Uncharted: The Lost Legacy; আপকামিং ব্লকবাস্টার (প্রিভিউ+কিছু কথা)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

ব্লকবাস্টার Uncharted ভিডিও গেম সিরিজ সবসময়ই গেমারদের বাড়তি উন্মাদনা যুগিয়েছে। Indiana Jones এবং Tomb Rider গেমের মিলিত রূপের এই Uncharted সিরিজের প্রত্যেকটি গেমই গেমারদের মুগ্ধ করার ক্ষেত্রে ছিল সফল। ভাল স্টোরি আর অসাধারণ গ্রাফিক্সের কারণে এই সিরিজের গেমগুলো অনন্য।

সিরিজের ধারাবাহিকতায় এবার আসছে Uncharted: The Lost Legacy গেমটি। ইতিমধ্যেই গেমটির ট্রেলার এবং গেমপ্লে ইউটিউবে রিলিজ করা হয়েছে, গেমারদের উন্মাদনা দেখে এটা নিঃসন্দেহেই বলা যায় এই গেমটিও দারুনভাবে সফল হবে।

Uncharted সিরিজের গেম হলেও আগের গেমগুলোর সাথে এর পার্থক্য অনেক। এর মাঝে একটি বড় পার্থক্য হল গেমটি সম্পূর্ণ অনন্য, আগের Uncharted 4 এবং কোন Uncharted গেমেরই সিক্যুয়েল বা প্রিক্যুয়েল কিছুই নয় এটি। সিরিজের ধারাবাহিকতার বাইরে গিয়ে সম্পূর্ণ আলাদা এই গেমটিতে নেই আগের নায়কও।

এর আগে Uncharted এর প্রতিটি গেমে আমরা Nathan Drake নামে একজন পুরুষকে নায়ক হিসেবে দেখেছি, কিন্তু Uncharted: The Lost Legacy গেমটিতে প্রধান চরিত্রে দেখা যাবে দুই নারীকে। তবে গেমপ্লেতে বড় কোন পরিববর্তন দেখা যাবে না। একশন-এডভেঞ্চার ঘরানার এই গেমটি হতে চলেছে আগের মতই থার্ড পারসন শুটিং গেম। আর তাই Uncharted সিরিজের আগের গেমগুলোর মতই স্বাদ-গন্ধ থাকছে এই গেমটিতেও।

ইন্ডিয়ান পোষাক

গেমের স্টোরি ফিচার করছে ইন্ডিয়াকে। ইন্ডিয়ার ওয়েস্টার্ণ ঘাট নিয়ে এর গল্প (বাস্তবে ওয়েস্টার্ণ ঘাট-Western Ghat ইউনেস্কোর স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্য ক্রেন্দ্র বা World Heritage Site)। গেমের প্রধান দুই চরিত্র কোল ফ্রেজার এবং নাদিন রস সেখানে একটি প্রত্নতাত্ত্বিক জিনিসের সন্ধানে যায়।

যাকে গেমে বলা হচ্ছে গণেশের দন্ত বা Tusk Of Ganesh। এই দন্তের সন্ধানে বিভিন্ন বিপদের মুখোমুখি হয়ে খেলতে হবে গেমটি। মোকাবেলা করতে হবে গেমের ভিলেনের যার নাম  আসাভ। ওপেন ওয়ার্ল্ডের এই গেমে গেমারকে খেলতে কোল ফ্রেজারকে নিয়ে। গেমে করা যাবে ইচ্ছামত ঘুরাঘুরি, কিনা যাবে কাপড়। আর কি কি করা যাবে তা এখনো জানা সম্ভব হয় নি।

Uncharted: The Lost Legacy
  • ডেভেলাপ করেছে : Naughty Dog
  • প্রকাশ করবে : Sony Interactive Entertainment
  • সিরিজ : Uncharted
  • ধরন : একশন-এডভেঞ্চার
  • প্লাটফর্ম : প্লেস্টেশন ৪
  • মুক্তি পাবে : ২২শে আগস্ট ২০১৭

ছবিতে ছবিতে পরিচিত হয়ে নেয়া যাক Uncharted: The Lost Legacy এর সাথে

গেমের প্রধান চরিত্র; Chloe Frazer। খেলতে হবে একে নিয়েই।
নাদিন রস। গেমে ফ্রেজারের সহকারী হিসেবে দেখা যাবে তাকে।
আসাভ। গেমের মূল ভিলেন। মু হা হা হা হা

গেমটির ক্রিয়েটিভ ডাইরেক্টর শন এস্কেইগের দেয়া তথ্য অনুযায়ী, আসাভ একজন দেশদ্রোহী। একটি বিদ্রোহী গোষ্ঠীর নেতা। সে চেষ্টা করছে দেশে যুদ্ধ বাঁধাতে এবং এর ভেতর দিয়ে নিজের আখের গুছিয়ে নিতে। নাদিন রসের সাথে আসাভের পূর্ব পরিচয় আছে।

ওয়েস্টার্ণ ঘাটে গনেশ দন্তের খোঁজে
কেন দূরে থাকো... আমায় আড়াল রাখো??
মেলাতে হবে পাজল
সিনেমাটিক কাটসিনগুলো সত্যিই বাস্তব মনে হবে
আপু আমারে পাখি ড্রেস দাও
মুখ ঢেকে কে আমি?? আমায় তুমি চেন কি?
সাইলেন্সার যুক্ত পিস্তল!!! ওয়াও...
আ   আ   আ
নাদিন অনেক সাহায্য করবে গেমের ভেতর

Uncharted সিরিজের আগের গেমগুলোর মতই এই গেমটি হতে চলেছে একটি ব্লকবাস্টার। হার্ডকোর গেমার আর Uncharted পাংখা হয়ে থাকলে কিছুতেই মিস করবেন না গেমটি। টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। টিউমেন্ট করতে ভুলবেন না জেনো।

Level 2

আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস