ফিফা ১৪ EA Sports এর মাস্টারপিস একটা গেম। ফুটবল গেমসের দুনিয়ায় হাল সময়ের সবচেয়ে বেশি আলোচিত এবং জনপ্রিয় গেমটি হল FIFA 14। ফিফা ১৪ গেমটি দিয়েই মূলত ফুটবল গেমসের জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায়। গ্রাফিক্স, পিজিক্স এর ব্যবহার, গেমপ্লে, কনট্রোল, গেমের চরিত্রের আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং লো কনফিগ সাপোর্ট এর মত কারণে ফিফা ১৪ গেমটি সারা পৃথিবীজুড়ে বিশাল মার্কেট অর্জন করে। গেমাররা লুফে নেয় EA এর এই গেমটি।
এখন যদিও FIFA 18 চলে আসছে তারপরেও FIFA 14 এর জনপ্রিয়তা এখনও আকাশচুম্বী। বিশেষ করে বাংলাদেশের মত দেশে যেখানে অধিকাংশ গেমারেরই হাই কনফিগের পিসি কেনা সম্ভব হয়ে উঠে না সেখানে লো কনফিগের এই অসাধারণ রিয়েলিস্টিক গ্রাফিক্সের গেমটির জনপ্রিয়তা আকাশ ছাড়িয়ে মহাকাশচুম্বী😋😋😋।
ফিফা ১৪ (FIFA 14):
ফিফা ১৪ এ ৩৩টি লাইসেন্স করা লীগ সাথে ৬০০টি লাইসেন্স করা টিম এবং ১৬হাজারেরও বেশি লাইসেন্স করা খেলোয়াড় রয়েছে। এছাড়াও আছে ৪৭টি আন্তর্জাতিক ফুটবল দল। বাংলাদেশে এখনও অত্যন্ত জনপ্রিয় এই গেমটিতে কঠিন সত্যজনক ভাবে বাংলাদেশ জাতিয় ফুটবল দল নেই 😑😑😑
আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল না থাকাটাই স্বাভাবিক। র্যাংকিং এর যে অবস্থা 👿👿👿 তারপরও নিজের দেশ এর প্রতি চাওয়াটা তো থাকেই। মনে গোপন আক্ষেপ থাকেই ইশ যদি বাংলাদেশ থাকত!!
শুধুমাত্র একটা মোড ইন্সটল করে আপনার ফিফা ১৪ এ আপনি এড করে নিতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বাংলাদেশ জাতীয় দলের আসল সব খেলোয়াড় এবং আমাদের জাতীয় ফুটবল স্টেডিয়াম সহ আরো পাবেন আসল চেহারা। আর বাংলাদেশ জাতীয় দল হিসেবে খেলে বাংলাদেশকে জিতিয়ে দিতে পারেন ফিফা বিশ্বকাপ। ক্যারিয়ার মোডেও খেলতে পারবেন বাংলাদেশ এর প্লেয়ার হিসেবে।
খেলা হচ্ছে শুরু...😜😜😜 |
এই তুই ডেটল দিয়া হাত ধুইছস ? |
ফুডু তুইল্লা লই... সবাই ক ইলিইইশ... |
ই ই ই ই... |
ইয়ে এ এ ... গোল দিছি মাম্মা... |
টিউটোরিয়ালটি খুবই সহজ ভাবে বর্নণা করে করেছিে তাই বুঝতে কোন অসুবিধা হওয়ার কথা না তবুও যদি কার কোন অসুবিধা হয় তবে টিউমেন্টে জানাবেন আমি সাহায্য করার চেষ্টা করব।
ইউটিউবিং এ আমি নতুন। কয়েকটি টিউটোরিয়াল দিয়েছি। সামনে আরো অনেক ভিডিও দেব। আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন।
আমি হাসিবুর ইসলাম নাসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিষাদময় পৃথিবীতে আমি আনন্দ খুঁজে নিই সবকিছু থেকে। আর স্বপ্ন দেখি মহাকাশ ভেদ করে ভালোবাসা ছড়িয়ে দেবার। স্বপ্নচারী আমার স্বপ্নগুলোই বাঁচিয়ে রেখেছে আমাকে। হাত ধরে চলো স্বপ্ন দেখি একসাথে।