আমরা সবাই কম-বেশি গেম খেলতে ভালোবাসি। কম্পিউটারে হাই-এন্ড গেম খেললেও স্মার্টফোনেও আমরা অনেকেই গেম খেলি। কারণ স্মার্টফোন এর গেমগুলোর আছে আলাদা কিছু বিশেষত্ব। যেমন এই গেমগুলো লাইট-ওয়েট হয়। তাই মোটামুটি ভাল মানের স্মার্টফোন দিয়ে আমরা জনপ্রিয় প্রায় সব স্মার্টফোনের গেম খেলতে পারব। স্মার্টফোনের গেমগুলোর মধ্যে অনেক গেমই মাল্টি-প্লেয়ার অর্থাৎ অনেকে এই গেম খেলা যায়। এসব গেম এ যেমন অনলাইনে খেলা যায় তেমনি বন্ধুদের সাথেও খেলা যায়।
তবে সাধারণ গেমগুলোর বদলে এমন কিছু গেম আছে যেগুলো ব্লুটুথ দিয়ে অন্য ফোনের সাথে কানেক্ট করে খেলা যায়। ফলে রিয়েল টাইম গেম খেলার মজা পাওয়া যায়। অন্য দিকে ইন্টারনেটও খরচ করতে হয় না। গুগল প্লে-স্টোরে বা অ্যাপেল অ্যাপ স্টোরে এমন হাজার হাজার গেম আছে যেগুলো এভাবে খেলা যায়। কিন্তু আমি আজকে আপনাদের সাথে আইফোন এবং আন্ড্রয়েডের ১৫টি অসাধারণ গেম শেয়ার করব যেগুলো আপনি ব্লুটুথ ব্যবহার করে আপনার বন্ধুদের সাথে কানেক্ট করে খেলতে পারবেন।
বিভিন্ন ধরনের ফায়ার-পাওয়ার ব্যবহার করে শত্রু ধ্বংস করার অসাধারণ একটি গেম এটি। এই গেমে আছে অসাধারণ সব অস্ত্র। যেগুলো ব্যবহার করে আপনি আপনার প্রতিপক্ষকে আক্রমণ করতে পারবেন। এছাড়াও আপনি নিজের সৈন্য বানাতে পারবেন। যেহেতু এই অ্যাপটি ব্লুটুথ দিয়ে মাল্টি-প্লেয়ার সাপোর্ট করে তাই আপনি আপনার আশেপাশের যে কারো সাথেই এই গেমটি খেলতে পারবেন। তবে এই গেমটি শুধু মাত্র আন্ড্রয়েডের এর জন্য রয়েছে।
এই গেমটি আন্ড্রয়েড এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমদের মধ্যে অনেকেই টেবিল টেনিস খেলি। এবং খেলতে খুব ভালবাসি। যারা টেবিল টেনিস খেলতে ভালবাসেন তারা এই গেমটি খেলে মজা পাবেন। কারণ এই গেমটি পুরো আসল গেম এর মতই। এই গেম এ আপনি নিজের মত কর স্মাশ ঠিক করে নিতে পারবেন। নিজের মত করে বিভিন্নভাবে টেনিস বলটিকে মারার টেকনিক ঠিক করতে পারেন। গেমটিকে মোটামুটি ৩ডি বলা চলে। এছাড়াও ব্লুটুথ ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের সাথে খেলতে পারবেন।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যারা রেসিং গেম খেলতে ভালবাসেন তাদের এই গেমটি অনেক ভাল লাগবে। কারণ এই গেমে আপনি চাইলে পুলিস বা রেসার যে কোন একটি পছন্দমত হতে পারবেন। তারপরে যে রেসার থাকবে সেই গাড়ির পিছনে ধাওয়া করতে হবে এবং গাড়িটিকে ধ্বংস করে দিতে হবে। এছাড়াও এই গেমে অনেক ভাল গাড়ির কালেকশন আছে। সেখান থেকে আপনি পছন্দমত গাড়ি ঠিক করতে পারবেন।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ছোট বেলায় আমরা সবাই ক্যারাম খেলেছি। সেই পুরাতন খেলার এটা ভার্চুয়াল রূপ। গেমটি রিয়েল ক্যারাম এর মতই কাজ করে। তবে এখানে গুটি আঙুল দিয়ে মারা বদলে জোরে টেনে ধরে ছেড়ে দিতে হয়। এই গেমটি আপনি কম্পিউটারের সাথে খেলতে পারবেন। আবার ব্লুটুথ বা ওয়াইফাই ব্যবহার করে বন্ধুদের সাথেও খেলতে পারবেন।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এটি একটি মাল্টি-প্লেয়ার এফ.পি-এস গেম। সাধারণ এফ.পি.এস গেমগুলো যেমন হয় এটি তেমনই। তবে কম্পিউটারের গেমগুলোর মত এত হাই গ্রাফিক্স এর গেম নয় এটি। তবে ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমে মাল্টি-প্লেয়ার খেলতে পারবেন। তাই গেমটি আপনার ভাল লাগবে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এই গেমটি খুব সিম্পল একটি মাল্টি-প্লেয়ার গেম। গেমটিতে খুব বেশি কিছু নেই। এই গেমটি খেলতে হলে আপনি এবং আপনার বন্ধুর ফোনকে পাশাপাশি রাখতে হবে। তারপরে গেম খেলা শুরু পর আপনি আপনার বেস রক্ষা করবেন অথবা বন্ধুর উদ্দেশে বুলেট পাঠাবেন। সিম্পল একটি গেম হলেও ভাল একটি গেম। এই গেমটি আন্ড্রয়েড ও আই.ও.এস দুটির জন্যই ডাউনলোড করা যাবে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমার দেখা অসাধারণ একটি মাল্টিপ্লেয়ার গেম বম্ব স্কোয়াড। এই গেম এ আপনি নানা ধরনের বম দিয়ে আপনার প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চাইবেন। এই গেম তি একসাথে ৮ জন পর্যন্ত খেলতে পারবেন। তবে গেমটি শুধু মাত্র আন্ড্রয়েড এর জন্য রয়েছে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এটি একটি যুদ্ধের গেম হলেও অন্য সব গেম থেকে আলাদা। কারণ এর ইন্টারফেস পুরোটাই আলাদা। গেমটি দেখে মনে হবে এটি নোটপ্যাড এ আকা। তবে এই গেমে নানা ধরনের টুল ব্যবহার করা যাবে। যেমন-রাডার, প্লেন অ্যাটাক ইত্যাদি।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এই গেম এ স্পাইডার ম্যান বা সুপার ম্যান এর মত সুপার পাওয়ার গুলোকে একসাথে করা হয়েছে। তবে গেম এ এই সুপার পাওয়ার গুলোকে কিছুটা কার্টুন এর মত করে দেখানো হয়েছে। এই গেম এ একজন নিয়ে খেলা যাবে। আবার অনেকগুলো সুপার পাওয়ার একসাথে নিয়ে খেলা যাবে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
যারা রিয়েল স্টিল মুভিটি দেখেছেন তারা নাম দেখেই বুঝতে পারছেন এটি একটি রোবট ফাইটিং ভিডিও গেম। এই গেমটি পুরোটাই রিয়েল স্টিল মুভি এর উপর ভিত্তি করে বানানো। এছাড়াও মুভিতে যেসব রোবট দেখানো হয়েছে তার প্রায় সবগুলোই এই গেম এ আছে। গ্রাফিক্স অনেক ভাল। এই গেমটি অনলাইনে খেলার পাশাপাশি অফলাইনে বন্ধুদের সাথেও খেলা যাবে। এছাড়াও রোবট এর বিভিন্ন জিনিস আপগ্রেড করা যাবে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এই গেমটিকে একটি এফ.পি.এস গেম বলা চলে। তবে এই গেম এর মিশন গুলো খুব ছোট। তবে গেমের ভিতরে অনেক ওয়েপন আছে যেগুলো আপনি নিজের মত করে পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়াও গেম এ হার-জিত নির্ভর করে কে কতজনকে মারতে পারল তার উপরে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আমরা ছোট বেলায় প্রায় সবাই রক, পেপার, সিজার খেলেছি। এই গেমটি সেই গেমের আধুনিক রূপ। সেই গেমেও আপনি ঠিক তাই করতে পারবেন যেটি আশাকরি আপনার ভাল লাগবে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আগের টেনিস গেমটির মত একটি আরেকটি ভার্চুয়াল টেনিস গেম। তবে আগের গেমটির তুলনায় এই গেম এর ইন্টারফেস অনেক বেশি সুন্দর। এছাড়াও এই গেমে আপনি আসল গেম এর মত নানা ধরনের শট মারতে পারবেন। গেম এ আপনি প্রায় ৫০ টি চরিত্রের মধ্যে থেকে পছন্দ মত ক্যারেক্টর নিয়ে খেলতে পারবেন।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
অন্য সব গেম থেকে এই গেমটি একেবারেই আলাদা। কারণ এই গেম এ আপনাকে আপনাকে আপনার নষ্ট স্পেস শিপ কে ঠিক করতে হবে। এর জন্য ডিসপ্লে তে খুব অল্প সময় এর জন্য একটি কাজ এর কথা বলা হবে, আপনাকে সাথে সাথে ঐ কাজটি করতে হবে।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটি সেই পুরানো সনিক গেম এর সিকুয়াল। তবে এটি একটি ৩ডি গেম। তবে কিছু কিছু লেভেল ২ডি। তবে এই গেমটি মাল্টিপ্লেয়ারে খেলা যায়। তাই আপনি চাইলে ব্লুটুথ দিয়ে আপনার বন্ধুর ফোন এর সাথে কানেক্ট হয়ে এই গেমটি খেলতে পারেন।
গেমটি আন্ড্রয়েডের জন্য ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
গেমটি আই.ও.এস এর জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপরের গেমগুলো ছিল আমার দেখা সেরা সব মাল্টি-প্লেয়ার গেম। আশা করি আপনাদের এই গেমগুলো ভাল লাগবে। এই টিউনটি আপনার কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।
আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।