সবাই কেমন আছেন,আশাকরি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি।টেকটিউনস এ এটি আমার ২য় টিউন। আজ আপনাদের দেখাবো কিভাবে need for speed most wanted আপনার এন্ড্রোয়েড মোবাইল এ খেলবেন।এটি psp গেম। তবে PPSSPP - PSP emulator দিয়ে অ্যান্ড্রয়েড এ প্লে যাবে।
এর size মাত্র 80MB। এটি এক জনপ্রিয় গেম। কিভাবে ডাউনলোড ও ইনস্টল করবেন তার জন্য ভিডিও তা দেখুন। শেষের দিকে গেম প্লে দেওয়া আছে। ভালো লাগলে টিউনমেন্ট করবেন।
Download Link:- https://mega.nz/#!tqAjCSrC!15vfcSZTL2XOc-qRAddT0EtzV3WEKfU9zrWJ4iJDLAY
মোষ্ট ওয়ান্টেড গেমটির গেম-প্লে সিরিজের প্রথম মোষ্ট ওয়ান্টেড গেমটিতে থেকে নেওয়া হয়েছে। যেখানে প্লেয়ার একটি গাড়ি পছন্দ করে তিনটি টাইপের রেস মোড থেকে রেস করতে পারে। স্প্রিন্ট রেস যা এক পয়েন্ট হতে অরেকটি পয়েন্টে যেতে হয়, সার্কিট রেস যাতে ২ কিংবা ৩ টি ল্যাপ থাকে এবং স্পিড রানস যেখানে সর্বোচ্চ স্পিডের গতির উপর বিজয়ী নির্বাচন করা হয়। এছাড়াও রয়েছে এমবুশ রেস, যেখানে প্লেয়ারকে পুলিশ ঘিরে রাখবে এবং পুলিশ এর হাত থেকে পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব! পুলিশ মামারা কয়েকটি ভাগে আসবেন যেমনটি ২০০৫ সালের মোষ্ট ওয়ান্টেডে আসতেন! প্রতিটি ইভেন্টের পর ওই গাড়িটির দুটি পার্টস সমূহ আনলক হবে। রেসে ২য় হলে একটি এবং আরেকটি পার্টস আনলক করতে হলে অবশ্যই ১ম হতে হবে প্রতিটি রেসে।
সিরিজের আগের মোষ্ট ওয়ান্টেড গেমটির মতো এখানেও রয়েছে ব্ল্যাকলিষ্ট। যেখানে রয়েছে ১০ জন ব্ল্যাকলিষ্ট রেসার। এদের এক এক জনকে হারিয়ে প্লেয়ার তার গ্যারেজে ওইসব ব্ল্যাকলিষ্টের রেসারদের গাড়ি নিয়ে আসতে পারে এবং রকপোর্ট হতে নতুন শহর ফেয়ারহ্যাভেন এবং মার্টলি স্যারোসায় যেতে পারবে।
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
আমি মোহাম্মাদ রিয়াদ ✅। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।