আত্মঘাতী গেম ’ব্লু হোয়েল’ এবং এ জাতীয় সকল গেমের গেটওয়ে লিংক কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ ’ব্লু হোয়েল’ এবং এ জাতীয় সকল গেম বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে এক রুল জারী করেন। রুলের জবাব দেয়ার জন্য স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি, আইজিপিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।
পাশাপাশি রীটের শুনানীর পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আগামী ছয় মাসের জন্য ’ব্লু হোয়েল’ এবং এ জাতীয় সকল মারণঘাতী গেমের গেটওয়ে লিংক বন্ধ এবং সকল মোবাইল অপারেটরদের রাত্রীকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধের নির্দেশ দেন।
এর পূর্বে গতকাল রবিবার সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যরিষ্টার মো: কাউসার, এডভোকেট নূর আলম সিদ্দিক সুব্রত বর্মন আবেদনকারীগণের পক্ষে ’ব্লু হোয়েল’বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রীট আবেদনটি করেন। রীট আবেদনে বলা হয়, ’ব্লু হোয়েল’একটি মারণঘাতী গেম। এই গেম অবশ্যই বন্ধ করা উচিত। এটি করা না হলে কিশোর-কিশোরীরা এমনতর গেমের প্রতি দ্রুত আসক্ত হয়ে পড়বে। পরিণামে ধ্বংস হবে তরুন সমাজ’।
উল্লেখ্য যে, প্রাণঘাতী গেম ’ব্লু হোয়েল’নিয়ে বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে বেশ তোলপাড় চলছে। এ মাসের প্রথম দিকে রাজধানী ঢাকার হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অপূর্বা বর্ধন স্বর্ণা (১৪)-র মৃত্যুর পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগের সকল মাধ্যম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিযা বেশ সরব হয়ে উঠে। দাবী উঠে উক্ত ছাত্রীর মৃত্যু, রাত জেগে খেলা আত্মঘাতী ’ব্লু হোয়েল’গেমের নির্দেশনা অনুযায়ী সর্বশেষ ৫০তম ধাপের প্রতিফলন। পরে অবশ্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর পুলিশ জানায়, স্বর্ণার আত্মহত্যার কারণ ’ব্লু হোয়েল’ গেম নয়, মৃত্যু হয়েছে অন্য কোনো ব্ল্যাকমেইলিংয়ের কারণে।
আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া।আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোশ্যাল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি আমার ক্ষুদ্র জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে। আর যতটুকু জানি তা সবার মাঝে বিলিয়ে দিতে।