হ্যালো সবাই,
আশা করছি টেকটিউনস পরিবারের সকলেই ভালো আছেন। সকলের দোয়াতে আমিও ভালো আছি। আজ একটি কাজের ভিডিও টিউন নিয়ে আসলাম। আশা করছি কম বেশি সকলের কাজে আসবে এবং ভাল লাগবে, বিশেষ করে যারা ডেক্সটপ কম্পিউটার দিয়ে গেমস খেলতে পছন্দ করে তাদের জন্য। এই ভিডিও তে আমি দেখাবো অল্প টাকায় উন্নত মানের একটি গেমিং মাউস যা দিয়ে নন স্টপ গেমস খেলা যায় অল্প মুভিং করেই।
ডিভাইস টি এন্ড্রয়েড ফোন, ট্যাব এবং ডেক্সটপ কম্পিউটার দিয়ে খুব সহজেই ব্যবহার করা যায়। আশা করছি আমাদের সকলের কাছে আছে এবং যদি না থাকে তার পরেও সমস্যা নেই কারন খুব সহজে পাওয়া যায়। কাজের সুবিধার্থে বিস্তারিত ভিডিও তে দেখুন।
গেমিং মাউস এর পরিচিতি- আমি এখানে HV-MS801 মডেল এর Havit ব্র্যান্ড এর গেমিং মাউস ব্যবহার করেছি।
গেমিং মাউস এর পরিচিতি (ভিডিও টি তে ভালো ভাবে দেখানো হয়েছে)।
এক নজরে গেমিং মাউস এর বিস্তারিত জানুন
Gaming Mouse Magic Eagle
Model: HV-MS801
Brand: Havit
• Interface Type: USB
• The Number of Key: 6 keys
• Image processing: 3000 FPS
• Resolution: 800-1200-1600-2400DPI
• Key Life: 3,000,000
• Cable Length: 1.6m
• Operating Voltage: 5V
• Color: Black & Pink
• Interface: USB
• Type: Optical
• Wired/Wireless: Wired
• Gaming: Yes
• System Requirements: Windows XP::7:8:10
• Sales in package: Main Unit
• Weight: 0.1345 KG
• Dimension: 119.3 x 74.2 x 40 MM
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আরও বেশ কিছু ভিডিও দেখতে আমার সাথে থাকুন। মতামত দিয়ে আরও ভালো কিছু করার সুযোগ করতে সহায়তা করবেন। সকলকে আবার ধন্যবাদ জানাই ভিডিও টি দেখার জন্য।
শুভ কামনায়
সোহেল
আমি মোঃ শাহজাহান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।