এন্ড্রয়েড গেমস রিভিউ রেসিং Asphalt 8

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম,

এন্ড্রয়েডে রেসিং গেমসের মধ্যে সবার প্রথম যে গেমসের নাম আসে সেটা হল Asphalt 8।এন্ড্রয়েড মোবাইলে যারা রেসিং গেমস খেলেন তারা প্রায় সকলেই Asphalt 8 এর সাথে পরিচিত। আমি এন্ড্রয়েডে যত রেসিং গেমস খেলেছি, তার মধ্যে বেষ্ট রেসিং গেমস। সেই আদিম যুগে যখন নোকিয়ার জাভা মোবাইল ব্যবহার করতাম, তখন থেকেই এই গেমসের ফ্যান ছিলাম, আর আমার মত যারা আদিম যুগের মানুষ, তারাই জানে waptrick.com সম্পর্কে, কত স্মৃতি রয়েছে সেখানে। এখনকার কেউ বুঝবেনা সেই মর্ম।

রেসিং গেমস খেলেন অথচ যারা Asphalt 8 খেলেন নাই তাদের জন্যই আজকের এই টিউন।

কেন খেলবেন এই গেমস???

এই গেমসে প্রায় সব মডেলের লেটেস্ট গাড়ি রয়েছে প্রায় ১৮০টির মত, কিছুই বাদ নাই। (নতুন ভার্সনে বাইকও যুক্ত হয়েছে) আর রেসিং লোকেশন গুলা সেইরকম। লন্ডন,জাপান,চায়না সহ আরো অনেক দেশের রাস্তায় এবং বরফ, জঙ্গল সহ অনেক রাস্তায় গাড়ি চালাতে পারবেন।

আপনার সাথের গাড়ি গুলাকে ভাইঙ্গা চুইরা শেষ করে দিতে পারবেন, কেউ কিছু বলবে না। (তবে কিছু জায়গা রয়েছে যেখানে বারি খাইয়া কাইত হইয়া যাইতে পারেন)। গাড়ি নিয়া কিছুক্ষনের জন্য আকাশেও উড়তে পারবেন। আরো অনেক কিছু রয়েছে, খেললেই বুঝতে পারবেন।

অনলাইন এবং অফলাইন খেলতে পারবেন Asphalt 8

  • বর্তমান ভার্সন ৩.২.০কিউ
  • সাইজ প্রায় দুই জিবির উপর

আপনি প্লে ষ্টোর অথবা কিছু সাইট রয়েছে সেখান থেকে নরমাল অথবা মোড ভার্সন নামতে পারবেন। আমি নিচের দেওয়া লো কোয়ালিটি দিয়ে কনফিগারেশনেই গেমসটি খেলেছি, কোন রকম সমস্যা ছাড়াই।

  • এন্ড্রয়েড ৫.১ ললিপপ
  • ১জিবি রেম
  • কোয়াড কোর প্রসেসর
  • মালি ৪০০ গ্রাফিক্স

(আর যাদের মোবাইল কনফিগারেশন অনেক কম তারা মাত্র ৩৬এম্বির Asphalt nitro খেলতে দেখতে পারেন, (Asphalt 8 এর ছোট ভাই  Asphalt nitro)

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

can i run it on my nokia 6?

প্রিয় মুহাম্মদ ইয়াসিন ইসলাম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।