ট্রেকমিনিয়া নেশনস ফরএভার : অবিশ্বাস্য মজার আর চমকানো ড্রাইভিং গেম

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেম পছন্দ করে কিন্তু রেসিং গেম পছন্দ করে না এমন গেমরার খুঁজে পাওয়া মুশকিল। আজকে আমি আপনাদের দারুন মজার আর আকর্ষণীয় আর ফ্রিওয়্যার একটি রেসিং গেমের সাথে পরিচয় করিয়ে দেব যার নাম ট্রেকমিনিয়া নেশনস ফরএভার (টিএমএফ) TrackMania Nations Forever (TMF).

তবে বলে রাখি আমি টেকটিউনসের একজন নিয়মিত ভিজিটর। আর গেমস আমার খুব বেশি পছন্দ বলে আজকে সাহস করে টিউন করেই ফল্লাম। যেহেতু এইটা আমার প্রথম টিউন তাই মন্তব্য করতে একটুও কার্পণ্য করবেন না প্লিজ। আমাদের টিউনারদের প্রাপ্য আর প্রেরণা কিন্তু আপনাদের ওই মন্তব্যই। তাই একবার পড়লে অন্তত একবার অবশ্যই মন্তব্য করুন।

track-mania-nation-forever.jpg

ট্রেকমিনিয়া নেশনস ফরএভার (টিএমএফ) TrackMania Nations Forever (TMF) একটি চমকপ্রদ রেসিং গেম যা তার বৈশিষ্টের জন্য আলাদা। এটি নিজে এবং অন লাইনে খেলা যায়। দ্রুত গতির গেমটিতে টিএমএফ কয়েকটি জটিল ট্রেক সংশোজন করেছে যা অভূতপূর্ব। আন্তর্জাতিক ভাবে গেমসটি সবার নজরে কেরেছে। টাইটেল আকর্ষনীয় না হওয়ার জন্য রেসিং গেমের ভক্তরা গেমটি গ্রহন নাও করতে পারে।টিএমএফ গেমটি কী এর মানের জন্য জনপ্রিয় হবে নাকি এর কম দামের জন্য??

trackmania-nations-5fig1.jpg tmnf-screenshot1.jpg

গেমটির উপর কিছু তথ্য:

  • কন্ট্রোলস: সাধারণত রেসিং গেমস খেলার জন্য যেসব এরো কি ব্যবহৃত হয় এখানেও তার ব্যতীক্রম নয়।টিএমএফ সাধারণ রেসিং গেম থেকে আলাদা যা অন্যান্য গে মের জন্য চেলেন্জিং। গেমটি সহজ ভাবে শুরু হলেও গেমটির ট্রেক বারর সাথে সাথে ট্রেক জটিল হতে শুরু করে এবং এই বিশেষত্বের কারণেই গেমসটি আকর্ষনীয়।
  • গেম মুডস: এ গেমটি সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার মুডে খেলা যায়। এ গেমটিতে অন্য প্লেয়ারের সাথে হালকা ধাক্কা খায় । প্রত্যেক এবং তোমার গাড়ি ও ভৌতিক মনে হবে (শব্দের জন্য)। এখানে গাড়িগুলো একসাথে চলতে পারবে নিজস্ব অস্তিত্ব বজায় রেখে।সিঙ্গেল প্লেয়ার মুডে ট্রেক জিতে ট্রেকগুলোকে আনলক করতে হবে যেখানে মাল্টিপ্লেয়ার মুডে ট্রেকগুলো এভেলএভেল।
  • গ্রাফিক্স: টিএমএফ দেখতে চমত্কার একটি গেম। গেমটিতে গাড়ি ডেমেজ,আলোকসজ্জা এসব খুব সাধারণ।কিন্তু রেসিং গেম শুধু বাঁশি আর বেলের উপর নির্ভর করে না, নির্ভর করে স্পীডের উপর। একটি গেমে ট্রান নেওয়ার সময় শুধু 5mph থাকে। টিএমএফ একটি একটি অসাধারণ কাজ করেছে যা সত্যিই রেসের ফিল আনে। এখানকার গাড়িগুলো সুন্দর এবং তুমি এগুলো কাস্টোমাইজ করতে পার, তোমার কাজটি অন্যকে আকর্ষণ করতে পারে।
  • সাউন্ড ইফেক্ট: সাধারণত অডিও সাউন্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বিশেষত এখানে ততটা নয় কিন্তু যখন অন্য প্রতিযোগী আমার স্থান নেওয়ার চেষ্টা করে তখন তার সাউন্ড টেনশন সৃষ্টি করে যা ভক্তদের কাছে গ্রহণযোগ্য।এখানে গাড়ি আকাশে উড়তে পারে এবং যখন ভূমিতে নামতে ব্যর্থ হয় তার সাউন্ড বেদনাদায়ক।এখানকার মিউজিকগুলো খুব সুন্দর যার মিউজিক কম্পোজিশন খুব উন্নতমানের।

অভিমত

গেমটির জন্য কোন ই-মেইল কনফারমেশনের দরকার হয় না, শুধু পুস বাটনে রেজিট্রেশন করলে দ্রুত শুরু হয়। এখানে অনেক মাস্টার প্লেয়ার আছে এবং তুমি যেখানে যাওয়ার আগে তিন মিলিয়ন সদস্য আছে।

tmnf-screenshot4.jpg

মাল্টিপ্লেয়ারে তুমি অন লাইনের রেসারদের সাথে খেলতে পারবে। গেমার যারা গেম কালেকশন করতে পছন্দ করে এবং ট্রেক মেডেল সিস্টেম শুরু করতে পারে। ট্রেকের পারফর্মেন্স দেখে স্বর্ণ, রৌপ্য, ব্রঞ্জ দেওয়া হয়।

ডাউনলোড

দেরি না করে ট্রেকমিনিয়া নেশনস ফরএভার এখান থেকে ডাউনলোড করে নিন।

যা যা প্রয়োজন:

  • উন্ডোজ 2000/এক্সপি/এক্সপি-এক্স64/ভিস্তা/
  • ডাইরেক্ট এক্স 9.0
  • 16এমবি বা আরও ভাল মানের গ্রাফিক্স কার্ড

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিন্ক কই?

আরে ভাই জলদি লিংক দিন!! গেমটি খেলার লোভ আর সামলাতে পারছি না।

আমি একান্তভাবে দুঃখিত।এটি আমার প্রথম টিউন তাই লিঙ্ক দিতে খেয়াল নেই।এখন এই লিঙ্ক থেকে ডাউনলোড করে খেলুন দারুণ এই গেমটি।

টিএমএনএফ খেলা শুরু করে দিসি। সত্যিই দারুন! আজকে রাতের ঘুম শেষ। একটি পাঁচ তারা টিউন! গ্রেইট!

লিংক দেয়ার জন্য ধণ্যবাদ তবে এত বড়(978 মেগাবাইট) ডাউনলোড করার মত ধৈর্য আমার নাই। কালই গেমটি বসুন্ধরা সিটি থেকে কিনে আনব। কি পাব না ঐখানে?? আচ্ছা আপনারা গেমস এর ডিভিডি কোথা হতে এবং কত দরে কিনেন একটু জানাবেন কি?? আমি বসুন্ধরা সিটি থেকে 70 টাকা দিয়ে কিনি। তবে ইসিএস কম্পিউটার সিটি(সাইন্স লেব) থেকে 50 টাকা দিয়ে একদিন দুইটা গেম কিনেছিলাম।

আমার মতে গেমের সিডি কিনার জন্য আইডিভি ভবন থেকেই কিনা ভাল।এখানেও গেমের সিডি 70টাকা।তবে এখান থেকে সিডি কিনার সবচেয়ে বড় সুবিধা এখানে চাইলে তারা সিডির মেমো প্রদান করে যাতে সিডি নষ্ট হলেও চেন্জ করা যায়।

অনেক বড় গেম, ডাউলোড করতে দিছি 4/5 দিন সময় লাগবো শো করতাছে। মনে হয় ডাউনলোড হইবো না, বাজার থিকা কিনা আনতে হইবো। ধন্যবাদ সুন্দর একটা গেমস উপহার দেওয়ার জন্য।

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহহাহা!!!!!!!!!!!!!!!!

দেখে তো এখনই খেলার ইচ্ছা করছে। লোভ সামলে রাখতে পারছি না। খুব ভাল হয়েছে টিউনটি। এই ধারা অব্যাহত রাখুন এবং টেকটিউনসকে আরও সমৃদ্ধ করুন।

Level 0

জটিল…

সবাইকে অনেক ধন্যবাদ আমার এই টিউনটি পড়ার জন্য বেশিষ করে আমার খুব ভাল লাগছে যে আমার প্রথম টিউনটি সবাই এত এপ্রিসিয়েট করবে বুঝি নাই।সামনে আমি আরও কিছু জটিল টিউন করার চেষ্টা করব।ও ভাল কথা টেকটিউনস এর এডমিনকে ধন্যবাদ এমন একটি সাইট বানানোর জন্য।

boss chorom…bhai aida ki korcen? apne ato joss akta game age den nai k mia

এমন চমংকার গেম এর জন্য ধন্যবাদ

খুব ভালো টিউন এবং গেমস। তবে লেখার মাঝখানে তুমি এবং আপনির মিশ্রণ দেখে খটকা লাগলো, লেখাটা মৌলিক তো? 😉

লেখাটি মৌলিক তবে সমস্যাটি অন্য জায়গায় তা হচ্ছে এটি আমার প্রথম টিউন।মন্ত্যের জন্য ধন্যবাদ,ভবিষ্যতে এবিষয়ে লক্ষ্য রাখব।

Level 0

ইয়াসিন ভাই,
একটু সমস্যায় পড়ে গেছি। কিছুক্ষন আগে ডাউনলোড শেষ করেছি।
সেটাপ ও দিলাম। কিন্তু গেম চালু করলে গাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না।
সব কালো। শুধু গাড়িটা রঙীন। গেম চলছে তবে রাস্তাঘাট কালো বিধায় বার বার ধাক্কা খাচ্ছি। হা হা হা।

আমার পিসি কনফিগারেশন————
Graphics Card – 64 Mb
Ram – 768 Mb
Intel Pentiam 4

সমাধান দিলে বড়ই উপকার হয়।