তোমার পিসিতে ওই গেমটা চলবে কি?

টিউন বিভাগ গেমস
প্রকাশিত
জোসস করেছেন

শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী এমনি অনেক বয়স্ক মানুষ বিনোদনের জন্য পিসিতে ভিডিও গেমস খেলে থাকেন। আজকাল গেমের বাজারে নিত্যনতুন চমৎকার সব চোখ ধাঁধানো গেমস বের হচ্ছে। নতুন নতুন গেমসের প্রতি আমাদের গেমারদের নজর সবসময়ই বেশি থাকে। কিন্তু নতুন কোনো গেমস কেনার আগে তোমাকে একটি ব্যাপারে নিশ্চিত হয়ে নিতে হবে আর তা হলো ওই গেমটি তোমার পিসিতে চলবে কিনা!

গেমস কেনার সময় গেমসের ডিভিডিতে সাধারণত সিস্টেম রিকোয়ারমেন্টস দেওয়া থাকে। আর নতুন গেমসগুলোর নাম লিখে গুগলে সার্চ দিলেও সিস্টেম রিকোয়ারমেন্টস পাওয়া যাবে।

আজকালকার যুগের গেমসগুলোতে ২ ধরনের রিকোয়অরমেন্টস দেওয়া থাকে। একটি হলো মিনিমাম এবং অন্যটি হলো রেকোমেন্ডেড। মিনিমাম রিকোয়ারমেন্টস তে যে কনফিগারেশন দেওয়া থাকে তার সাথে যদি তোমার পিসির কনফিগারেশন মিলে যায় তাহলে গেমটি কোনোরকমে লো সেটিংয়ে তোমার পিসিতে খেলা যাবে। আর রেকোমেন্ডেড রিকোয়ারমেন্টস এর কনফিগারেশনে গেমটি ভালো সেটিংয়ে স্বাছন্দ্যে খেলা যাবে।

তবে আমাদের অনেকেই এই পদ্ধতি অনুসরণ করতে সমস্যায় পড়তে হয়। নিজের পিসিতে কি কনফিগারেশন রয়েছে তাও অনেকে অনেক সময় বুঝে থাকেন না। তাদের জন্য রয়েছে বিভিন্ন অনলাইন অটোমেটিক সার্ভিস। যা নিয়ে আমি আজ কথা বলতে এসেছি।

নতুন নতুন গেমস তোমার পিসিতে চলবে কিনা তা চেক করার জন্য ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে তুমি খুব সহজেই ক্রস চেকিং করে নিতে পারো। তাদের মধ্যে অন্যতম একটি ওয়েবসাইট হলো System Requirements Lab. এই ওয়েবসাইটি বেশ পুরোনো একটি সাইট এবং এরা ফ্রিতে সার্ভিস দিয়ে থাকে। এই সাইটের মাধ্যমে স্পেসিফিক গেমটি তোমার পিসিতে চলবে কিনা তা বের করে দিবে। এছাড়াও যদি তোমার পিসির কোনো পার্টস গেমসগুলোর রিকোয়ারমেন্টসের সাথে খাপ না খায় তাহলে সাইট তোমাকে যে পার্টসগুলোকে আপগ্রেড করারও উপদেশ দিবে।

সিস্টেম রিকোয়ারমেন্টস ল্যাব ওয়েবসাইটের সেবা উপভোগ করতে হলে তোমার পিসিতে লেটেস্ট জাভা সংস্করণটি ইন্সটল করা থাকতে হবে। তারপর সিস্টেম রিকোয়ারমেন্টস ল্যাব ওয়েবসাইটে গিয়ে তোমার পছন্দের গেমটি খুঁজে নাও যেটি তোমার পিসিতে খেলতে চাও। গেমটির খুঁজার পর Can you run it বাটনে ক্লিক করো। এরপর তোমার পিসিতে একটি Java Applet ইন্সটল হবে। এই জাভা এপলেট এর মাধ্যমেই ওয়েবসাইটটি তোমার পিসির কনফিগারেশনটি তাদের ডাটাবেসে আপলোড করবে এবং সিলেক্টেড গেমটির কনফিগারেশনের সাথে ক্রস চেকিং করবে।

Lastest Java ইন্সটল না থাকলে তুমি জাভা এপলেট ব্যবহার করতে পারবে না

জাভা এপলেট ইন্সটেল পর গেমটির সাথে তোমার পিসির রেজাল্ট তোমার সামনে চলে আসবে:

গেমটি তোমার পিসিতে চলবে না
গেমটি তোমার পিসিতে চলবে

এটা হলো গ্রাফিক্যাল রেজাল্ট। যদি লাল কালারে ফেইল মেসেজ আসে তাহলে বুঝতে হবে গেমটি তোমার পিসিতে চলবে না। আর যদি সবুজ রংয়ের পাস মেসেজ আসে তাহলে নিশ্চিত হয়ে নিতে হবে যে তোমার পিসিতে গেমটি চালাবো যাবে।

গ্রাফিক্যাল রিপোর্ট ছাড়াও জাভা এপলেটটি তোমাকে টেক্স ভিত্তিক রেজাল্টও দিয়ে দিবে। যেখানে গেমটির অফিসিয়াল মিনিমাম ও রেকোমেন্ডেড সেটিংয়ের সাথে তোমার পিসির কনফিগারেশনে ক্রস চেকিং এর রিপোর্ট তোমাকে দিবে। যেমন সিপিইউ, র‌্যাম, অপারেটিং সিস্টেম, গ্রাফিক্স কার্ড এবং কতটুকু হার্ডডিক্সের জায়গা লাগবে গেমটি খেলতে হলে এগুলো এখানে বলে দেওয়া হবে।

এই জাভা এপলেটটি তুমি চাইলেই সহজে রিমুভ করে দিতে পারবে। এরজন্য কনট্রোল প্যানেলে গিয়ে প্রোগ্রাম এন্ড ফিচার থেকে System Requirements Lab CYRI টি আনইন্সটল করে দিলেই হবে।

আরেকটি ওয়েবসাইট রয়েছে যেটি ঠিক একই ভাবে তোমার পিসির কনফিগারেশনের সাথে নির্দিষ্ট গেমটির কনফিগারেশন ক্রস চেক করে। সেটি হলো yougamers.com এর Game-o-Meter. ওয়েবসাইটটি ফিউচারমার্ক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। ফিউচারমার্কের জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে 3DMark Bechmark। তাই বলা যায় এই সাইট থেকে সুক্ষ ফলাফল নেওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে তোমার পছন্দের গেমটি খুঁজে নাও। তারপর Run now বাটলে ক্লিক করলে গেমটির মিনিমাম রিকোয়ারমেন্টস দেখতে পাবে:

এবার চেকিং করার জন্য সবুজ রংয়ের Click Here To see your systems performance বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে সেইম ভাবে একটি জাভা এপলেট ইন্সটল করার জন্য তোমার পারমিশন চাইবে। জাভা এপলেট ইন্সটল করার পর নিচের মতো রেজাল্ট উইন্ডো চলে আসবে:

রেজাল্ট বুঝে নেওয়াও সহজ এখান থেকে। উপরের সারিতে রেকোমেন্ডেড এবং মিনিমাম সেটিংয়ের ধূসর রং দেওয়া রয়েছে। আর নিচে তোমার পিসির সেটিংয়ের রেজাল্ট দেওয়া থাকবে। তোমার পিসির সেটিং যদি গেমটির রেকোমেন্ডেড আর মিমিমামের থেকে বেশি থাকে তাহলে তা সবুর রংয়ের বারের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। সাধারণত মিমিমামের থেকে বেশি রেজাল্ট পেলেই নির্দিস্ট গেমটি তোমার পিসিতে চালানো সম্ভব। আর রেকোমেন্ডেড এর সমান বা এর থেকে বেশি হলে তোমার পিসিতে উক্ত গেমটি হাই সেটিংয়ে স্মুত্থলি খেলা যাবে।

এছাড়াও উইন্ডোটির নিচে তোমার গ্রাফিক্স কার্ড, প্রসেসর এবং র‌্যামের সাথে গেমটির রেকোমেন্ডেড ও মিমিমান কনফিগারের সাথে ক্রস চেকিং করে তোমাকে দেখাবে। এভাবে তুমি সহজেই নিশ্চিত হয়ে নিতে পারো যে তোমার পিসিতে গেমটি চলবে কি না। আরেকটি একই ধরনের ওয়েবসাইট হলো গেম ডিবেট ডট কম। এখানেও একই ধরনের হার্ডওয়্যার স্ক্যানার এপ রয়েছে যেটার মাধ্যমে তুমি অনলাইনেই সহজে তোমার পিসির সাথে নির্দিষ্ট গেমের কনফিগারেশনটি চেক করে নিতে পারো।

আরেকটি একই ধরনের ওয়েবসাইট হলো গেম ডিবেট ডট কম। এখানেও একই ধরনের হার্ডওয়্যার স্ক্যানার এপ রয়েছে যেটার মাধ্যমে তুমি অনলাইনেই সহজে তোমার পিসির সাথে নির্দিষ্ট গেমের কনফিগারেশনটি চেক করে নিতে পারো।

টিউনের শেষে আমি একটি কথাই বলবো, অনেক সময় কোনো গেমের মিমিমাম রিকোয়ারমেন্টেস এর সাথে তোমার পিসি খাপ না খেলেও গেমটি ইন্সটল করার পর গেমটি তোমার পিসিতে চলতেও পারে। তবে সেটার সম্ভাবনা ৫০-৫০। তবে এক্ষেত্রে স্মুথ স্পিড পাবে না তুমি, আর গ্রাফিক্স সেটিং সর্বনিম্ন দিয়ে খেলতে হবে। অনেক গেমার আছে যারা গ্রাফিক্সের পরোয়া না করে শুধু গেমটি গেমওভার দেওয়ার জন্য এই স্পিডে গেমস খেলে থাকে। যেমনটি আমি! হাহাহাহা! তবে তোমার পিসির ক্যাপাসিটির দিকেও তোমার নজর রাখতে হবে।

অতিরিক্ত হাই কোয়ালিটির গেমস টেনেটুনে তোমার পিসিতে খেলার চাইতে না খেলাই বেটার। কারণ এতে তোমার পিসিতে অনেক প্রেসার পড়ে এবং ফলস্বরুপ পিসিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে! নতুন কোনো গেমস তোমার পিসিতে চলবে কিনা সেটা যাচাই করার জন্য তোমার এক্সপার্ট কোনো বন্ধুর সাহায্য নাও, অথবা নিজে নিজেই কনফিগারেশনগুলো চেক করে নাও। আর সেটাও যদি না পেরে থাকো তাহলে টিউনে দেখানো ওয়েবসাইটগুলো থেকে অনলাইনের মাধ্যমে ক্রস চেকিং করে নাও। আশা করি এতে তুমি উপকৃত হবে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস