[মেগা টিউন] কিবোর্ড দিয়েই খেলুন Don Bradman Cricket 2014 গেমটা, সাথে আরও অনেক কিছু

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

 
 
 

সবাই কেমন আছেন ? অনেকদিন পর টিটিতে আসলাম 🙂

 
 
 

অনেকেই হয়ত ডেক্সটপ /ল্যাপটপ এ "Don Bradman Cricket 2014" গেম টা খেলেছেন। আবার অনেকেই আছেন এই গেম টা খেলতে পারেন নাই  🙁 , কেননা তাদের কন্ট্রোলার নাই। এই গেমটা খেলতে আলাদা কন্ট্রোলার লাগবে। তবে কিবোর্ড দিয়েও এই গেম খেলতে পারবেন। এই গেম কেন? যে কোন গেম ই (যেগুলাতে আলাদা কন্ট্রোলার লাগে) এই পদ্ধতি তে খেলতে পারবেন। আসুন জেনে নিই কিভাবে আমরা আমাদের কিবোর্ড দিয়েই গেমটা কনট্রোল করতে পারি।

 
 
 

উপকরণ :

 
 
 

১। WinRAR:

 

আপনার যদি Winrar পিসিতে ইন্সটল করা না থাকে, তবে প্রদত্ত লিঙ্ক থেকে ডাউনলোড করুন ও ইন্সটল করুন।
WinRAR  এখান থেকে  ডাউনলোড করুন।

 

২। Microsoft Visual C++ 2013:

 

এইটা অবশ্যই লাগবে।

 

আপনার পিসি যদি ৬৪ বিট এর হয়, তবে আপনাকে Microsoft Visual C++ 2013 এর ৩২ বিট (x86) এবং ৬৪ বিট (x64) উভয়ই ইন্সটল করতে হবে।

তবে আপনার পিসি যদি ৩২ বিট এর হয়, তবে কেবল Microsoft Visual C++ 2013 এর ৩২ বিট (x86) ইন্সটল করলেই হবে।

 

Microsoft Visual C++ 2013 (Both 32 & 64 Bit) এখান থেকে অথবা এখান থেকে ডাউনলোড করুন। আমি Zip ফাইল করে Upload দিয়েছি। আপনাকে WinrRAR দিয়ে Extract করে নিতে হবে  🙂

 

৩। XBox Driver :

 

আপনি যদি Windows 10/8.1/8 এর ইউজার হন, হবে আপনাকে আলাদা কোন XBox Driver ইন্সটল করা লাগবে না।

 

তবে আপনি যদি Windows 7/XP/Vista এর ইউজার হন তবে আপনাকে অবশ্যই আলাদা করে XBox Driver ইন্সটল করা লাগবে।

 

 

যা যা করবেন :

 
 

এই লিঙ্ক  এ গিয়ে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করে XBox Driver ডাউনলোড করুন

 
 

এবার ইন্সটল করুন ও  পিসি টা একবার রিবুট দিন

 
 

৪। Keyboard Splitter :

 

এইখান থেকে  অথবা  এইখান থেকে  Keyboard Splitter টা ডাউনলোড করে নিন

 

৫। ভিডিও :

 
 
 

আপনারা যারা  Windows 10/8.1/8 এর ইউজার, তারা 

এইখান থেকে  ভিডিও টা দেখুন   🙂 😎

 

 
 

আপনারা যারা  Windows 7/XP/Vista এর ইউজার, তারা 

এইখান থেকে ভিডিও টা দেখুন  🙂 😎

 

 
 
 
 
 

আশা করি, আপনারা সব ঠিকঠাক করতে পারবেন। যদি কোন সমস্যায় পড়েন, তবে টিউমেন্ট এ জানাবেন। অনেক অনেক
ধইনা পাতা  আপনাদের জন্য

 😉  😀  🙄

 
 
 
 

Level 0

আমি সুদীপ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 441 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Don Bradman Cricket 2014 গেমটার download link দেওয়া যায়?

অনেক অনেক ধন্যবাদ ভাই । উপকৃত হলাম

অনেকদিন পর একটা ভাল টিউন পেলাম । আর একটা প্রশ্ন ছিল , উইন্ডোজ ১০ এ কেন ড্রাইভার ইন্সটল করা লাগবে না ভাইয়া ? আর , আপনি কি মোড ভার্সন ইউস করছেন ? বাংলাদেশ এর ড্রেস এমন দেখায় কি করে ! 🙂 ??