগ্রাউন্ড রিলিজ পেয়েছে ২০ ডিসেম্বর, ২০১৭ সালে।
গেমটি মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন। এবং মাইক্রোসফট উইন্ডোস, এক্সবক্স ওয়ান এবং মোবাইলফোন প্লাটফর্মে খেলা যাবে।
গেমটির মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
.
ফিফা সিরিজের, ফিফা ১৮ গেমটি রিলিজ পেয়েছে ২৯ সেপ্টেম্বর, ২০১৭ সালে।
গেমসটি সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার মুডে খেলতে পারবেন। এবং মাইক্রোসফট উইন্ডোস, প্লেস্টেশন ৩ ও ৪, নিনটেন্ডো সুইচ এবং এক্সবক্স ওয়ান ও ৩৬০ প্লাটফর্মে খেলা যাবে।
গেমটির মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
.
এসাসিন্স ক্রিড সিরিজের, এসাসিন্স ক্রিড অরিজিন রিলিজ পেয়েছে ২৭ অক্টোবর, ২০১৭ সালে।
একশন এডভেঞ্চার গেমটি সিঙ্গেল প্লেয়ার মুডে খেলতে পারবেন। এবং মাইক্রোসফট উইন্ডোস, প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান প্লাটফর্মে খেলা যাবে।
গেমটির মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
.
প্রে রিলিজ পেয়েছে ৫ মে, ২০১৭ সালে।
ফার্স্ট পারসন শুটার গেমটি সিঙ্গেল প্লেয়ার মুডে খেলতে পারবেন। এবং মাইক্রোসফট উইন্ডোস, প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ান প্লাটফর্মে খেলা যাবে।
গেমটির মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টঃ
.
***গেমসগুলো সম্পর্কে আরো তথ্য জানার জন্য গুগলে সার্চ করুন।
.
ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।