আসসালামু আলাইকুম,
অ্যান্ড্রয়েড গেমসগুলোর মধ্যে ফার্স্ট পারসন শুটার বেশ জনপ্রিয়। এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই এন্ড সব ডিভাইসে এবং অনলাইন, অফলাইন ও মাল্টিপ্লেয়ারে গেমসগুলো খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড গেমসের কোয়ালিটি এখন আগের থেকে অনেক উন্নত, বর্তমানে গেমসের গেমপ্লে এবং গ্রাফিক্স আগের থেকে বেশ ভালো। প্লে স্টোরে অনেক গেমস পাবেন, কিন্তু কিছু বেস্ট গেমস রয়েছে যেগুলো আসলেই অসাধারন।
আপনি যদি একশন গেমস পছন্দ করেন এবং হেডশট করতে ভালবাসেন, তাহলে আজকের টিউনটি আপনার জন্য।
জনপ্রিয় কিছু অ্যান্ড্রয়েড এফপিএস গেমস নিয়ে আজকের টিউন।
• Modern Combat 5 (অনলাইন)
• ভার্সনঃ 2.9.0k
• সাইজঃ 1.2gb+
• Call of Duty: Strike Team (অফলাইন)
• ভার্সনঃ 1.0.40
• সাইজঃ 1gb+
• Modern Combat Versus (অনলাইন)
• ভার্সনঃ 1.3.17
• সাইজঃ 2.1gb+
• Dead Effect 2 (অনলাইন/অফলাইন)
• ভার্সনঃ 171128.2136
• সাইজঃ 1gb+
• Nova 3 freedom edition (অফলাইন)
• ভার্সনঃ 1.0.1d
• সাইজঃ 1.3gb+
• Dead trigger 2 (অনলাইন)
• ভার্সনঃ 1.3.3
• সাইজঃ 500mb+
• Modern Combat 4 (অফলাইন) ৫৫০টাকা
• ভার্সনঃ1.2.2e
• সাইজঃ 1.2gb+
• Unkilled (অনলাইন)
• ভার্সনঃ 0.9.0
• সাইজঃ 380mb+
• Critical Ops (অনলাইন)
• ভার্সনঃ 0.9.5.f315
• সাইজঃ 201mb+
• Into The Dead 2 (অফলাইন)
• ভার্সনঃ 1.2.1
• সাইজঃ 385mb+
• Deus Ex (অফলাইন) ১১৩টাকা
• ভার্সনঃ 0.0.36
• সাইজঃ 680mb+
• Dead Trigger (অফলাইন)
• ভার্সনঃ 1.9.5
• সাইজঃ 155mb+
• Nova Legacy (অফলাইন)
• ভার্সনঃ 5.1.3
• সাইজঃ 30mb+
***কয়েকটি গেমস ইন্সটল করার পর আলাদা ভাবে ডাটা ডাউনলোড করতে হবে।
(কিছু গেমস হয়তো প্লে স্টোরে নাও পেতে পারেন, আবার কিছু গেমস আপনাকে টাকা দিয়ে কিনে খেলতে হবে, এজন্য আপনি গুগলের সাহায্য নিতে পারেন)
প্লে স্টোর ছাড়া আপনি, এই সাইটগুলো থেকে সবগুলো গেমস পাবেন।
revdl com
rexdl com
pdalife ru
lenov ru
android-1 com
ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam
আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।