আসসালামু আালাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ র দয়ায় আপনারা সবাই ভালে আছেন। আমি টি.টি. তে নতুন। এবং এটাই আমার প্রথম টিউন তাই ভুল হতে পারে আর ভুল হলে মাফ করবেন, কারণ মানু্ষ মাত্রই ভুল। প্রথমেই টি.টি. কে ধন্যবাদ জানায়। এই প্রযুক্তির জগতে টি.টি. অনেক ভূমিকা রাখছে।
তো আজকে আমি প্রথম টিউন করছি গেমস নিয়ে কারণ গেইমস আমার খুব ভালো লাগে আর প্রযুক্তির জগতে গেমস অনেক এগিয়ে। তো আজকে আমি যেই গেম নিয়ে টিউন করব সেই গেমটির নাম BackStab HD। গেমটির ডেভেলপার Gameloft। তো বুঝতেই পারছেন যে গেমটি কতোটা অসাধারণ।
এখানে একটা কথা বলি যে এই গেমটি নিয়ে অতি পূর্বে টিউন করা হয়েছিল কিনতু আমি ট্রাই করে দেখেছি যে ওই ডাউনলোড লিনক গুলো কাজ করেনা আবার কাজ করলেও সব ফোনে গেমটি সাপোর্ট করেনা।তাই অনেক সময় ব্যয় করে আমি এই গেমটি খুজে কালেকশন করেছি আর এটা আপনাদের জন্য সুখবর যে গেমটি সব ফোনে সাপোর্ট করবে ইনশাআল্লাহ্। গেমটির ফাইল সাইজ ১৩০০এমবি। তো আমার এই পরিশ্রমের পর আমি আপনাদের কাছে গেমটি শেয়ার করলাম সবাই গেমটি একবারের জন্য দেখবেন।
screen shoot
এই গেম টির কাহিনী 18th শতাব্দীর ক্যারিবিয়ান দ্বীপে। এই গেমটিতে player এর নাম হেনরি ব্লেক।তিনি ছিলেন ইংল্যান্ড এর রয়াল নেভির একজন গর্বিত এবং ব্রিলিয়েন্ট অফিসার। কিনতু তার রাজ সভার লোকেরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে, অন্যায় ভাবে লোকজনদের উপর তাদের ক্ষমতা প্রয়োগ করতে থাকে আর ‘হেনরি ব্লেক’ বাধা দেওয়াতে, তাকে এবং তার স্ত্রীকে নিয়ে কারারুদ্ধ করে ‘হেনরি ব্লেক' এর স্ত্রীকে খুন করা হয়, এবং তখন সে কোন ভাবে পালিয়ে যায়।
যার জীবনের সব সুখ মাটিতে মিশে গেল।এখন তিনি প্রতিশোধ নিতে একাই যুদ্ধ শুরু করলেন। এই নিয়ে গেমের শুরু। তো গেমটি আ্যডভেনচার এর সেরা গেম। এমন গেম আপনি Android এ আর পাবেননা। এই গেমটি অনেকটা Assassins Creed এর মতো। গেমটির কনট্রোল সহজ, ওপেন ওয়ার্লড এবং এনিমেটেড গেম আবার Storyline টাও অনেক ইনটারআ্যকটিভ সব মিলিয়ে অসাধারণ একটি গেম।
এই গেমটি Googleplay তে পাওয়া যাবেনা, তাই অনেক পরিশ্রমের বিনিময়ে এই গেমটি পেয়েছি, আর গেমটি আপনাদের কাছে শেয়ার করেছি।আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি যে গেমটি আপনারা কিভাবে Install করবেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে খুব সহজে install করতে পারবেন। আর ভিডিওটির প্রথমে এই গেমটির Trailer এবং পরে Install করা দেখিয়েছি। আর টেকটিউনস এর নীতি অনুযায়ী ডাউনলোড লিনক দিলাম। আমি আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ, যেহেতু এটা আমার প্রথম টিউন তাই ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে।
তো গেমটির অসাধাসণ একটি Trailer আগে দেখে নিন এখানে।
গেমটির ডাউনলোড লিংক:
https://apkdatamod.com/backstab-1-2-6-apk/
তো সবাই ভালো থাকবেন আর আমি আপনাদের নিয়মিত টিউন দেওয়ার চেষ্টা করবো ইনশা-আললাহ। আর আমার ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন। আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ।
আমি এসআর অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।