গেম পছন্দ করে কিন্তু রেসিং গেম পছন্দ করে না এমন গেমরার খুঁজে পাওয়া মুশকিল। আজকে আমি আপনাদের দারুন মজার আর আকর্ষণীয় আর ফ্রিওয়্যার একটি রেসিং গেমের সাথে পরিচয় করিয়ে দেব যার নাম ট্রেকমিনিয়া নেশনস ফরএভার (টিএমএফ) TrackMania Nations Forever (TMF).
তবে বলে রাখি আমি টেকটিউনসের একজন নিয়মিত ভিজিটর। আর গেমস আমার খুব বেশি পছন্দ বলে আজকে সাহস করে টিউন করেই ফল্লাম। যেহেতু এইটা আমার প্রথম টিউন তাই মন্তব্য করতে একটুও কার্পণ্য করবেন না প্লিজ। আমাদের টিউনারদের প্রাপ্য আর প্রেরণা কিন্তু আপনাদের ওই মন্তব্যই। তাই একবার পড়লে অন্তত একবার অবশ্যই মন্তব্য করুন।
ট্রেকমিনিয়া নেশনস ফরএভার (টিএমএফ) TrackMania Nations Forever (TMF) একটি চমকপ্রদ রেসিং গেম যা তার বৈশিষ্টের জন্য আলাদা। এটি নিজে এবং অন লাইনে খেলা যায়। দ্রুত গতির গেমটিতে টিএমএফ কয়েকটি জটিল ট্রেক সংশোজন করেছে যা অভূতপূর্ব। আন্তর্জাতিক ভাবে গেমসটি সবার নজরে কেরেছে। টাইটেল আকর্ষনীয় না হওয়ার জন্য রেসিং গেমের ভক্তরা গেমটি গ্রহন নাও করতে পারে।টিএমএফ গেমটি কী এর মানের জন্য জনপ্রিয় হবে নাকি এর কম দামের জন্য??
গেমটির জন্য কোন ই-মেইল কনফারমেশনের দরকার হয় না, শুধু পুস বাটনে রেজিট্রেশন করলে দ্রুত শুরু হয়। এখানে অনেক মাস্টার প্লেয়ার আছে এবং তুমি যেখানে যাওয়ার আগে তিন মিলিয়ন সদস্য আছে।
মাল্টিপ্লেয়ারে তুমি অন লাইনের রেসারদের সাথে খেলতে পারবে। গেমার যারা গেম কালেকশন করতে পছন্দ করে এবং ট্রেক মেডেল সিস্টেম শুরু করতে পারে। ট্রেকের পারফর্মেন্স দেখে স্বর্ণ, রৌপ্য, ব্রঞ্জ দেওয়া হয়।
দেরি না করে ট্রেকমিনিয়া নেশনস ফরএভার এখান থেকে ডাউনলোড করে নিন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
টিএমএনএফ খেলা শুরু করে দিসি। সত্যিই দারুন! আজকে রাতের ঘুম শেষ। একটি পাঁচ তারা টিউন! গ্রেইট!
অনেক বড় গেম, ডাউলোড করতে দিছি 4/5 দিন সময় লাগবো শো করতাছে। মনে হয় ডাউনলোড হইবো না, বাজার থিকা কিনা আনতে হইবো। ধন্যবাদ সুন্দর একটা গেমস উপহার দেওয়ার জন্য।
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহহাহা!!!!!!!!!!!!!!!!
খুব ভালো টিউন এবং গেমস। তবে লেখার মাঝখানে তুমি এবং আপনির মিশ্রণ দেখে খটকা লাগলো, লেখাটা মৌলিক তো? 😉
ইয়াসিন ভাই,
একটু সমস্যায় পড়ে গেছি। কিছুক্ষন আগে ডাউনলোড শেষ করেছি।
সেটাপ ও দিলাম। কিন্তু গেম চালু করলে গাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না।
সব কালো। শুধু গাড়িটা রঙীন। গেম চলছে তবে রাস্তাঘাট কালো বিধায় বার বার ধাক্কা খাচ্ছি। হা হা হা।
আমার পিসি কনফিগারেশন————
Graphics Card – 64 Mb
Ram – 768 Mb
Intel Pentiam 4
সমাধান দিলে বড়ই উপকার হয়।
লিন্ক কই?