আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি ফুটবল গেম। যার অসাধারন গ্রাফিক্স ও গেমের অসাধারণ কলাকৌশল আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
গেমটির নাম : Fifa Mobile
গেমটি যখন তৈরী করা হয়েছিল তখন তার সাইজ ছিল 65 মেগাবাইট। কিন্তু পরবর্তী আপডেটে গেমটি মাত্র 30 মেগাবাইটে তৈরী করা হয়েছে। এতো কম মেগাবাইটে এতো ভালো গেম প্লে স্টোরে কিংবা অন্যকোথাও নেই।
গেমটিতে রয়েছে প্রায় 17 হাজারের ও বেশি বাস্তব খেলোয়ার। যাদের প্রত্যেকের চেহারা বাস্তবের সাথে হুবুহু মিল রয়েছে। সাধারণত অন্যান্য গেমের ক্ষেত্রে দেখা যায় ভালো গ্রাফিক্স হলেও সবার চেহারা এক থাকে। কিন্তু এক গেমে প্রত্যেকের আসল চেহারা খুব স্পষ্টভাবে দেয়া হয়েছে। এবং খেলার সময় ও তাদের দেখলেই চেনা যায়। এখানে আপনি আপনার ইচ্ছা মতো প্লেয়ার দিয়ে 11 জনের দল গঠন করতে পারবেন। বাস্তবে যে প্লেয়ারের যেমন স্কিল, গেমেও তাই ফুটে ওঠবে। এবং গেমটি অটোপ্লে করেও খেলা যায়। সেক্ষেত্রে গেমের প্লেয়াররা তাদের বাস্তব স্কিল দিয়েই খেলবে। এবং গেমটি খেলার ধরনও অন্যান্য গেমথেকে একদম আলাদা। এই কারনে গেমটি আপনাকে আরো মুগ্ধ করবে।
এছাড়াও রয়েছে 30 টি লীগ, 650 টি বাস্তব দল। আপনি যে কোনো একটি লীগেও যোগ দিতে পারেন।
বাংলাদেশ থেকে প্রায় কয়েকহাজার গেমার এই গেমের সাথে যুক্ত। এই গেমটি সম্পূ্র্ণ ইন্টারনেট সংযোগ দিয়ে খেলতে হয়।
ভিডিওটি দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন।
মোট কথা আপনি খেললেই বুঝতে পারবেন যে গেমটি আসলে কতটা ভালো।
তো আজ এটুকুই। আশা করি গেমটি ভালো লাগবে। নিচে লিংক থেকে ডাওনলোড করে নিন।
কোনো সমস্যা হলে টিউমেন্টে জানান বা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন।
ধন্যবাদ।
ফেসবুকে আমি
ডাওনলোড : Play Store
ডাওনলোড : Apkpure
আমি শরীফুল হাসান সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।