আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করছি আললাহর রহমতে সবাই ভালো আছেন।আর আপনাদের ভালো থাকাই আমাদের কামনা।আজ অনেকদিন পর টিউন করলাম।তো ভাবলাম কি নিয়ে টিউন করা যায়, যেহেতু আমি গেম পাগলা তাই গেম নিয়ে আপনাদের কাছে হাজির হলাম।
আজকে আমি যেই গেম নিয়ে টিউন করব সেই গেমটির নাম WWE Immortal এটি একটি অসাধারণ আ্যাকশম Android গেম।এই গেমটি আমার খেলে খুবই ভালো লেগেছে তাই আপনাদের কাছে গেমটি শেয়ার করলাম।তবে এই গেম নিয়ে এর আগেও টিউন করা হয়েছে কিনতু গেমটির আপডেট ভারসন নিয়ে আমি আবারও টিউন করলাম।যদিও এই গেমটি অনেক মোবাইল এ সাপোর্ট করতোনা, তাই আমি আমার মূল্যবান সময় ব্যয় করে আপনাদের কাছে একটি ডাউনলোড লিনক শেয়ার করেছি যা সব মোবাইল এ সাপোর্ট করবে ইনশাআল্লাহ।
WWE 2K সিরিজের গেমগুলো খুবই হিট গেম।তাই এবার একটু অন্য ধরনের WWE গেম খেলুন।আমি আপনাদের বলছি গেমটি আপনাদের কাছে ভালো লাগবেই।এই গেম এ রয়েছে WWE এর সব ক্যারেকটাররা।আরও অনেক ব্যাটেল আছে।প্রতিটি ব্যটেলে আছে অনেক মিশন।আর গেমটির ইনডিং ও আছে। সব মিলিয়ে একটি চরম আ্যকশন গেম।
আমি আর গেমের কথা বলতে চাইনা কারণ নিচের ট্রেইলারটি দেখেই আপনারা বুঝতে পারবেন যে গেমটি কতটা আ্যডিকটিভ।
তো আগে গেমটির একটি চরম ট্রেইলার দেখে নিন এখানে
Click Here:
[বিদ্রো: ভিডিওর প্রথম অংশে ট্রেইলার এবং পরের অংশে Installation শেখানো হয়েছে]
গেমের ডাউনলোড লিনক: http://www.revdl.com/wwe-immortals-android.html/
এখানে মোড ও হ্যাক ভারশনও আছে।
NOTICE:
আশা করি আপনারা ওপরের ভিডিও দেখে খুব সহজে ইনশাআল্লাহ Install করতে পারবেন।
এই গেমটি Google Play তে ডাউনলোড করতে গেলে ৪৭% এ Error হতে পারে আর আমি এর সীকার দুইবার হয়েছি কারণ অনেক ফোনে Google Play ভারশন সাপোর্ট করেনা।তাই আপনাদের MB যাতে শুধু শুধু ব্যায় না হয় এর জন্য আমি একটি ভিডিও বানিয়ে দিলাম যাতে করে আপনাদের Installation এ সুবিধা হয়। এবং এটি সব মোবাইল এ সাপোর্ট করবে ইনশাআল্লাহ্।
তো আজ এ পযর্নতই আপনাদের কাছে আগেই বিদায় নিলামনা বিদায় নেব ভিডিওতে।এবং এর পরে গেম নিয়ে আরও টিউন করব ইনশাআল্লাহ্। সবাই ভালো থাকুন।
।আললাহ হফেজ।
আমার পূর্ববর্তী গেমের টিউন দেখতে নিচে ক্লিক করুন
http://www.techtunes.io/games/tune-id/513198
আমি এসআর অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।