দেখতে দেখতে গেমস জোনের ৩০০তম পর্বে এসে গেলাম! সেই ২০১৩ সালে গেমস জোনের যাত্রা শুরু। ইদানিং অবশ্য নিয়মিত গেমস জোন লেখা হয় না। সময়ের অভাব এবং আমার ব্যক্তিগত ভাবে গেমসের প্রতি আকর্ষণ কমে যাওয়ার কারণে আজকাল গেমস জোনের পর্বগুলো খুবই কম লেখা হয়। যাই হোক, তোমাদের সবাইকে গেমস জোনের ৩০০ তম পর্বে স্বাগত জানাচ্ছি আর আরেকটি কথা, গেমস জোনের ওয়েবসাইট আমি বন্ধ করে দিয়েছি। তাই এবার থেকে গেমস জোন শুধুমাত্র টেকটিউনসে এক্সক্লুসিভ ভাবে প্রকাশিত হবে। টেকটিউনসের বাইরে কোথাও যদি গেমস জোনের কোনো আর্টিকেল দেখতে পাও তাহলে মনে রাখবে সেটা আমার দ্বারা প্রকাশিত হয় নি।
গেমস জোনের আজকের পর্বে আমি নিয়ে এসেছি অ্যান্ড্রয়েডের জন্য ১০টি বেস্ট নিনজা গেমস! আজকাল প্রতি ঘরে একটি করে পিসির চাইতে প্রায় প্রতিজনের কাছে মোবাইল ডিভাইস রয়েছে। আর আমাদের দেশে অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের ব্যবহার এবং জনপ্রিয়তা প্রায় অনেক। আর গেমসের বেলাতেও এখন অ্যান্ড্রয়েড প্লার্টফর্মটি বাজার মাতাচ্ছে। আর তাই আজ আমি অ্যান্ড্রয়েডের জন্য সেরা কয়েকটি নিনজা গেমস নিয়ে চলে এসেছি। হঠাৎ ছায়া হতে মুহূর্তের মধ্যে বেরিয়ে এসে শত্রুকে কুপোকাত করে আবারো ছায়ায় মিলিয়ে যাওয়াকে বলা হয় নিনজা স্টাইল! আমাদের পক্ষে হয়তো বাস্ববে নিনজা হওয়া সম্ভব নয় কিন্তু আমরা চাইলেই এই জাতীয় নিনজা গেমস খেলে নিজেদের নিনজা ফ্যান্টাসিকে উপভোগ করতে পারি।
তো চলো দেখে নেই আজকের বেস্ট অ্যান্ড্রয়েড নিনজা গেমসের লিস্টে কি কি গেম রয়েছে:
রক্তারক্তি সংঘর্ষ, মাল্টি-কম্বো, কাটানা তলোয়ারের কেরামতি এবং আরো বেশি বেশি রক্তারক্তি সংঘর্ষ নিয়েই এই Ninja Revenge গেমটি সাজানো হয়েছে। গেমটিতে তোমাকে একজন রাগী মাথানস্ট নিনজার ভূমিকায় খেলতে হবে যে তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে! গেমটির সাইড স্ক্রোলিং এর গ্রাফিক্স আর ডেমেজ এনিমেশন বেশ চমৎকার করে সাজানো হয়েছে। গেমটিতে তুমি কুলডাউন ভিক্তিক এবিলিটি, পাওয়ার আপস এবং বেসিক স্ল্যাশিং ব্যবহার করে তোমার শত্রুদের কোপাতে পারবে! আর গেমটিতে রয়েছে বিভিন্ন টাইপের বিভিন্ন লেভেলের বিভিন্ন শক্তিশালি শত্রুর সমাহার, আর অন্যদিকে তুমি মাল্টি হিট কম্বো সঠিক সময়ে ব্যবহার করে ৫০টি হিট স্কোর সহজেই তুলতে পারবে! সব মিলিয়ে গেমটি ভালোই বিনোদন দিবে তোমাকে! গেমটি ডাউনলোড করতে চলে যাও এই লিংকে!
Shadow Fight 2 গেমটি আসলে নিনজা জাতীয় গেম নয় তবে গেমটিতে বেশকটি নিনজা ক্যারেক্টার আর নিনজা ট্যাক্টটিস ব্যবহার করা হয়েছে বিধায় গেমটি আজকের নিনজা গেমসের লিস্টে রয়েছে। আর এই গেমটি অনেকেই হয়তো আগেই খেলেছো তাই এই গেমটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে যারা গেমটি এখনো খেলো নি তাদের জন্য গেমটি বেশ মজাদার টাইম পাসিং গেম হিসেবে বিবেচিত হবে বলে আমি আমা করছি। শ্যাডো ফাইট ২ গেমটি একটি 1 vs 1 ফাইটিং গেম যেখানে RPG স্টাইলের ক্যারেক্টার বিল্ডিং আর নিনজা স্টাইলের ফাইটিং সিকুয়েন্স রয়েছে। গেমটির চমৎকার একটি দিক হচ্ছে এখানের এনিমেশনগুলো বেশ জীবন্ত ধাঁচের যার মাধ্যমে তোমার আসলেই মনে হবে যে তুমি কারো সাথে ফাইট করছো এবং তাদের আঘাতগুলো এড়িয়ে যাচ্ছো! আর আরেকটি বিষয় হলো গেমটিতে উড়াধুড়া ঘুষাঘুষি বা লাথালাথি অথবা কোপাকুপি করলেই হয় না বরং এদের মাঝে রিয়েল লাইফ স্টাইলের ডিলেই থাকে যার জন্য গেমটি অনেকটাই বাস্ববিক মনে হবে তোমার কাছে! আর গেমটিতে উচ্চ লেভেলে গিয়ে তুমি বিভিন্ন ধরনের চমৎকার অস্ত্র, আরমর এবং ম্যাজিক পাওয়ার আনলক করতে পারবে। তবে একটা কথা যে, শ্যাডো ফাইট ২ গেমটি খেলার জন্য স্কিলের প্রয়োজন পড়বে তোমার! গেমটির পরবর্তী সংস্করণ শ্যাডো ফাইট ৩ ও এখন প্লেস্টোরে চলে এসেছে। তবে আমার মতে আগে ২ নাম্বার গেমটি খেলে তারপরেই ৩ নং গেমে যাওয়া উচিৎ!
এটি আরেকটি গেম যেখানে প্রচুর ভায়োলেন্স এবং রক্তারক্তির কারবার রয়েছে। যদি তুমি চ্যালেঞ্জিং গেমস পছন্দ করো যেখানে সঠিক স্ট্যাটেজির সাহায্য নিতে হয় তাহলে এই Ninja Arashi গেমটি তোমার জন্যই উপযুক্ত! নিনজা আরাশি গেমটি একটি ডেডলি ফাইটিং এবং স্ট্যাটেজির মিশ্রিত একটি কম্বো গেম যেখানে তুমি একশন এবং চ্যালেঞ্জিং টাইপ দুটোরই মজা একসাথে পাবে! গেমটির লেভেলগুলো তোমাকে বিভিন্ন কিলার ট্রাপসগুলো এড়িয়ে গিয়ে এবং বিভিন্ন ধরনের শত্রুদের মোকাবেলা করে কমপ্লিট করতে হবে। আর এ জন্য তুমি বিভিন্ন টাইপের মুভস এবং অস্ত্র ব্যবহার করতে পারবে। আর ওদিকে তুমি ক্যারেক্টারের স্কিলকে পাওয়ার আপ করতে পারবে, মুভসগুলোকে বুস্টিং করতে পারবে আর বিভিন্ন ধরনের অস্ত্রও কিনতে পারবে যাদের মধ্যে তলোয়ার রয়েছে, রয়েছে কুড়াল এমনটি বন্ধুকও কিনতে পারবে! মজাদার এবং বিনোদনমূলক গেমটি আজই ডাউনলোড করে খেলা শুরু করে দাও!
যদি তুমি এরকম নিনজা গেমস খুঁজতেছো যেখানো তুমি সকল বাটন প্রেস করে উড়াধুড়া ভাবে শত্রুদের ঘায়েল করবে তাহলে Devil Ninja 2 গেমটি তোমারই জন্য উপযুক্ত! এটি একটি সাইড স্কোলিং নিনজা গেম যেখানে তোমাকে ভিন্ন ভিন্ন মুভমেন্ট এবং অস্ত্রের ব্যবহার করে শত্রুদের সমুদ্রে ভেসে যেতে হবে এবং পুরোই সাংঘর্ষিক একটি অবস্থার মধ্য দিয়ে গেমটি খেলে যেতে হবে। গেমটির শিশুসুলভ গ্রাফিক্সের কারণে গেমটি খেলা খুবই সহজ এবং বিনোদনমূলক! গেমটি খেলার সময় তোমাকে এনার্জি বলগুলোকে সংগ্রহ করে নিয়ে নিজেকে আরো শক্তিশালি বানাতে হবে এবং এগুলো দিয়ে তুমি নতুন নতুন অস্ত্রও কিনতে পারবে! গেমটিতে রয়েছে শতাধিক অস্ত্র এবং পাওয়ারআপস যেগুলো তোমার নিনজা হ্যাক এন্ড স্ল্যাশ এর ফ্যান্টাসিকে পরিপূর্ণ করতে সহায়তা করবে। আর সবথেকে ভালো দিক হলো গেমটিতে কোনো in-app purchases নেই তাই গেমটির সকল ফিচার ফ্রিতেই তুমি উপভোগ করতে পারবে! তো আজই গেমটি ডাউনলোড করে নাও আর মজা লুফে নেওয়া শুরু করো!
Ninja Fight হচ্ছে লিস্টে আগের গেমটির মতোই একটি সার্বিক বাটন ভিক্তিক উড়াধুড়া একটি নিনজা ফাইটিং গেম। গেমটি অপেক্ষাকৃত দ্রুত এনিমেশন সার্পোট করে যেখানে তোমাকে বিভিন্ন নিনজার ভূমিকায় খেলে স্টেজগুলো কমপ্লিট করতে হবে। একটি স্টেজে তুমি একাধিক নিনজা ক্যারেক্টার নামাতে পারবে এবং প্রতিটি ক্যারেক্টারের আলাদা নিজস্ব ফাইটিং স্টাইল এবং স্কিল লিস্ট রয়েছে। আর এসবের একত্রে ব্যবহার করে তুমি চমৎকার সব কম্বো তৈরি করতে পারবে। গেমটিতে তুমি ক্যারেক্টারগুলোকে বিভিন্ন ধাঁচের কস্টিউম এবং অস্ত্র দিয়ে সাঁজিয়ে নিতে পারবে। আর প্রতিটি ক্যারেক্টারের জন্য আলাদা করে কস্টিউম এবং অস্ত্র দেওয়া রয়েছে, তাই এদিক দিয়ে প্রতিটি ক্যারেক্টারই তাদের নিজস্ব কস্টিউম এবং অস্ত্র দিয়ে ইউনিক রূপে গেমটিতে রয়েছে। গেমটির গ্রাফিক্সও তেমন খারাপ না, তবে নিনজা গেম হওয়া স্বত্বেও গেমটিতে রক্তারক্তি এবং ভায়োলেন্সের পরিমাণ অনান্য গেমসের তুলনায় অপেক্ষাকৃত কম এই Ninja Fight গেমটিতে।
গেমটির নামের মতোই গেমটিতে বিভিন্ন প্রকারের Sword এর কেরামতি রয়েছে যেখাবে ঢালের তুলনায় তলোয়ারের সাইজ আকারে বড়! গেমটিকে ডার্ক থিমে সাজানো হয়েছে যেখানে তুমি অন্ধকারে বিভিন্ন ভয়ংকর শত্রুদের মোকাবেলা করবে বিভিন্ন প্রকার ভয়ানক ধাঁচের তলোয়ার ব্যবহার করে। গেমটিতে শত্রুদের ঘায়েল করার জন্য তুমি বিভিন্ন এবিলিটি, মাল্টিপল কম্বো কিংবা বেসিক মুভস ব্যবহার করতে পারো। গেমটিতে তুমি বিভিন্ন লেভেল পার করার পর তোমার ক্যারেক্টারের জন্য এবিলিটিগুলো আনলক করতে পারবে এবং সেগুলোকে আরো ডেমেজ ভিত্তিক করার জন্য আপগ্রেডও করতে পারবে। গেমটির মূল বিষয় হচ্ছে Sword নিয়ে কোপাকুপি তাই বেস্ট তলোয়ার কিনেই তুমি গেমটিতে শক্তিশালি হতে পারবেন। Dark Sword গেমটিতে একটি PVP মোড রয়েছে যেখানে ইন্টারনেটের সাহায্যে তুমি দুনিয়ার অনান্য প্লেয়ারদের সাথেও খেলতে পারবে!
স্টেলথ এবং একশন এই দুটির নাইস কম্বিনেশন করে এই Shadow Blade Zero গেমটি বানানো হয়েছে। গেমটিতে একজন নিনজার সত্যিকারের কিছু এবিলিটি দিয়ে দেওয়া হয়েছে। মানে হলো গেমটির লেভেলগুলোকে তুমি ২ ভাবে কমপ্লিট করতে পারবে। একটি হলো ভায়োলেন্স আর কোপাকুপি করে আর আরেকটি হলো স্টেলথ ভাবে বুদ্ধি খাটিয়ে শত্রুদের এড়িয়ে গিয়ে! গেমটির লেভেলগুলোকে বিভিন্ন ধরনের মরণ ফাঁদ এবং শত্রুদের দিয়ে সাজানো হয়েছে। এবার সিদ্ধান্ত তোমার, কিভাবে লেভেলগুলো কমপ্লিট করবে সেটা তোমার ইচ্ছের উপর নির্ভর করবে! গেমটিতে তুমি বিভিন্ন ধাঁচের অস্ত্র পাবে যেগুলো সঠিক ব্যবহার করে শত্রুদের ঘায়েল করতে হবে তোমাকে, আর অন্যদিকে দেয়ালগুলোতে লাফ দিয়ে এবং ফ্লিপ করে তোমাকে লেভেলগুলোকে কমপ্লিট করতে হবে! গেমটি ওভারঅল একটি চমৎকার নিনজা গেম!
খুব দ্রুত গতির ধাঁচের একটি কঠিন গেম হলো এই Dead Ninja Mortal Shadow গেমটি। কঠিন হলেও একবার গেমটি বুঝে গেলে এটি তোমার জন্য মজার হয়ে উঠবে। এটি একটি সাইড স্ক্রোলিং গেম যেখানে তোমাকে একটি নিনজার ভূমিকায় খেলতে হবে যে কিনা সবসময় দৌড়াতে থাকবে। এবং গেমটিতে তোমাকে তাকে সঠিক জায়গায় ট্যাপ করে গাইড করে গেমটিতে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পথের শত্রুদেরকেও ঘায়েল করতে হবে। এছাড়াও গেমটিতে বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে যেগুলোকেও তোমাকে এড়িয়ে যেতে হবে। গেমটিতে তুমি বিভিন্ন ধরনের এবিলিটি আনলক করতে পারবে যেগুলো সঠিক সময়ে ব্যবহার করে সহজেই লেভেলগুলোকে কমপ্লিট করতে পারবে, এবিলিটির মধ্যে রয়েছে কুইট টেলিপোর্ট, থিক সিমুলেশন, মাল্টিপল ক্লোন ইত্যাদি! গেমটিকে সম্পূর্ণ অন্ধকার থিমে সাজানো হয়েছে তাই দ্রুত দৌড়ে যাবার সময় শত্রুদের এবং ফাঁদগুলোকে পরিস্কার ভাবে তুমি দেখতে পারবে না। তাই গেমটিতে অবশ্যই তোমাকে কয়েকবার মরতে হবে তারপর প্রতিটি লেভেলকে মুখুস্ত করে নিয়ে তারপরেই কমপ্লিট করতে পারবে তুমি!
এটি হচ্ছে একটি দ্রুত রানিং থিড্রি গেম যেখানে তুমি একই সাথে দৌড়াতে এবং ফাইটিং করতে পারবে! এটি অনেকটা টেম্পল রান গেমের মতোই শুধু এখানে নিনজা স্টাইলের ফাইটিং এবং থিম ব্যবহার করা হয়েছে। গেমটি রয়েছে বিভিন্ন ক্যারেক্টারের সমাহার যেগুলো নিজেদের নিজস্ব মুভ সেট, এবিলিটি এবং অস্ত্র রয়েছে। গেমটির গ্রাফিক্স মোটামুটি চমৎকার এবং ফাইটিং, কিলিং, জাম্পিং এবং ডডজিং এনিমেশনও বেশ লক্ষ্যনিয়! প্রতিটি স্টেজে তোমাকে বিভিন্ন ধরনের অস্ত্র সংগ্রহ করে শত্রুদের মোকাবেলা করতে হবে এবং স্টেজ বসকে হারিয়ে লেভেল পূরণ করতে হবে। গেমটি মোটামুটি চমৎকার এবং বিনোদন মূলক। আজই গেমটি ডাউনলোড করে নাও আর টেস্ট করো। গেমটি ডাউনলোড করে নাও এই লিংক থেকে: Yurei Ninja
আজকের গেমস জোন টি শেষ করছি একটি চমৎকার থ্রিডি নিনজা গেম দিয়ে। গেমটির নাম Ninja War Hero. যেহেতু এটি একটি সম্পূর্ণ থ্রিডি গেম তাই গেমটি খেলতে হলে তোমার অ্যান্ড্রয়েড ডিভাইসটি শক্তিশালি হতে হবে। গেমটিতে রয়েছে একটি ইন্টাররেস্টি স্টোরি লাইন এবং এর থ্রিডি একশন সিকুয়্যেন্সও কম খারাপ নাহ। গেমটিতে তুমি একজন নিনজার ক্যারেক্টারের ভূমিকায় খেলবে যে তার শহরের গুন্ডা এবং গ্যাংস্টারের বিরুদ্ধে লড়বে যারা শহরের বিভিন্ন লোকদেরকে কিডন্যাপ করে নিয়ে গেছে। গেমটিতে শহরে তোমাকে স্টেথলি ঘুরে বেড়াতে হবে এবং শত্রুদের কে এড়িয়ে গিয়ে কিংবা মোকাবেলা করে কাহিনীলাইন অনুসন্ধান করতে হবে। গেমটির পরিবেশ বেশ চমৎকার এবং গেমটিতে তুমি বিভিন্ন ধরনের মুভমেন্ট ব্যবহার করে শহরের মধ্যে ঘুরে বেড়াতে পারবে। তবে গেমটির নিনজা একশন তেমন ইন্টাররেস্টি নয় তবে এখানে তুমি ভিন্ন ভিন্ন ধরনের অস্ত্র যেমন তলোয়ার এবং বন্ধুক ব্যবহার করতে পারবে! অলস সময় পাসিং করার জন্য গেমটি ভালোই লাগবে তোমার কাছে!
আজ এ পর্যন্তই! আগামীতে অন্য কোনো একটি বা একাধিক গেমসের খবর নিয়ে আমি গেমওয়ালা চলে আসবো আমার গেমস জোন নিয়ে তোমাদেরই প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে! আর হ্যাঁ, আমি ব্যক্তিগত ভাবে তোমাদের ধন্যবাদ দিতে চাই আমার সাথে এতদিন থাকার জন্য, তোমরা না থাকলে গেমস জোন এতদূর পর্যন্ত আসতে পারতো না। তোমরা পাশে থাকলে গেমস জোন আরো সামনে এগিয়ে যাবে এই কামনায় আজকের গেমস জোন এখানে শেষ করছি।
সবাই ভালো থাকো আর হ্যাঁ, পড়াশোনা আগে, গেমিং পরে!
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
Gameola. Akon Take Ame Games Jone Ar Post Lakte Sai Please??…