আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করছি আললাহর রহমতে সবাই ভালো আছেন।আর আপনাদের ভালো থাকাই আমাদের কামনা।আজ অনেকদিন পর টিউন করলাম।তো ভাবলাম কি নিয়ে টিউন করা যায়, যেহেতু আমি গেম পাগলা তাই গেম নিয়ে আপনাদের কাছে হাজির হলাম।
আজকে ৫ টি অসাধারণ গ্রাফিক্স এর Action গেম নিয়ে আলোচনা করব।প্রত্যেকটি গেমই ফ্রী তে Google এবং Mob.org তে পাবেন।যারা action গেম পছন্দ করেন তাদের জন্য এটি একটি খুব ভাল List।প্রত্যেকটি গেমই ১ জিবি Ram এর ফোনে খেলা যাবে কোনো প্রকার ল্যাগ ছাড়াই। গেমগুলার সাইজ সর্বচ্চ ১.৫ গিগা বাইটস।অল্প সাইজের মধ্যে খুব ভাল customize করা।আশা করছি গেম গুলা খেলে খুব ভাল মজা পাবেন।সময় পার করার জন্য ও অনেক আনন্দ দায়ক কিছু গেম।সবচেয়ে বেশি মজার হল যারা Adventure এবং Action দুইটাই পছন্দ করেন তাদের জন্য Assasin Creed Identity Best।
১. Assasin Creed Identity
2.Injustice 2
৩.Metal Gear Solid 2
৪.Iron Blade
৫.Mtb Downhill
ভাল লাগলে নিচের ভিডিও টি দেখে Gameplay,Graphics এর আইডিয়া নিতে পারেন। আজ এই ৫ টি ছিল।সামনে আরো ভাল গেম নিয়ে হাজির হব ইনশাল্লাহ।সবাই ভাল থাকবেন। ধন্যবাদ Post টি দেখার জন্য।
আগের টিউন টি দেখুন এখানে
আমি আজিজুল হক মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।