গেমস জোন [পর্ব-৩০১] : অ্যান্ড্রয়েডের জন্য বেস্ট লোকাল ওয়াইফাই মাল্টিপ্লেয়ার গেমস

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

গেমস জোন

পোর্টেবল এবং ব্যাপক ব্যবহারের কারণে অনান্য প্লাটফর্মের মতোই গেমিং এর জন্য আজকাল অ্যান্ড্রয়েড প্লাটফর্ম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। আর বিশেষ করে মাল্টিপ্লেয়ার ফিচারের জন্য আজকাল গেমস নির্মাতাও অ্যান্ড্রয়েড তথা মোবাইল প্লাটফর্মের দিকে বেশ গুরুর্ত্বের সাথে নজর দিচ্ছেন। তবে অ্যান্ড্রয়েডে অনলাইন মাল্টিপ্লেয়ার গেমসের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কিন্তু এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্টারনেট কানেক্টশন থাকা দরকার।

আমি গেমওয়ালা আজকের গেমস জোনের পর্বে নিয়ে এসেছি এমন কিছু গেমস যেগুলো মাল্টিপ্লেয়ার কিন্তু ইন্টারনেট কানেক্টশন এর প্রয়োজন হয় না, এরা ওয়াইফাই এর সাহায্যে আপনার আশেপাশের অ্যান্ড্রয়েডের সাথে গেমস খেলার ব্যবস্থা করে দেয়।

তো চলো দেখে নেই আজকের গেমস জোনের লিস্টে কি কি গেমস রয়েছে:

Asphalt 8

Asphalt 8: অ্যান্ড্রয়েড তথা মোবাইলে গাড়ি রেসিং গেমকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে এই Asphalt 8 গেমটি! চমৎকার গ্রাফিক্স, মজাদার গেম-প্লে এবং উন্নত কন্ট্রোল সিস্টেমের জন্য এই গেমটি অনেকেই কাছেই বেশ জনপ্রিয়। এছাড়াও এই গেমটিতে ওয়াইফাইয়ের মাধ্যমে লোকাল মাল্টিপ্লেয়ার মোডে খেলারও ফিচার রয়েছে। তাই আজকের আমাদের লিস্টে প্রথমেই এই চমৎকার গেমটি রয়েছে। যারা এখনো গেমটি খেলো নি তারা এখনি গেমটি ডাউনলোড করে নাও গুগল প্লে-স্টোর থেকে।

Let's Golf! 3

Lets Golf! 3: নাম দেখেই বুঝতে পারছো গেমটির বিষয়বস্তু কী! হ্যাঁ এই গেমটি গলফ খেলা নিয়ে তবে শুধু কম্পিউটারের বিরুদ্ধে নয় গেমটিতে তুমি লোকাল ওয়াইফাই হটস্পটের মাধ্যমে অনান্য অ্যান্ড্রয়েড ইউজারদের সাথেও গলফের মজা উপভোগ করতে পারবে! যারা এখনো গেমটি খেলো নি এবং গলফ খেলতে যাদের ভালো লাগে তারা এক্ষুনি ডাউনলোড করে নাও গেমটি।

Critical Strike Portable:

Critical Strike Portable: এটি একটি ফার্স্ট পারসন মিলিটারী শুটার ধাঁচের ভিডিও গেম। এই জাতীয় গেম অ্যান্ড্রয়েডে খেলা একটু কস্টকর কারণ এই শুটিং ধাঁচের গেমসগুলো মাউসের সাহায্যে সবচেয়ে ভালো খেলা যায়। গেমটির মাল্টিপ্লেয়ার মোডে তুমি ওয়াইফাই হটস্পটের সাহায্যে আশেপাশের অ্যান্ড্রয়েড ইউজারদের সাথে নিয়ে গেমটি উপভোগ করতে পারবে। গেমটির গ্রাফিক্স তোমার পছন্দ নাও হতে পারে কিন্তু গেম-প্লে অবশ্যই তোমার পছন্দ হবে।

Brothers in Arms 3:

Brothers in Arms 3: অনেক ভিজুয়্যাল ইফেক্টস এবং গ্রাফিক্স সাথে কয়েক টাইপের অস্ত্রের বাহার এবং চমৎকার গেম-প্লে নিয়ে এই গেমটি সাজানো হয়েছে। গেমটিতে তুমি ওয়াইফাইয়ের মাধ্যমে তোমার বন্ধুদের সাথে গেমটির ক্যাম্পেইন মিশনগুলো অথবা হেড-টু-হেড মাল্টিপ্লেয়ার হিসেবে খেলতে পারবে। যারা এখনো গেমটি খেলো তারা আজই গেমটি চেক করে দেখতে পারো।

Mini Militia

Mini Militia: এই গেমটির ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। ছোট ছোট সৈন্যকে নিয়ে প্রতিপক্ষের সৈন্যকে মারাই হলো এই গেমের মূল টার্গেট! মূলত লোকাল মাল্টিপ্লেয়ার ফিচারের জন্যেই এই গেমটি বাংলাদেশেও বহুল জনপ্রিয়তা অর্জন করেছে। যারা এখনো এই গেমটি খেলো নি তারা আজই গেমটিকে একবার পরখ করে দেখতে পারো।

6 Takes

6 Takes: এই গেমটি একটি ইউনিক কার্ড গেম। এই কার্ড গেমটি তুমি তোমার ওয়াইফাই হটস্পট দিয়ে তোমার বন্ধুদের সাথে একত্রে খেলতে পারো। যারা কার্ড গেমস ভালোবাসো তারা এক্ষুনি গেমটি ট্রাই করে নাও।

Action for 2-4 Players:

Action for 2-4 Players: গেমটির নামের মতোই এখানে তুমি ২ থেকে ৪ জন ইউজারকে লোকাল ওয়াই-ফাইয়ের মাধ্যমে একত্রে খেলতে পারবে। গেমটিতে ফুটবল, ট্যাংক এবং ওভার দ্যা টপ ভিউতে গাড়ি রেসিং গেমস রয়েছে। গ্রাফিক্স আর গেমপ্লে কেমন তা তুমি নিজেই ট্রাই করে দেখে নাও।

Badland:

Badland: আরেকটি চমৎকার এবং ইউনিক গেম এই Badland. দ্বিমাত্রিক এই গেমে তোমাকে বিভিন্ন শত্রু এবং বিভিন্ন টাইপের টানেল দিয়ে সুরভাইব করে এগিয়ে যেতে হবে। মজার ব্যাপার হচ্ছে লোকাল ওয়াইফাই দিয়ে তুমি তোমার বন্ধুদেরকে সাথে নিয়েও গেমটি উপভোগ করতে পারো! কারণ গেমটিকে Game of the Year পুরস্কার দেওয়া হয়েছে।

Battle Slimes:

Battle Slimes: এটি অনেকটা ছোটবেলার আরকেইড ২ডি গেমের মতো যেখানে তোমাকে এই ছোট ছোট বেলুনকে কনট্রোল করতে হবে এবং বিভিন্ন ধাপ পেরিয়ে নির্দিষ্ট জায়গায় পৌছাতে হবে। এই গেমটিতেও লোকাল ওয়াইফাইয়ের মাধ্যমে একত্রে চপার জন প্লেয়ার খেলার সুযোগ রয়েছে। টাইপ পাসের জন্য এই গেমটি ভালই! খারাপ না!

Chess Free!

Chess Free: নাম দেখেই বুঝতে পারছো যে এটি একটি দাবা গেম! বন্ধুদের সাথে দাবা খেলার মজাই আলাদা! দাবা বোর্ড ছাড়াই ভাচুর্য়ালি বন্ধুদের সাথে দাবা খেলতে পারবে তুমি এই গেমটিতে। যারা দাবা খেলতে পছন্দ করো তারা আজই গেমটি ট্রাই করতে পারো।

N.O.V.A 3:

N.O.V.A 3: NOVAহচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি জনপ্রিয় সাইন্স ফিকশান ভিক্তিক একশন গেমস সিরিজ। আর নোভা ৩ হচ্ছে এদের সিরিজের একটি হাই গ্রাফিক্সওয়ালা ভিডিও গেমস। তাই এই গেমটি যারা আগে খেলো নি তাদের জন্য গেমটি চালাতে হলে একটু হাই কনফিগারেশনের অ্যান্ড্রয়েড ডিভাইস লাগবে। গেমটি গুগল গেমস স্টোরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। গেমটিতে তুমি অফলাইন মাল্টিপ্লেয়ার মোডে ১২জন বন্ধুদের সাথে গেমের ৬টি ভিন্ন মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারবে!

Wild Blood:

Wild Blood: এটি আরেকটি পপুলার অ্যান্ড্রয়েড গেম। আনরিয়েল ইঞ্জিন দিয়ে বানানো এই গেমটি একটি একশন ধাঁচের গেম এবং এর জন্য তোমার অ্যান্ড্রয়েড ডিভাইসের কমপক্ষে ২ গিগাবাইট ফাঁকা জায়গার দরকার হবে। গেমটিতে তুমি অফলাইন মাল্টিপ্লেয়ার মোডে ৮ জন বন্ধুকে নিয়ে টিম ডেডম্যাচ কিংবা ক্যাপচার দ্যা ফ্ল্যাগ মোডে খেলতে পারবে। একশন গেমস যাদের পছন্দ তারা এই গেমটি ট্রাই করে দেখতে পারো।

Modern Combat 4: Zero Hour:

Modern Combat 4: Zero Hour: পিসিতে যেমন ফার্স্ট পারসন মিলিটারী শুটিং গেম হিসেবে কল অফ ডিউটি গেমস সিরিজটি জনপ্রিয় ঠিক তেমনটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য মর্ডান কমবাট গেমস সিরিজটিও সেরকম জনপ্রিয় আমি বলতে পারি। যদিও এই ধরনের গেম মোবাইল স্ক্রিণে খেলা একটু কঠিন তবুও গেমটি তোমার কাছে ভালো লাগবে বলে আমি আশাকরি। গেমটির নতুন সংস্করণ প্লে স্টোরে থাকলেও সেটায় এই অফলাইন মাল্টিপ্লেয়ার মোডটি নেই বলে সিরিজের আগের গেমটি আজকের আমাদের লিস্টে রয়েছে। ট্রাই করে দেখতে পারো যদি এখনো গেমটি খেলে না থাকো।

GT Racing 2:

GT Racing 2: মোবাইলে পিসি রেসিং গেমসের মতো মজা এবং গ্রাফিক্সের জন্য Real Racing 3 গেমটি বেশ জনপ্রিয়। কিন্তু সেটায় অফলাইন মাল্টিপ্লেয়ার মোডটি নেই তাই আজকের লিস্টে সে গেমটি নেই। তবে তার কাছাকাছি আরেকটি গেম হলো এই জিটি রেসিং ২। গেমলফট কোম্পানি এই রেসিং গেমটিতে তুমি ওয়াইফাই এর সাহায্যে তোমার বন্ধুদের সাথে গাড়ি রেসিংয়ের মজ উপভোগ করতে পারবে! এটিও একটি হেভি স্পেস এবং গ্রাফিক্সযুক্ত গেম তাই তোমার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে একটু শক্তিশালী হতে হবে গেমটি চালানোর জন্যে।

BombSquad:

BombSquad: অফলাইন মাল্টিপ্লেয়ারে তোমার বন্ধুদের বোমস্কোয়াডকে তোমার নিজের স্কোয়াড দিয়ে উড়িয়ে ফেলার দারুণ মজা তুমি উপভোগ করতে পারবে এই বোম্বস্কোয়াড গেমটির মাধ্যমে! গেমটিতে সর্বোচ্চ ৮ জনকে নিয়ে খেলার ব্যবস্থা রয়েছে। আর ক্যারেক্টার হিসেবে পাইরেটস, নিনজা, বারবেরিয়ান, পাগলা সেফ সহ বিভিন্ন জনকে নিয়ে খেলতে পারবে। দারুণ মজাদার এই গেমটি আজই ট্রাই করে দেখতে পারো।

Glow Hockey 2:

Glow Hockey 2: আজকের গেমস জোনের পর্বটি শেষ করছি আরেকটি চমৎকার অফলাইন মাল্টিপ্লেয়ার অ্যান্ড্রয়েড গেম দিয়ে। এটি একটি ভার্চুয়াল এয়ার হকি গেম যেখানে ভালো মানের নিওন লাইটের গ্রাফিক্স সিস্টেম রয়েছে। গেমটি খুবই মজার এবং অফলাইন মাল্টিপ্লেয়ার মোডে তোমার বন্ধুদের সাথে খেলারও ব্যবস্থা রয়েছে গেমটিতে। যারা এখনো গেমটি পরখ করে দেখোনি তারা আজই গেমটি ট্রাই করে দেখতে পারো।

তো আজকের গেমস জোনের পর্বটি এখানেই শেষ করছি। আগামীতে কোনো এক দিনে গেমস জোনের আরেকটি পর্ব নিয়ে তোমাদের প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে আমি গেমওয়ালা চলে আসবো অন্য কোনো গেমের রিভিউ নিয়ে। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ তোমাদেরকে!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস