আপনি গেম খেলতে ভালোবাসেন? নিশ্চয়ই বিদেশীদের বানানো? কয়টা দেশি গেম খেলেছেন? আপনি জানেন, দেশি গেম ডেভলপাররাও গেম ডেভোলপে পিছিয়ে নেই। তারাও দারুন সব গেম ডেভোলপ করছে। আজ আপনাদের এইরকম একটা গেমের সাথে পরিচয় করিয়ে দেব।
গেমটির নামঃ Four Way Road
আর সবচেয়ে আনন্দের ব্যাপার হল গেমটি আমদের টিমের ডেভোলপ করা। তো আর বেশি কথা না বলে আসুন গেমটির কয়েকটা স্ক্রিনসুট দেখে নেই।
গেম প্লে...
গেম মুড
অ্যাচিভমেন্ট। এ ছাড়াও গেম এ আছে অনেক ফিচার। খেললেই বুঝতে পারবেন। তো আর দেরি কিসের?
আপনাকে বলটিকে বিভিন্ন বাঁধা অতিক্রম করে সামনের দিকে নিয়ে যেতে হবে। পথে অনেক বাঁধা আসবে। সেই সব বাঁধাকে অতিক্রম করতে হবে। গেমটির গ্রাফিক্স অনেক আকর্ষনীয়। গেমের ব্যাক গ্রাউন্ড সাউন্ডটাও ইঞ্জয় করার মত। বিশেষ করে হেডফোন দিয়ে গেমটি খেললে। আসা করি গেমটি আপনার ভালো লাগবে।
ধন্যবাদ। ভালো থাকবেন।
আমি সুদর্শন মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।