হ্যালো টেকটিউনস! কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবারো গেমস জোনের আরেকটি পর্ব নিয়ে আমি গেমিং টিউনার গেমওয়ালা চলে এলাম আপনাদের প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে! গেমিং এখন আর পিসিতে কিংবা কনসোলে সীমাবদ্ধ নেই। গেমস এখন ল্যাপের তলার গিয়ে খেলা যায় আবার বাস জার্নি করতে করতেও খেলা যায়! কারণ বর্তমান যুগে মোবাইলে আমরা সুন্দর সুন্দর গ্রাফিক্স এবং গেমপ্লে সহ চমৎকার স্টোরিলাইট যুক্ত গেমস দেখতে পাচ্ছি এবং একই সাথে খেলতেও পারছি! বিশেষ করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো আমাদের হাতের নাগালে চলে আসায় অনান্য সেক্টরের মতো গেমিং জগতেও অ্যান্ড্রয়েডের ভূমিকা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকের গেমস জোনটি আমি সাজিয়েছি ২০১৮ সালে আগত চমৎকার কিছু অ্যান্ড্রয়েড গেমসের প্রিভিউ নিয়ে! তো চলো এক ঝলকে দেখে নেই অ্যান্ড্রয়েডে কি কি ভিডিও গেমস আসছে আমাদের জন্য ২০১৮ সালে:
পিসিতে ছোটবেলায় Civilization সিরিজ খেলেছো কেউ? মোবাইলেও তুমি সিভিলাইজেশনের মতোই গেমস খুঁজে পাবে তবে পিসির মজা আর মোবাইলে পাবে না, অন্তত আমি পাইনি। তবে এই পলিটোপিয়া গেমটিতে তুমি সিভিলাইজেশন গেমটির গেম-প্লে খুঁজে পাবে তবে এখানে নতুন করে মজাদার ডিজাইন আর উন্নত গেম-প্লের জন্য এই দ্যা ব্যাটল অফ পলিটোপিয়া গেমটি তোমার ভালো লাগবে বলে আমি আশা The Battle of Polytopia হচ্ছে একটি ফ্রি গেমস যেখানে মজাদার স্ট্রাটেজি ভিক্তিক সিভিলাইজেশন টাইপে গেম এটি। তবে সিভিলাইজেশন ভিক্তিক গেমসগুলো থেকে এটি অবশ্যই খানিকটা আলাদা। গেমটি E রেটিংয়ে গেমস মানে এটি সবাই খেরতে পারবে। গেমটিতে তোমাকে নতুন নতুন পৃথিবী ঘুরতে হবে, বানাতে হবে বিভিন্ন শহর এবং বিভিন্ন জাতির বিরুদ্ধে লড়তেও হবে। গেমটিতে হালকা স্কিল বেইসড গেমপ্লেও রয়েছে। গেমটির প্লে-স্টোর লিংক
অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে Two Dots গেমটি যেমন বাজার মাতিয়ে ছিল এবার আশা করা যাচ্ছে যে Dots & Co গেমটিও সামনে আমাদেরকে একই ভাবে বিনোদন দিতে পারবে। তবে টু ডটস এর পরবর্তী সংস্করণ হিসেবে নয় বরং আরো নতুন কিছু উপাদান আর এডভেঞ্চার যুক্ত করে সামনে ডটস এন্ড কো গেমটি আসছে। গেমটি মূলত একটি পাজল-স্টাইল গেম যেটি নির্মাণ করেছে PlayDots এবং গেমটির গেমিং E for Everone. গেমটিতে মোট ৫০টি এক্সাইটিং লেভেলস রয়েছে এবং এরই মধ্যে গেমটির প্রায় ৫ মিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে। এছাড়াও গেমটি একটি ফ্রি গেম তাই তুমি চাইলে আজই গেমটি পরখ করে দেখতে পারো। গেমটি প্লে-স্টোর লিংক!
যারা বেশি সিরিয়াস গেমস খেলতে পছন্দ করেন না সাধারণ গেমস পছন্দ করেন তাদের জন্য ২০১৮ সালটি ব্যাপক মজাদার হবে এই Bubble Shooter গেমটির মাধ্যমে। ক্ল্যাসিক বাবল শুটারের রিবুট হচ্ছে এই সংস্করণটি। ক্ল্যাসিক পয়েন্ট এবং প্লে ধাঁচের প্লাজলপূর্ণ এই গেমটিতে রয়েছে প্রায় ২০০০টি লেভেলের সমষ্ঠি! আর একবার গেমটির মজা কেউ পেয়ে গেলে তো হয়েছেই! টাইম পাস করার জন্য পারফেক্ট গেম এটি। গেমটি একই সাথে লজিক ভিক্তিক গেম, প্লাজল ধাঁচ আর আরকেইড স্টাইলের গেম-প্লে বহন করে। এছাড়াও গেমটিতে ফেসবুকের মাধ্যমে লগইন করে আপনার বন্ধুদের সাথেও খেলতে পারবেন। ৭টি বাবল একত্রে পপআপ করলে ফায়ারবল পাবেন এবং ১০টির বেশি বাবল ফেলতে পারলে একটি বোম্ব পাবেন! মজাদার গেমটির প্লে-স্টোর লিংক।
CATS বা Crash Arena Turbo Stats হচ্ছে আরেকটি মজাদার গেম যেটি তোমার ২০১৮ সালকে মাতিয়ে রাখবে সেরকম ভাবে। কারণ ২০১৭ সাল থেকেই গেমটি বাজার মাতিয়ে রেখেছে এবং ২০১৮ সালেও একই ভাবে মাতিয়ে রাখবে আশা করা যাচ্ছে। গেমটিতে তোমাকে একটি বিড়ালের ভূমিকায় খেলতে হবে অন্যান্য বিড়ালদের সাথে রেস করতে হবে। অন্যদেরকে দমিয়ে রাখতে গেমটিতে অনেক কিছুই তোমাকে করতে হবে। এক কথায় গেমটি দারুণ মজার! গুগল প্লে-স্টোরে প্রায় ৫০ মিলিয়নের বেশি ডাউনলোড স্কোর নিয়ে গেমটি অলরেডি এডিটর চয়েসে উঠে গিয়েছে। গেমটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরের লিংকে চলে যাও।
দ্যা ব্যানার সাগা ছিলো একটি ট্যাকটিক্যাল, টার্ন বেইসড স্ট্রাটেজি গেম যেটি ছোটবেলায় আমরা পেন্টিয়াম ৩ পিসিতে খেলতাম। তবে এখন গেমটি অ্যান্ড্রয়েডে চলে এসেছে! গেমটিতে তোমাকের তোমার রাজ্যের Vikings দের একটি গর্জিয়াস এবং মিথিক্যাল দুনিয়ার ভেতর দিয়ে চমৎকার একটি স্টোরিলাইনের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। গেমটির সিকুয়্যালও প্লে-স্টোরে চলে এসেছে তবে তুমি যদি সিরিজের কোনো গেমস না খেলে থাকো তাহলে আমি রেকোমেন্ড করবো তুমি এটা দিয়ে শুরু করো। গেমটির প্লে-স্টোর লিংক
মনুমেন্ট ভ্যালি একটি চমৎকার ভিডিও গেম এবং অ্যান্ড্রয়েডে গেমস হিট এবং সুন্দর হতে যে হাই কোয়ালিটির গ্রাফিক্স লাগে না সেটার জলন্ত প্রমান হচ্ছে এই গেমটি! গেমটি একটি পাজল ভিক্তিক গেম যেখানে তোমাকে বুদ্ধি খাটিয়ে সঠিক অপটিক্যাল ইলুশন ব্যবহার করে প্রতিটি লেভেল পূরণ করতে হবে। সময় কাটানোর জন্য এর থেকে জোস গেম আর হতে পারে না। গেমটির প্লে-স্টোর লিংক
একজন জাপানি নির্মাতা এই গেমটি তৈরি করেছেন। অ্যান্ড্রয়েডে এটিই মূলত সঠিক ফিচার দিয়ে সবথেকে বেস্ট টেবিল টেনিস গেম! তবে শুরু তে গেমটি শুধুমাত্র অ্যাপল ডিভাইসের জন্য মুক্তি দেওয়া হলেও বর্তমানে এটি প্লে-স্টোরেও পাওয়া যাচ্ছে। টেবিল টেনিস রুলস জেনে থাকলে গেমটি তোমার কাছে ভালোই লাগবে বলে আমি আশা করি। গেমটিতে লোকাল এবং অনলাইন মাল্টিপ্লেয়ার মোডও রয়েছে। গেমটির প্লে-স্টোর লিংক।
World of Warcraft (WoW) গেমটির উপর ভিক্তি করে নির্মিত এই গেমটি একটি কার্ড কালেক্টেবল ধাঁচের গেম। ওর্য়াল্ড অফ ওয়্যারক্রাফট গেমটির সহজ সরল গেম-প্লে কে গেমটি একটি কার্ড ভিক্তিক গেমপ্লেতে পরিণত করে ফেলেছে যা সত্যিই অসাধারণ! যারা ওয়ার্ল্ড অফ ওয়্যারক্রাফট সিরিজটি পছন্দ করোনি তারা এই ব্লিজার্ড হার্টস্টোন হিরোস অফ ওয়ারক্রাফ গেমটিকে ট্রাই করে দেখতে পারো! গেমটির প্লে-স্টোর লিংক।
ক্ল্যাশ অফ ক্ল্যান্সের জনপ্রিয়তার পর কোম্পানিটি আরেকটি মজাদার গেম ক্ল্যাশ রয়্যাল গত বছর মুক্তি দেওয়া হয়েছে। আর এরই মধ্যে গেমটি আমাদের মাঝেও ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মতোই আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু করেছে। ক্ল্যাশ রয়্যাল গেমটি কম্পিউটারের ম্যাসিভ মাল্টিপ্লেয়ার গেম ডটা ২ এর অনেক কিছুই কপি করে বানানো হয়েছে। এতে রয়েছে টাওয়ার ডিফেন্স, হিরো বিল্ডিং সহ বিভিন্ন গেম-প্লে উপকরণ। ২০১৭ সালের মতোই ২০১৮ সালেও গেমটি আমাদেরকে বিনোদন দিয়ে আসবে বলে আমি আশা করছি! গেমটির প্লে-স্টোর লিংক।
হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানকে হেট করলেও এই গেমটিকে হেট করার মতো কিছু নেই। গেমটি একটি মজাদার গেম যারা গেম-প্লে আকর্ষণীয়, স্টোরিলাইনও চমৎকার এবং গেমটি একটি নেশা করার মতো গেম! গেমটির প্লে-স্টোর লিংক।
তাস গেমকে ফ্যান্টাসি থিমের সাথে মেশালে যা হয় সেটাই এই গেমটি! মিরাক্যাল মার্চেন্ট একটি ফ্যান্টাসি বেইসড কার্ড গেম যেখানে আপনাকে বেশ পরিমাণে স্ট্যাজেটিমূলক গেম খেলতে হবে। এছাড়াও গেমটির চমৎকার গ্রাফিক্স আর অফলাইনে খেলার সুবিধা থাকায় তোমাদের কাছে গেমটি বেশ ভালোই লাগবে এবং টাইম পাসের জন্য উপযুক্ত হবে বলে আমি আশা করি। গেমটির প্লে-স্টোর লিংক।
২০১৬ সালে পোকেমন গেমসের জন্য একটি স্বরণীয় বছর! অনেক বছর পর কোনো পোকেমন গেম বাজারে এতটা আলোরণ ফেলতে পেরেছে। পোকেমন গো গেমটিতে তুমি তোমার লোকেশন এবং ক্যামেরা দিয়ে বাস্তবিক জীবনে পোকেমন ধরার মজা আর সুযোগ পেয়ে যাবে! গেমটি বানানো হয়েছে একটি দারুণ আইডিয়া থেকে। ২০১৭ সালের মতোই গেমটি ২০১৮ সালের আপডেট তোমাকে সামনের বছরটিতেও একই রকম মজা দিয়ে যাবে বলে আমি আশা করছি! গেমটির প্লে-স্টোর লিংক।
Reigns গেমটি একটি সোয়াইপ গেম যেখানে তোমাকে স্ক্রিণের ডানে এবং বামে সোয়াইপ করে গেমটি খেলতে হবে। গেমটিতে তোমাকে একটি দেশের কাহিনী শোনানো হবে স্টোরিলাইনের মাধ্যমে এবং বিভিন্ন পয়েন্টে তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। দেশের লোকজনের সেবা করতে হবে, চার্চের সেবা করতে হবে, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। গেমটির প্লে-স্টোর লিংক।
স্পেসটিম গেমটিতে তোমাকে একটি স্পেসশিপকে নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে তুমি এবং তোমার সাথের কিছু লোক স্পেসশিপকে বিভিন্ন মেক্যানিক্যাল সমস্যার সমাধান করতে হবে। গেমটির হলিউড মুভি সিরিজ স্টার টেকের আদলে তৈরি করা হয়েছে এবং গেমটি একটি ইউনিক গেম বলা চলে। গেমটির প্লে-স্টোর লিংক।
আশা করবো আজকের গেমস জোনের পর্বটি তোমাদের কাছে ভালো লেগেছে। আগামীতে অন্য কোনো গেম নিয়ে আমি টিউনার গেমওয়ালা আবারো চলে আসবো তোমাদেরই প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!