গেমটি এমন এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে যে, আপনি যে ডিভাইসেই এটি ইন্সটল দেন না কেন পরবর্তীতে আর কখনোই এটিকে আনইন্সটল করতে পারবেন না। আর এটি একবার ইন্সটল হয়ে গেলেই এর মাধ্যমে এই গেমের টিম আপনার ip / location সহ সকল প্রকার পার্সোনাল ইনফরমেশন ট্র্যাকিং করতে শুরু করবে এবং আপনাকে বাধ্য করবে গেমটি খেলতে।
তবুও যদি আপনি আন-ইন্সটলের জন্য চেষ্টা চালাতেই থাকেন তাহলে আপনার পরিবারকে হত্যার হুমকি প্রদান করা হবে।
এমন করে চলতে থাকা চ্যালেঞ্জ গুলোর মধ্যে ১৭ নাম্বার চ্যালেঞ্জটি হচ্ছে ভারি মাত্রার ড্রাগ গ্রহণ করা। আপনাকে যে কোন সুউচ্চ ভবনের একেবারে ছাদের পাশ থেকে ড্রাগ গ্রহণ করতে হবে। এর পরই শুরু হয় ভয়ংকর সব ধাপ।
তবে "ব্লু হোয়েল" গেম নিয়ে সম্প্রতি কিছু মিথ্যা তথ্যা ফেসবুকে ছড়িয়ে পরেছে।
এরকম গুজবে কান দেওয়া থেকে বিরত থাকুন,
"popcorncarnival" একটি ডার্ক ওয়েব, যেখানে গেমটি রয়েছে, তবে সাধারন মানুষ বা সাধারন কোনো সার্চ ইন্জিন আপনাকে সেই ডার্ক ওয়েবে নিয়ে যেতে পারবেনা। এ নিয়ে আতঙ্ক ছড়ানো হতে বিরত থাকুন!
,
,
,
সেমিস্টার এক্সামের কারণে নিয়মিত টিউন করতে পারতিছিনা। পরীক্ষার পর নিয়মির টিউম করবো ইনশালল্লাহ!!
আমি রাইয়ান খান নিলয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে কিছুই বলতে পারবো না । নিজে বারবার চেন্জ হয়ে যাই । ছোটবেলায় মানুষ দেখলে বলতো ছেলেটা খুব কিউট । বড় হলে খুবই নম্র আর ভদ্র হবে । যখন আরেকটু বড় হলাম তখন লোকে বলতো ছেলেটার খুব বুদ্ধি আছে । বড় হয়ে খুব জ্ঞানী হবে । তারপর যখন আরেকটু...