অনেকেই হয়ত ডেক্সটপ /ল্যাপটপ এ "Don Bradman Cricket 2014" গেম টা খেলেছেন। আবার অনেকেই আছেন এই গেম টা খেলতে পারেন নাই 🙁 , কেননা তাদের কন্ট্রোলার নাই। এই গেমটা খেলতে আলাদা কন্ট্রোলার লাগবে। তবে কিবোর্ড দিয়েও এই গেম খেলতে পারবেন। এই গেম কেন? যে কোন গেম ই (যেগুলাতে আলাদা কন্ট্রোলার লাগে) এই পদ্ধতি তে খেলতে পারবেন। আসুন জেনে নিই কিভাবে আমরা আমাদের কিবোর্ড দিয়েই গেমটা কনট্রোল করতে পারি।
আপনার যদি Winrar পিসিতে ইন্সটল করা না থাকে, তবে প্রদত্ত লিঙ্ক থেকে ডাউনলোড করুন ও ইন্সটল করুন।
WinRAR এখান থেকে ডাউনলোড করুন।
এইটা অবশ্যই লাগবে।
আপনার পিসি যদি ৬৪ বিট এর হয়, তবে আপনাকে Microsoft Visual C++ 2013 এর ৩২ বিট (x86) এবং ৬৪ বিট (x64) উভয়ই ইন্সটল করতে হবে।
তবে আপনার পিসি যদি ৩২ বিট এর হয়, তবে কেবল Microsoft Visual C++ 2013 এর ৩২ বিট (x86) ইন্সটল করলেই হবে।
Microsoft Visual C++ 2013 (Both 32 & 64 Bit) এখান থেকে অথবা এখান থেকে ডাউনলোড করুন। আমি Zip ফাইল করে Upload দিয়েছি। আপনাকে WinrRAR দিয়ে Extract করে নিতে হবে 🙂
আপনি যদি Windows 10/8.1/8 এর ইউজার হন, হবে আপনাকে আলাদা কোন XBox Driver ইন্সটল করা লাগবে না।
তবে আপনি যদি Windows 7/XP/Vista এর ইউজার হন তবে আপনাকে অবশ্যই আলাদা করে XBox Driver ইন্সটল করা লাগবে।
এই লিঙ্ক এ গিয়ে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করে XBox Driver ডাউনলোড করুন
এবার ইন্সটল করুন ও পিসি টা একবার রিবুট দিন
এইখান থেকে অথবা এইখান থেকে Keyboard Splitter টা ডাউনলোড করে নিন
এইখান থেকে ভিডিও টা দেখুন 🙂 😎
এইখান থেকে ভিডিও টা দেখুন 🙂 😎
আশা করি, আপনারা সব ঠিকঠাক করতে পারবেন। যদি কোন সমস্যায় পড়েন, তবে টিউমেন্ট এ জানাবেন। অনেক অনেক
ধইনা পাতা আপনাদের জন্য
আমি সুদীপ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 441 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Don Bradman Cricket 2014 গেমটার download link দেওয়া যায়?